বলিউডের আকর্ষণীয় অভিনেত্রীদের মধ্যে দিশা পাটানি সব সময়ই এগিয়ে। এই গ্ল্যামারাস ডিভা যা পরেন, তাতেই তাঁকে মানিয়ে যায়। ধারালো ফিগার আর আবেদনময়ী মুখশ্রীর দিশা পাটানি প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিভিন্ন চোখধাঁধানো লুকের ছবি শেয়ার করেন ভক্তদের সঙ্গে। সেখানে তাঁকে ঘুরেফিরে বিকিনি, ড্রেস, গাউন, হটপ্যান্ট থেকে শুরু করে সব পোশাকেই দেখা যায়।
সম্প্রতি ভারতের আলোচিত ধনী পরিবার, আম্বানিদের ছোট ছেলের প্রাক্–বিবাহ উদ্যাপনের দ্বিতীয় পর্বে আরও সব বলিউড তারকার সঙ্গে ইতালিতে উড়ে গিয়েছিলেন দিশা পাটানি। তারপর সবাই মিলে যোগ দিয়েছেন ক্রুজ শিপের বিশাল পার্টিতে। আবহাওয়া অনুকূলে থাকায় এ সময় এই প্রমোদতরিতে পরার জন্য এই বলিউড সুন্দরী বেছে নিয়েছেন এক অত্যন্ত আকর্ষণীয় সবুজ ড্রেস। শিফনের মনোক্রোম পোশাকে তাঁকে লাগছে আবেদনে ভরপুর।
উজ্জ্বল সবুজ ড্রেসটি খুবই মানিয়ে গেছে রৌদ্রালোকিত দিনে ক্রুজ শিপের আবহে। এতে কোনো ধরনের আঁটসাঁট ভাব নেই একেবারেই। বেশ ফ্লোয়ি একটা সিলোয়েট আছে এর কাটে, যা প্রমোদতরির পুরো আমেজের সঙ্গে খুব মানিয়েছে। আলগা করে সেট করা ড্রেপ প্যাটার্নে ওপরের অংশটি তৈরি করা হয়েছে কটিদেশ পর্যন্ত নেমে আসা ডিপ নেকলাইনের এফেক্ট দিতে।
ফ্লোর টাচ বা পুরো দৈর্ঘ্যের সবুজ স্লিভলেস ড্রেসটি শুধুমাত্র স্ট্রিং দিয়ে আটকানো রয়েছে। সারংয়ের মতো করে ড্রেপ করা নিচের অংশে মাঝে নট প্যাটার্নের ডিজাইন দিয়ে আটকে রাখা।
ব্যাকলেস ডিজাইনের খোলা অংশ বেশ বিপজ্জনক রকমের নিচে নেমে এসেছে। তবে দিশা পাটানিকে এমন বোলদ ডিজাইনে দেখা যায় মাঝে মাঝেই। এখানেও স্ট্রিং ব্যবহার করা হয়েছে ড্রেসের আকার দিতে।
দিশা সাজগোজ করতে ভালোবাসেন। তবে অবশ্যই তা পরিবেশ বুঝে। এখানে ভারী মেকআপ এড়িয়ে গ্লসি রেইজিন শেডের লিপকালার আর কাজলে সাজ সেরেছেন তিনি। খোলা চুল খুবই মানিয়েছে পুরো আবেদনময় লুকের সঙ্গে।
ছবি: দিশা পাটানির ইন্সটাগ্রাম