
অভিনেত্রী রুনা খান খুব পছন্দ করেন শাড়ির সাজে নিজেকে উপস্থাপন করতে। আর তাঁর পছন্দের তালিকার শীর্ষে থাকে দেশি শাড়ি। রুনা খানের শাড়ির লুক মানেই আলাদা কিছু। সম্প্রতি আকর্ষণীয় ব্লাউজের সঙ্গে শাড়িতে অন্যরকম আবেদন ছড়িয়েছেন তিনি। শাড়ি-ব্লাউজ নবীন ডিজাইনার নাশরা আক্তারের তৈরি করা। মেকওভার করেছেন রিমন জনি। আর দারুণ ছবিগুলো তুলেছেন এ এ জুটন।





ছবি: রুনা খানের ইন্সটাগ্রাম