দেশীয় থেকে পশ্চিমা-সব স্টাইলেই আকর্ষণ ছড়ান মারিয়া শান্ত
শেয়ার করুন
ফলো করুন

ছোট পর্দার নিয়মিত মুখ হয়ে উঠেছেন মারিয়া শান্ত। মডেলিং ও বিজ্ঞাপনচিত্রে কাজ করার পাশাপাশি তাঁকে এখন বেশি দেখা যায় নাটকে। তবে শুধু অভিনয় নয়, ফ্যাশনবোধও রয়েছে এই গুণী অভিনেত্রীর। দেশীয় পোশাক থেকে শুরু করে পশ্চিমা পোশাক, সবকিছুতেই তাঁকে সুন্দর মানায়। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় একবার ঢুঁ মেরে আসতে পারেন ফ্যাশনিস্তারা।

১/১২
মোনোক্রম লুকে গর্জিয়াস মারিয়া শান্ত। পরেছেন লাল সিকুইনের শাড়ি আর স্লিভলেস ব্লাউজ।
মোনোক্রম লুকে গর্জিয়াস মারিয়া শান্ত। পরেছেন লাল সিকুইনের শাড়ি আর স্লিভলেস ব্লাউজ।
বিজ্ঞাপন
২/১২
গ্যাদার্ড প্যাটার্নের অলিভ গ্রিন টপ, কালো প্যান্ট আর সাদা রানিং শু পরেছেন অভিনেত্রী। সেজেছেন একেবারেই মিনিমাল জুয়েলারিতে
গ্যাদার্ড প্যাটার্নের অলিভ গ্রিন টপ, কালো প্যান্ট আর সাদা রানিং শু পরেছেন অভিনেত্রী। সেজেছেন একেবারেই মিনিমাল জুয়েলারিতে
বিজ্ঞাপন
৩/১২
ডেনিম অন ডেনিম লুকের হিপহপ স্টাইলে একেবারেই অন্য রকম লাগছে অভিনেত্রীকে।
ডেনিম অন ডেনিম লুকের হিপহপ স্টাইলে একেবারেই অন্য রকম লাগছে অভিনেত্রীকে।
ছবি: র‍্যাফ ক্লিক
৪/১২
সাদা কালো স্ট্রাইপের ব্লেজারের লুকে নজর কাড়ছে ধাতব অলংকার।
সাদা কালো স্ট্রাইপের ব্লেজারের লুকে নজর কাড়ছে ধাতব অলংকার।
ছবি: র‍্যাফ ক্লিক
৫/১২
স্লিভলেস ফুলেল মোটিফের আউটফিটের সঙ্গে মাথায় পরা ব্যান্ডানার স্টাইল সত্যিই দারুণ
স্লিভলেস ফুলেল মোটিফের আউটফিটের সঙ্গে মাথায় পরা ব্যান্ডানার স্টাইল সত্যিই দারুণ
৬/১২
কালো টপ আর জিনস পরেছেন অভিনেত্রী। বিশেষ আকর্ষণ কাড়ছে কার্ল করা বাদামি শেডের চুল।
কালো টপ আর জিনস পরেছেন অভিনেত্রী। বিশেষ আকর্ষণ কাড়ছে কার্ল করা বাদামি শেডের চুল।
৭/১২
ঢিলেঢালা সাদা শার্ট আর লাল টাই জুটি হয়েছে এই লুকে। ছেড়ে রেখেছেন হানি ব্লন্ড চুলগুলো
ঢিলেঢালা সাদা শার্ট আর লাল টাই জুটি হয়েছে এই লুকে। ছেড়ে রেখেছেন হানি ব্লন্ড চুলগুলো
ছবি: র‍্যাফ ক্লিক
৮/১২
ফুলেল মোটিফের ম্যাক্সি ড্রেসে
ফুলেল মোটিফের ম্যাক্সি ড্রেসে
৯/১২
লাল কাতান শাড়ির সঙ্গে স্লিভলেস ব্লাউজ জুটি হয়েছে এই এথনিক লুকে। কানে সোনালি ঝুমকা, হাতে চুড়ি আর স্টাইলিশ রাউন্ড সানগ্লাস পরেছেন সঙ্গে
লাল কাতান শাড়ির সঙ্গে স্লিভলেস ব্লাউজ জুটি হয়েছে এই এথনিক লুকে। কানে সোনালি ঝুমকা, হাতে চুড়ি আর স্টাইলিশ রাউন্ড সানগ্লাস পরেছেন সঙ্গে
১০/১২
ফ্লোরাল কো-অর্ড ড্রেসে সুন্দরী অভিনেত্রী। একঢাল চুল ছেড়ে রেখেছেন একপাশে
ফ্লোরাল কো-অর্ড ড্রেসে সুন্দরী অভিনেত্রী। একঢাল চুল ছেড়ে রেখেছেন একপাশে
১১/১২
সাদা বডিকন গাউনের লুকে
সাদা বডিকন গাউনের লুকে
১২/১২
গোলাপ মোটিফের স্ক্রিন প্রিন্ট করা স্লিভলেস মিডি জামা পরেছেন অভিনেত্রী। আর বেছে নিয়েছেন মিনিমাল জুয়েলারি
গোলাপ মোটিফের স্ক্রিন প্রিন্ট করা স্লিভলেস মিডি জামা পরেছেন অভিনেত্রী। আর বেছে নিয়েছেন মিনিমাল জুয়েলারি
প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ০২: ০০
বিজ্ঞাপন