প্রিয়াঙ্কা চোপড়ার ভ্রাতৃবধূ কে এই ফ্যাশনেবল তামিল অভিনেত্রী
শেয়ার করুন
ফলো করুন

বলিউডের ফ্যাশনিস্তা তারকা প্রিয়াঙ্কা চোপড়ার ভাই সিদ্ধার্থ চোপড়ার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন তামিল সুন্দরী ও ফ্যাশনেবল অভিনেত্রী নীলম উপাধ্যায়। বিয়ের নানা অনুষ্ঠান ও বিভিন্ন সময়ের ফটোশ্যুটে দেখা যাচ্ছে নীলমও কম যান না ফ্যাশন সেন্সের দিক থেকে। উল্লেখ্য, ঘরোয়া এই বিয়ের অনুষ্ঠান উপলক্ষে প্রিয়াঙ্কা চোপড়া ভারতে এসেছেন ঝটিকা সফরে। ভাইয়ের স্ত্রীকে সাদরে আপন করে নিয়েছেন তিনি, দেখা যাচ্ছে নানা ছবিতে। এদিকে নীলম অপেক্ষাকৃত নতুন অভিনেত্রী হিসেবে। তেলেগু ও তামিল সিনেমায় অভিনয় করছেন তিনি কিছু। তবে এই সুন্দরী অভিনেত্রীর সহজাত সৌন্দর্য আর ফ্যাশনেবল সব সাজপোশাক বেশ মুগ্ধ হবার মতো। চলুন তবে ইন্সটাগ্রাম ঘুরে দেখে আসি নীলমের সুন্দর কিছু লুক।

১/১২
ওয়ান শোল্ডার থাই স্লিট সাদা ফ্লোরটাচ গাউনের সঙ্গে হুপ দুল পরেছেন সুন্দরী অভিনেত্রী নীলম
ওয়ান শোল্ডার থাই স্লিট সাদা ফ্লোরটাচ গাউনের সঙ্গে হুপ দুল পরেছেন সুন্দরী অভিনেত্রী নীলম
বিজ্ঞাপন
২/১২
কাঁচা হলুদ রঙের লেহেঙ্গার সঙ্গে হাত ভর্তি চুড়িতে মিষ্টি লাগছেন তিনি
কাঁচা হলুদ রঙের লেহেঙ্গার সঙ্গে হাত ভর্তি চুড়িতে মিষ্টি লাগছেন তিনি
বিজ্ঞাপন
৩/১২
পীচরঙা বিকিনি আর সারং পরে গ্ল্যামার ছড়াচ্ছেন নীলম। সঙ্গে আছে রোদচশমা
পীচরঙা বিকিনি আর সারং পরে গ্ল্যামার ছড়াচ্ছেন নীলম। সঙ্গে আছে রোদচশমা
৪/১২
ফুলেল প্রিন্টের কালো স্লিপড্রেসের ওপরে ডেনিম জ্যাকেট লেয়ার করেছেন তিনি
ফুলেল প্রিন্টের কালো স্লিপড্রেসের ওপরে ডেনিম জ্যাকেট লেয়ার করেছেন তিনি
৫/১২
বেগুনি সিকুইনের এথনিক ওয়্যারের সঙ্গে এই অভিনেত্রী পরেছেন লম্বা ঝুলের দুল ও পাথরের চুড়ি
বেগুনি সিকুইনের এথনিক ওয়্যারের সঙ্গে এই অভিনেত্রী পরেছেন লম্বা ঝুলের দুল ও পাথরের চুড়ি
৬/১২
বিয়ের পার্টিতে আকাশ নীল থাই স্লিট সিকুইনের গাউনে পার্টনার সিদ্ধার্থের সঙ্গে নীলম
বিয়ের পার্টিতে আকাশ নীল থাই স্লিট সিকুইনের গাউনে পার্টনার সিদ্ধার্থের সঙ্গে নীলম
৭/১২
বিয়ের আনুষ্ঠনিকতা সারতে এই জমকালো ডিজাইনার লেহেঙ্গা পরেছেন নীলম। স্লিভলেস ডিজাইনের চোলি ও ঘাগড়া অংশে হটপিংক সিল্কে জরীর এমব্রয়ডারি করা। মুক্তার চোকার, দুল আর বালা রয়েছে সঙ্গে। সিদ্ধার্থ পরেছেন ঘিয়ে রঙা কুর্তা, পাজামা ও কাজ করা কোটি
বিয়ের আনুষ্ঠনিকতা সারতে এই জমকালো ডিজাইনার লেহেঙ্গা পরেছেন নীলম। স্লিভলেস ডিজাইনের চোলি ও ঘাগড়া অংশে হটপিংক সিল্কে জরীর এমব্রয়ডারি করা। মুক্তার চোকার, দুল আর বালা রয়েছে সঙ্গে। সিদ্ধার্থ পরেছেন ঘিয়ে রঙা কুর্তা, পাজামা ও কাজ করা কোটি
৮/১২
স্প্যাগেটি স্ট্র্যাপ দেওয়া ডিপ সুইটহার্ট নেকলাইনের   মেটালিক ফিনিশের কাল-সোনালি গাউনে আকর্ষণ ছড়াচ্ছেন নীলম
স্প্যাগেটি স্ট্র্যাপ দেওয়া ডিপ সুইটহার্ট নেকলাইনের মেটালিক ফিনিশের কাল-সোনালি গাউনে আকর্ষণ ছড়াচ্ছেন নীলম
৯/১২
সাদা লেহেঙ্গায় ফিউশনের আমেজ। সঙ্গে বড় দুল রয়েছে নীলমের এই লুকে
সাদা লেহেঙ্গায় ফিউশনের আমেজ। সঙ্গে বড় দুল রয়েছে নীলমের এই লুকে
১০/১২
নজরকাড়া ডিজাইনের ওপেন শোল্ডার কেপ টপের নেকলাইনটি খুব আকর্ষণীয়। সঙ্গে নীলম ব্রোকেডের সোনালি বুননের লাল ঘাগরা আর ঝোলানো দুল পরেছেন। সাজের বেলায় সবসময়ই সাদামাটা এই অভিনেত্রী
নজরকাড়া ডিজাইনের ওপেন শোল্ডার কেপ টপের নেকলাইনটি খুব আকর্ষণীয়। সঙ্গে নীলম ব্রোকেডের সোনালি বুননের লাল ঘাগরা আর ঝোলানো দুল পরেছেন। সাজের বেলায় সবসময়ই সাদামাটা এই অভিনেত্রী
১১/১২
হাসিখুশি পারিবারিক পোর্ট্রেটে নীলমসহ সকলের সঙ্গে দেখা যাচ্ছে কমলা সালওয়ার কামিজে সাবেক ব্রহ্মাণ্ডসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়াকে
হাসিখুশি পারিবারিক পোর্ট্রেটে নীলমসহ সকলের সঙ্গে দেখা যাচ্ছে কমলা সালওয়ার কামিজে সাবেক ব্রহ্মাণ্ডসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়াকে
১২/১২
ভাইয়ের স্ত্রী নীলমকে আন্তরিক স্বাগতম জানিয়েছেন তিনি উষ্ণ আলিঙ্গনে
ভাইয়ের স্ত্রী নীলমকে আন্তরিক স্বাগতম জানিয়েছেন তিনি উষ্ণ আলিঙ্গনে

ছবি: নীলম উপাধ্যায়ের ইন্সটাগ্রাম

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৪, ১৭: ২৩
বিজ্ঞাপন