টালিউডের অন্যতম গ্ল্যামারাস ও চর্চিত অভিনেত্রী পায়েল সরকার বরাবরই তাঁর স্টাইল ও উপস্থিতি দিয়ে নজর কাড়েন সবার। বড় পর্দা থেকে ওয়েব সিরিজ—দুই দিকেই নিজের প্রতিভা ছড়িয়ে দিয়েছেন তিনি। আর তারই সমান্তরালে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা তাঁর স্টাইলিশ ছবিগুলো প্রমাণ করে, ট্রেন্ড সেট করতে পায়েল পিছিয়ে নেই একটুও। দীর্ঘ দুই দশকের অভিনয়যাত্রায় টালিউডে নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী। বয়স ৪০-এর ঘর পেরোলেও তাঁর আত্মবিশ্বাস, আধুনিক উপস্থিতি এবং ফ্যাশন সেন্স যেন সময়কে থামিয়ে রেখেছে। যদিও ব্যক্তিজীবনে এখনো সিঙ্গেল, তবু তাঁর চার্ম একেবারে অনবদ্য। তাঁর প্রতিটি লুক যেন নতুন গল্প বলে—কখনো ট্র্যাডিশনাল বাঙালি কনের সাজে, কখনো ক্যাজুয়াল জিন্স-টপে, আবার কখনো গাউনে গ্ল্যামারাস ডিভা হয়ে ধরা দেন পায়েল। চলুন দেখে নেওয়া যাক, অভিনেত্রীর ফ্যাশন জার্নির কিছু ঝলক।