বলিউডের ফ্যাশনিস্তা তারকা প্রিয়াঙ্কা চোপড়ার ভাই সিদ্ধার্থ চোপড়ার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন তামিল সুন্দরী ও ফ্যাশনেবল অভিনেত্রী নীলম উপাধ্যায়। বিয়ের নানা অনুষ্ঠান ও বিভিন্ন সময়ের ফটোশ্যুটে দেখা যাচ্ছে নীলমও কম যান না ফ্যাশন সেন্সের দিক থেকে। উল্লেখ্য, ঘরোয়া এই বিয়ের অনুষ্ঠান উপলক্ষে প্রিয়াঙ্কা চোপড়া ভারতে এসেছেন ঝটিকা সফরে। ভাইয়ের স্ত্রীকে সাদরে আপন করে নিয়েছেন তিনি, দেখা যাচ্ছে নানা ছবিতে। এদিকে নীলম অপেক্ষাকৃত নতুন অভিনেত্রী হিসেবে। তেলেগু ও তামিল সিনেমায় অভিনয় করছেন তিনি কিছু। তবে এই সুন্দরী অভিনেত্রীর সহজাত সৌন্দর্য আর ফ্যাশনেবল সব সাজপোশাক বেশ মুগ্ধ হবার মতো। চলুন তবে ইন্সটাগ্রাম ঘুরে দেখে আসি নীলমের সুন্দর কিছু লুক।
ছবি: নীলম উপাধ্যায়ের ইন্সটাগ্রাম