দেব-শুভশ্রীর রিইউনিয়ন: ক্ল্যাসিক অল ব্ল্যাক লুকে প্রিয় জুটিকে দেখে আবেগে ভাসছেন ভক্তরা
শেয়ার করুন
ফলো করুন

কলকাতার জনপ্রিয় অভিনেতা দেব ও অভিনেত্রী শুভশ্রী কি ইতিহাস তৈরি করলেন? অনুরাগীরা অন্তত তেমনই মনে করছেন। টানা দশ বছর কোনও যোগাযোগ ছিল না দু'জনের। ৪ আগস্ট ফের মুখোমুখি দেব-শুভশ্রী। হাতে হাত রেখে কলকাতার নজরুল মঞ্চে প্রবেশ করেন তাঁরা। আজ থেকে দশ বছর আগে তাঁদের রসায়ন ছিল অন্য রকম। এবার প্রেমিক-প্রেমিকার রসায়ন ধরা না পড়লেও, তাঁদের কথাবার্তা বুঝিয়ে দেয়, অতীতে তাঁরা সত্যিই 'প্রেমে' ছিলেন। দেব-শুভশ্রীর সম্পর্ক একসময় ছিল টলিউডের সবচেয়ে আলোচিত প্রেম কাহিনী। একসঙ্গে কাজ করতে গিয়ে পরিচয়, বন্ধুত্ব, তারপর দুজনের মন দেওয়া-নেওয়া। চুটিয়ে প্রেম করলেও একটা সময় দুজনের দুটি পথ দুদিকে বেঁকে যায়, আলাদা হয়ে যান দেব-শুভশ্রী। বহু বছর পর নতুন সিনেমা ধুমকেতুর মুক্তি পাচ্ছে এ মাসেই। তাই তাঁদের নিয়ে উন্মাদনা আবারও তুঙ্গে ভক্তদের মাঝে। দেব-শুভশ্রী দুজনে আলাদাভাবে সিনেমার প্রচারণায় অংশ নিলেও একসঙ্গে দেখা যায়নি, যা নিয়ে ভক্তদেরও আক্ষেপের কমতি ছিল না। অবশেষে ঘুচল সেই আক্ষেপ, তৈরি হলো এক ঐতিহাসিক মুহূর্ত। ভক্তদের আবদার মেনেই ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত হন একসময়ের সুপারহিট এই জুটি। একসাথে নাচলেন তারা, সেলফি তুললেন, কথা বললেন আর সবাইকে চমকে দিয়েই দুজন দুজনকে আনব্লক করে ফলোও করলেন ইন্সটাগ্রামে।

১/৭
পূর্ব পরিকল্পনা ছিল কিনা জানিনা তবে দুজনেই এদিন এসেছিলেন ক্লাসিক অল ব্ল্যাক লুকে। কালো পোশাকে দুজনেই যেন দ্যুতি ছড়াচ্ছিলেন।
পূর্ব পরিকল্পনা ছিল কিনা জানিনা তবে দুজনেই এদিন এসেছিলেন ক্লাসিক অল ব্ল্যাক লুকে। কালো পোশাকে দুজনেই যেন দ্যুতি ছড়াচ্ছিলেন।
বিজ্ঞাপন
২/৭
ধুমকেতুর প্রচারণার এই চমকপ্রদ ইভেন্টে পুরনো জুটিকে একই রঙের ম্যাচিং লুকে দেখতে পেয়ে ভক্তরা বেশ খুশিও হয়েছিল। এই লুক যেন ইঙ্গিত করলো—স্টাইলের দিক দিয়ে তারা এখনো অপ্রতিরোধ্য।
ধুমকেতুর প্রচারণার এই চমকপ্রদ ইভেন্টে পুরনো জুটিকে একই রঙের ম্যাচিং লুকে দেখতে পেয়ে ভক্তরা বেশ খুশিও হয়েছিল। এই লুক যেন ইঙ্গিত করলো—স্টাইলের দিক দিয়ে তারা এখনো অপ্রতিরোধ্য।
বিজ্ঞাপন
৩/৭
শুভশ্রী পরেছেন কালো রঙের থাই হাই স্লিট গাউন। হল্টার নেক ডিজাইনে আকর্ষণ কাড়ছে কাটআউট নকশা। কানে শোভা পাচ্ছে পান্না সবুজ স্টেটমেন্ট দুল।
শুভশ্রী পরেছেন কালো রঙের থাই হাই স্লিট গাউন। হল্টার নেক ডিজাইনে আকর্ষণ কাড়ছে কাটআউট নকশা। কানে শোভা পাচ্ছে পান্না সবুজ স্টেটমেন্ট দুল।
৪/৭
টালিউড হার্টথ্রব দেব পরেছেন একটি কালো শার্ট, ব্লেজার আর প্যান্ট। লকেটসহ চেইন আর ঘড়ি আছে সঙ্গে
টালিউড হার্টথ্রব দেব পরেছেন একটি কালো শার্ট, ব্লেজার আর প্যান্ট। লকেটসহ চেইন আর ঘড়ি আছে সঙ্গে
৫/৭
চোখের সামনে এই দুই প্রিয় তারকাদের ১০ বছর পর নতুনভাবে  দেখে আবেগে ভাসলেন দর্শকরা। অনেকে তো ফেসবুকে তাদের ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে লিখছেন চন্দ্রবিন্দু ব্যান্ডের সেই বিখ্যাত গানের লাইন ' এভাবেও ফিরে আসা যায়। আর তা এত স্টাইলিশ লুকে
চোখের সামনে এই দুই প্রিয় তারকাদের ১০ বছর পর নতুনভাবে  দেখে আবেগে ভাসলেন দর্শকরা। অনেকে তো ফেসবুকে তাদের ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে লিখছেন চন্দ্রবিন্দু ব্যান্ডের সেই বিখ্যাত গানের লাইন ' এভাবেও ফিরে আসা যায়। আর তা এত স্টাইলিশ লুকে
৬/৭
প্রেম না থাকলেও, পুরনো টান অস্বীকার করা মুশকিল। দশ বছর আগের সেই 'স্পার্ক' আজ আর আগুন না হলেও, নিঃসন্দেহে আছে উষ্ণতা। তবে, দেব-শুভশ্রীর সম্পর্ক শেষ হলেও, কাজের প্রতি তাদের পেশাদারিত্ব কখনও কমেনি। সেটাই প্রমাণ করে 'ধুমকেতু'। প্রেম না থাকলেও সম্মান রয়ে গেছে অটুট।
প্রেম না থাকলেও, পুরনো টান অস্বীকার করা মুশকিল। দশ বছর আগের সেই 'স্পার্ক' আজ আর আগুন না হলেও, নিঃসন্দেহে আছে উষ্ণতা। তবে, দেব-শুভশ্রীর সম্পর্ক শেষ হলেও, কাজের প্রতি তাদের পেশাদারিত্ব কখনও কমেনি। সেটাই প্রমাণ করে 'ধুমকেতু'। প্রেম না থাকলেও সম্মান রয়ে গেছে অটুট।
৭/৭
সবকিছু ছাপিয়ে দর্শক ও ভক্তদের হৃদয় ছুঁয়েছে এই জুটির অনবদ্য কেমিস্ট্রি। আসলে, এটা শুধু সিনেমার প্রচারণা ছিল না, ছিল পুরনো দিনের এক অসমাপ্ত গল্পের নতুন অধ্যায়ের সূচনা।
সবকিছু ছাপিয়ে দর্শক ও ভক্তদের হৃদয় ছুঁয়েছে এই জুটির অনবদ্য কেমিস্ট্রি। আসলে, এটা শুধু সিনেমার প্রচারণা ছিল না, ছিল পুরনো দিনের এক অসমাপ্ত গল্পের নতুন অধ্যায়ের সূচনা।

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১০: ৩৫
বিজ্ঞাপন