সম্প্রতি অভিনেত্রী বিদ্যা সিনহা মিম খুব সুন্দর একটি লুকের ছবি শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে। ছবি দেখেই বোঝা যাচ্ছে, দুবাইয়ের ডেজার্ট সাফারি থেকে তিনি ক্যামেরায় ধরা দিয়েছেন। অভিনেত্রীর সাজ অনুরাগীদের মন ছুঁয়ে গেছে। আইভরি গাউনের ওপর আডিডাসের পাখি প্রিন্টের ট্র্যাক জ্যাকেট পরেছেন তিনি। সঙ্গেসাদা পাথরের অলংকার পরেছেন আর সেজেছেন সফট গ্ল্যাম মেকআপে। তবে সবচেয়ে বেশি নজড় কেড়েছে তাঁর মাথায় পরা কেফিয়াহ আর সঙ্গে থাকা বাজপাখি। মন্তব্যের ঘরে বেশির ভাগ ভক্তই এই লুকের নাম দিয়েছেন ‘ইয়া হাবিবি’।
সময় পেলেই বিভিন্ন দেশে ঘুরতে চলে যান এ সময়ের জনপ্রিয় তারকা অভিনেত্রী নুসরাত ফারিয়া। এখানে তিনি ফ্রেমবন্দী হয়েছেন বিখ্যাত জলপ্রপাত নায়াগ্রার সামনে। তাঁর পোশাকটিও বেশ নজরকাড়া। হল্টার নেক বডিকন ড্রেসের সঙ্গে অনুষঙ্গ হিসেবে নিয়েছেন কালো সানগ্লাস এবং কানে পরেছেন সাদা পাথরের স্টাড। সফট টোনের গোলাপি লিপস্টিক আর ব্লাশ অন গুরুত্ব পেয়েছে তাঁর মেকআপে। ছেড়ে রাখা চুলে বেশ সুন্দর লাগছে অভিনেত্রীকে।
মিষ্টি ও স্পষ্টভাষী অভিনেত্রী শবনম ফারিয়া থাইল্যান্ডের ব্যাংকক থেকে বেশ কিছু ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। দেশটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র ওয়াট অরুণ মন্দিরের সামনে তিনি ফ্রেমবন্দী হয়েছেন মনোক্রম লুকে। পরেছেন একরঙা কালো ফুলস্লিভ মিডি ড্রেস। সঙ্গে নিয়েছেন মার্কিন ব্র্যান্ড মাইকেল কোর্সের শোল্ডার ব্যাগ। পায়ে সঙ্গী হয়েছে সাদা রানিং শু। ছবিগুলো দেখে বোঝাই যাচ্ছে যে অভিনেত্রী বেশ উপভোগ করছেন এই ভ্রমণ। ব্যাংককে ঘুরতে এলে যে কেউই মন্দিরটি পরিদর্শনে আসেন। কাচের টুকরা, ফুলের নকশা ও চীনা মৃৎপাত্র দিয়ে সজ্জিত এই মন্দির দেশটির অন্যতম আকর্ষণ।