নাটকের সুন্দরী অভিনেত্রী সামিরা খান মাহি। নাটকপাড়ার এই পরিচিত মুখের মাঝে আছে বেশ একটা কিউট ফ্যাক্টর। আবার এই সুন্দরী অভিনেত্রীর সাজপোশাকে মাঝে মাঝেই মেলে বোল্ড আমেজ। চলুন তবে সামিরা মাহির কখনো কিউট আর কখনো আবেদনময়ী সব লুকে দেখে নিই এবারে।
ছবি: সামিরা মাহির ইন্সটাগ্রাম