অন্যরকম শাড়ির লুকে আবেদন ছড়ালেন রুনা
শেয়ার করুন
ফলো করুন

অভিনেত্রী রুনা খান খুব পছন্দ করেন শাড়ির সাজে নিজেকে উপস্থাপন করতে। আর তাঁর পছন্দের তালিকার শীর্ষে থাকে দেশি শাড়ি। রুনা খানের শাড়ির লুক মানেই আলাদা কিছু। সম্প্রতি আকর্ষণীয় ব্লাউজের সঙ্গে শাড়িতে অন্যরকম আবেদন ছড়িয়েছেন তিনি। শাড়ি-ব্লাউজ নবীন ডিজাইনার নাশরা আক্তারের তৈরি করা। মেকওভার করেছেন রিমন জনি। আর দারুণ ছবিগুলো তুলেছেন এ এ জুটন।

১/৫
কোরা খাদি ফেব্রিকের শাড়ি পরেছেন রুনা খান আকর্ষণীয় ড্রেপে। আঁচলে পাখি ও দোতরা নজর কাড়ছে
কোরা খাদি ফেব্রিকের শাড়ি পরেছেন রুনা খান আকর্ষণীয় ড্রেপে। আঁচলে পাখি ও দোতরা নজর কাড়ছে
বিজ্ঞাপন
২/৫
পুরো শাড়িতে হলুদ, সবুজ আর খয়েরী নকশা করা জ্যামিতিক মোটিফে
পুরো শাড়িতে হলুদ, সবুজ আর খয়েরী নকশা করা জ্যামিতিক মোটিফে
বিজ্ঞাপন
৩/৫
শাড়ির লুকের আবেদন অন্য মাত্রায় নিয়ে গিয়েছে হলটারনেক ব্রালেট স্টাইল ব্লাউজ
শাড়ির লুকের আবেদন অন্য মাত্রায় নিয়ে গিয়েছে হলটারনেক ব্রালেট স্টাইল ব্লাউজ
৪/৫
চোকার, টানা নথ আর আংটি পরেছেন রুনা। মেরুন টিপ, টেনে দেওয়া আইলাইনার আর ব্রিক রেড সেমি ম্যাট লিপকালার দেখা যাচ্ছে সাজে
চোকার, টানা নথ আর আংটি পরেছেন রুনা। মেরুন টিপ, টেনে দেওয়া আইলাইনার আর ব্রিক রেড সেমি ম্যাট লিপকালার দেখা যাচ্ছে সাজে
৫/৫
সেই সঙ্গে নজর কাড়ছে আকর্ষণীয় লম্বা বেনীর হেয়ারস্টাইল। আলো আঁধারিতে অন্যরকম আবেদন ছড়াচ্ছেন রুনা।
সেই সঙ্গে নজর কাড়ছে আকর্ষণীয় লম্বা বেনীর হেয়ারস্টাইল। আলো আঁধারিতে অন্যরকম আবেদন ছড়াচ্ছেন রুনা।

ছবি: রুনা খানের ইন্সটাগ্রাম

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ০৩: ২৩
বিজ্ঞাপন