কলকাতার জনপ্রিয় অভিনেতা দেব ও অভিনেত্রী শুভশ্রী কি ইতিহাস তৈরি করলেন? অনুরাগীরা অন্তত তেমনই মনে করছেন। টানা দশ বছর কোনও যোগাযোগ ছিল না দু'জনের। ৪ আগস্ট ফের মুখোমুখি দেব-শুভশ্রী। হাতে হাত রেখে কলকাতার নজরুল মঞ্চে প্রবেশ করেন তাঁরা। আজ থেকে দশ বছর আগে তাঁদের রসায়ন ছিল অন্য রকম। এবার প্রেমিক-প্রেমিকার রসায়ন ধরা না পড়লেও, তাঁদের কথাবার্তা বুঝিয়ে দেয়, অতীতে তাঁরা সত্যিই 'প্রেমে' ছিলেন। দেব-শুভশ্রীর সম্পর্ক একসময় ছিল টলিউডের সবচেয়ে আলোচিত প্রেম কাহিনী। একসঙ্গে কাজ করতে গিয়ে পরিচয়, বন্ধুত্ব, তারপর দুজনের মন দেওয়া-নেওয়া। চুটিয়ে প্রেম করলেও একটা সময় দুজনের দুটি পথ দুদিকে বেঁকে যায়, আলাদা হয়ে যান দেব-শুভশ্রী। বহু বছর পর নতুন সিনেমা ধুমকেতুর মুক্তি পাচ্ছে এ মাসেই। তাই তাঁদের নিয়ে উন্মাদনা আবারও তুঙ্গে ভক্তদের মাঝে। দেব-শুভশ্রী দুজনে আলাদাভাবে সিনেমার প্রচারণায় অংশ নিলেও একসঙ্গে দেখা যায়নি, যা নিয়ে ভক্তদেরও আক্ষেপের কমতি ছিল না। অবশেষে ঘুচল সেই আক্ষেপ, তৈরি হলো এক ঐতিহাসিক মুহূর্ত। ভক্তদের আবদার মেনেই ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত হন একসময়ের সুপারহিট এই জুটি। একসাথে নাচলেন তারা, সেলফি তুললেন, কথা বললেন আর সবাইকে চমকে দিয়েই দুজন দুজনকে আনব্লক করে ফলোও করলেন ইন্সটাগ্রামে।
ছবি: ইন্সটাগ্রাম