হলিউডের সিনেমাজগতের তুলনামূলক নতুন মুখ হান্টার শেফার। কিছুদিন আগে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত প্রথম মুভি ‘দ্য হাঙ্গার গেমস: দ্য ব্যালাড অব সংবার্ডস অ্যান্ড স্নেকস’। সেখানে তিনি ‘ট্রাইগ্রিস স্নো’ চরিত্রে অভিনয় করেছেন। সিনেমায় তাঁর অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ সবাই। তাঁর অভিনয়ের শুরু এইচবিও টিন ড্রামা ‘ইউফোরিয়া’ দিয়ে। জুলস ভন নামের এক ট্রান্সজেন্ডার কিশোরীর ভূমিকায় অভিনয় করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। উল্লেখ্য যে, বাস্তব জীবনেও তিনি একজন ট্রান্সজেন্ডার।
অভিনয় শুরুর আগে ফ্যাশন ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় মডেল ছিলেন হান্টার শেফার। মিউ মিউ, দিওর, প্রাদা, মার্ক জ্যাকবস ও ভেরা ওয়াংয়ের মতো বড় বড় ফ্যাশন ব্র্যান্ডের রানওয়ে ও ক্যাম্পেইনে নিয়মিত দেখা যেত তাঁকে। বর্তমানে তিনি বেশ কয়েকটি ফ্যাশন ও বিউটি ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এর মধ্যে উল্লেখযোগ্য মাগলার, প্রাদা, শিশেইডো। ২৪ বছর বয়সী মেধাবী এই অভিনেত্রীর রয়েছে দুর্দান্ত ফ্যাশন সেন্স। ‘সংবার্ড অ্যান্ড স্নেকস’ মুভির প্রিমিয়ারের ইভেন্টগুলোর লালগালিচায় তাঁর ফ্যাশনেবল উপস্থিতি ফ্যাশন সমালোচকদের মুগ্ধ করেছে। হান্টারের অনেক লুক দেখে ফ্যাশন সমালোচকেরা তাঁকে ‘একটি জীবন্ত শিল্প’ পর্যন্ত বলেছে। অনেকেই বলছেন যে জেন্ডায়ার পর তিনিই নাকি হতে চলেছেন হলিউডের লালগালিচার রানি।
কিছুদিন আগে চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত হয়েছে ইতালিয়ান ফ্যাশন ব্র্যান্ড প্রাদার বিশেষ এক্সিবিশন ‘প্রাদাস্ফিয়ার টু’। সেখানে আমন্ত্রণ পেয়েছিলেন হান্টার শেফার। পরেছিলেন প্রাদার বসন্ত/গ্রীষ্ম ২০২৪ সংগ্রহের সবচেয়ে আলোচিত পোশাক ‘দ্য জেলিফিশ’। সঙ্গে পায়ে পরেছেন চার্ট্রুজ (সবুজের একটি বিশেষ শেড) হিল।
বার্লিনে অনুষ্ঠিত ‘দ্য হাঙ্গার গেমস: দ্য ব্যালাড অব সংবার্ডস অ্যান্ড স্নেকস’-এর প্রথম প্রিমিয়ারে তিনি হাজির হয়েছিলেন স্কিয়াপারেল্লির হেমন্ত/শীত ২০২৩ ওত কতুর সংগ্রহের মাল্টিকালার স্ট্রেচ পাজল ড্রেস ও মানহোলো ব্লানিকের সাদা পাম্প পরে। পোশাকটি ডিজাইন করেছেন স্কিয়াপারেল্লির ক্রিয়েটিভ ডিরেক্টর ড্যানিয়েল রোজবেরি।
‘সংবার্ডস অ্যান্ড স্নেকস’-এর লন্ডন প্রিমিয়ারে হান্টার লালগালিচা আলোকিত করেছিলেন গ্ল্যামারাস সাজে। সেখানে তিনি পরেছিলেন সোনালি অফ-দ্য-শোল্ডার হল্টার নেক টপ ও বাবল পেপলাম ডিটেলিংয়ের ম্যাক্সি স্কার্ট। অসাধারণ এই কাস্টম-মেড পোশাকটি প্রাদার বসন্ত/গ্রীষ্মের ২০০৯ সংগ্রহের একটি পোশাকের অনুপ্রেরণায় তৈরি।
কাটআউট, ক্রিস্টাল, সিকুইন ফ্রিঞ্জে ভরপুর এই পোশাক হান্টার পরেছিলেন ‘সংবার্ডস অ্যান্ড স্নেকস’ মুভির লস অ্যাঞ্জেলেস প্রিমিয়ারে। পোশাকটি এসেছে অ্যালেক্সজান্ডার ম্যাককুইন থেকে। তাঁর পুরো লুকে নজর কেড়েছে ব্ল্যাক মেশ সিকুইন বুট।
একই মুভির নিউইয়র্ক প্রিমিয়ারে তিনি সবাইকে মুগ্ধ করেছেন ফ্যাশন ব্র্যান্ড মার্নির গোলাপি ও ক্রিমসন থ্রিডি ফুলেল মিনি ড্রেসে। সঙ্গে পরেছেন তাঁর পছন্দের মানহোলো ব্লানিকের সাদা পাম্প।