
অভিনেত্রী কেয়া পায়েলের নতুন উদ্যোগ বিউটি স্যালন পার্ল বাই পায়েল। তিনি নিজেও সাজতে ভালোবাসেন। আর নতুন এই সাজঘরটি বেশ সাড়া ফেলেছে সম্প্রতি বিভিন্ন তারকাসহ রূপসচেতন সকলেরই। কেয়া পায়েল নিজেই পার্ল বাই পায়েলের গর্জিয়াস মেকওভারে সামনে এসেছেন তিনটি ভিন্ন ব্রাইডাল আমেজের লুকে। প্রথমটি একেবারেই বিয়ের সাজ। আর বাকি দুটি লুক অনুপ্রেরণা হতে পারে বাগদান, গায়ে হলুদ বা বিবাহোত্তর সংবর্ধনার সাজে।









ছবি: কেয়া পায়েলের ইন্সটাগ্রাম
মেকওভার: পার্ল বাই পায়েল