বিজ্ঞাপন
অস্কারে লেডি গাগার দুই লুকের নেপথ্যে

হালফ্যাশন ডেস্ক

যেকোনো অনুষ্ঠানে লেডি গাগার সাজপোশাক সব সময়ই থাকে আলোচনার তুঙ্গে। তবে অস্কারের রেড কার্পেটে গ্ল্যামারাস মেকওভার আর বোল্ড গাউনের নজরকাড়া লুকের কিছুক্ষণ পরই গান পরিবেশনার সময় তিনি একেবারে বেয়ারফেইস। মেকআপের বালাই নেই একদম। রিপড জিনস আর টি-শার্টের সঙ্গে পনিটেইল করা পাশের বাড়ির মেয়ের অবতারেই গান গেয়ে মাতালেন লেডি গাগা সবাইকে।

দর্শক আর ভক্তকুলের মাঝে এ নিয়ে পড়েছে দারুণ সাড়া। সবাই ভাবছে, এত কম সময়ে এত কার্যকরভাবে মেকআপ তোলার রহস্য কী! লেডি গাগার মেকআপ আর্টিস্ট সারাহ তানো এই ফুল-গ্ল্যাম থেকে চোখের পলকে মেকআপ-ফ্রি লুকে লেডিগাগার সবার সামনে হাজির হওয়ার রহস্য উদ্‌ঘাটন করতে সাহায্য করেছেন এক সাক্ষাৎকারের মাধ্যমে।

বিজ্ঞাপন

রেড কার্পেটে লেডিগাগার কালো ভারসাচি গাউনটি নিয়েও হইচই পড়ে গিয়েছিল। পেছনে একটু বেশিই প্রদর্শন করছে গাউনের স্বচ্ছ কাপড়ে- মতামত দিয়েছেন অনেকেই। তবে এ নিয়ে কোনো সন্দেহ নেই যে লেডি গাগাকে অপরূপ সুন্দর লাগছে। স্মাজড বা লেপ্টে যাওয়া কাজল আর মোটা আইলাইনারের সমন্বয়ে তানো দারুণ চোখের সাজ করেছেন এই সুন্দরী গায়িকার জন্য। হট পিংক ব্লাশ আর টকটকে লাল লিপস্টিকের ব্যাকগ্রাউন্ডে ভারী ফাউন্ডেশনের উপস্থিতি বোঝা যাচ্ছে। তানো জানালেন, লেডিগাগার নিজস্ব বিউটিলাইন হাউস অব ল্যাবসের মেকআপ সামগ্রীই ব্যবহার করেছেন তিনি এদিন।

এদিকে একটু পরই গান পরিবেশনার সময়ে লেডি গাগাকে দেখে চমকে উঠেছেন সবাই। অস্কার মনোনীত গান ‘হোল্ড মাই হ্যান্ড’ গানটি গাইতে এলেন তিনি মেকআপ ছাড়া। উজ্জ্বল ত্বকের প্রাকৃতিক সৌন্দর্য আর সাদামাটা পোশাকে এ সময় লেডি গাগাকে লাগছিল আরও কাছের কেউ। তানো বললেন, বেশ পরিশ্রম করতে হয়েছে তাঁকে এত কম সময়ে এভাবে লেডি গাগাকে আরেক রূপে উপস্থাপন করতে। আর্গান অয়েলের নাম বললেন তিনি মেকআপ তুলতে ব্যবহার করা পণ্যগুলোর মধ্যে। এ ছাড়া ল্যানকোম বি ফেসিল মেকআপ রিমুভারের নামও জানা গেল তাঁর কাছ থেকে।

বিজ্ঞাপন
প্রকাশ: ১৮ মার্চ ২০২৩, ১৩: ০৭
বিজ্ঞাপন
হাল ফ্যাশন