উইম্বলডনেও বলিউড গ্ল্যাম: উর্বশীর লাবুবু ডল, প্রীতির স্ট্রবেরি-প্রীতি, ড্রেসকোড ভেঙে শাড়িতে নীনা গুপ্তা
শেয়ার করুন
ফলো করুন

টেনিস এক বনেদী খেলা। আর টেনিস দুনিয়ার সবচেয়ে বড় ও বনেদী আসর বিলাতের উইম্বলডন টুর্নামেন্ট। লন্ডনে অনুষ্ঠিত এই বর্ণাঢ্য টেনিসের আসরে প্রতিবারের মতোই ব্রিটিশ রাজপরিবারের সদস্য আর তারকাদের মেলা বসেছে। হলিউডের দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া প্রথমেই নজর কেড়েছিলেন ক্ল্যাসিক উইম্বলডন লুকে। সাধারণত সটান প্যান্ট স্যুট, আভিজাত্যপূর্ণ স্কার্ট-ব্লেজার বা পোলো আর টেনিস স্কার্টেই এখানে দেখা দেন তারকারা। তবে উইম্বলডনেও এবার বলিউড গ্ল্যাম দেখা যাচ্ছে প্রীতি জিনতা, নীনা গুপ্তা, জ্যাকুলিন ফার্নান্দেজ, অবনীত কৌর আর উর্বশী রাউতেলার উপস্থিতিতে। উর্বশীর একগাদা লাবুবু ডল, উইম্বলডনের ক্ল্যাসিক স্ট্রবেরি অ্যান্ড ক্রিম উপভোগের সময় ক্যামেরাবন্দী প্রীতি জিনতা আর প্রচলিত ড্রেসকোড ভেঙে নজরকাড়া শাড়িতে নীনা গুপ্তা এখন উইম্বলডন ট্রেন্ডিংয়ের শীর্ষে।

১/১১
উর্বশী রাউতেলার একগাদা লাবুবু ডল অ্যাটাচ করা ব্যাগটিই আগে চোখে পড়ছে।
উর্বশী রাউতেলার একগাদা লাবুবু ডল অ্যাটাচ করা ব্যাগটিই আগে চোখে পড়ছে।
বিজ্ঞাপন
২/১১
কাঁধে স্ট্র্যাপ বাঁধা অফ হোয়াইট লেইসের করসেট ড্রেস পরেছেন এই বলিউড সুন্দরী
কাঁধে স্ট্র্যাপ বাঁধা অফ হোয়াইট লেইসের করসেট ড্রেস পরেছেন এই বলিউড সুন্দরী
বিজ্ঞাপন
৩/১১
সাদা হলটারনেক ভেস্ট আর প্যান্টের মনোক্রোম উইম্বলডন লুকে ডেব্যু করেছেন জ্যাকুলিন ফার্নান্দেজ
সাদা হলটারনেক ভেস্ট আর প্যান্টের মনোক্রোম উইম্বলডন লুকে ডেব্যু করেছেন জ্যাকুলিন ফার্নান্দেজ
৪/১১
খোলা চুল, মানানসই শেডস আর বিলাসবহুল বোটেগা ভেনেটা ক্লাচ দেখা গেল বলিউডের এই লঙ্কান সুন্দরীর লুকে
খোলা চুল, মানানসই শেডস আর বিলাসবহুল বোটেগা ভেনেটা ক্লাচ দেখা গেল বলিউডের এই লঙ্কান সুন্দরীর লুকে
৫/১১
স্বামী জিন গুডেনাফের সঙ্গে সাদা পোলকা ডটের নেভি ব্লু ড্রেসে এসেছেন প্রীতি জিনতা
স্বামী জিন গুডেনাফের সঙ্গে সাদা পোলকা ডটের নেভি ব্লু ড্রেসে এসেছেন প্রীতি জিনতা
৬/১১
তারুণ্যদীপ্ত প্রীতিকে উইম্বলডনের ক্ল্যাসিক খাবার স্ট্রবেরি অ্যান্ড ক্রিম এঞ্জয় করতে দেখা যায় এ সময়
তারুণ্যদীপ্ত প্রীতিকে উইম্বলডনের ক্ল্যাসিক খাবার স্ট্রবেরি অ্যান্ড ক্রিম এঞ্জয় করতে দেখা যায় এ সময়
৭/১১
নেভি ব্লু শার্ট প্যাটার্নের মিনিড্রেসে দেখা দিয়েছেন অবনীত কৌর। সঙ্গে সাদা ব্যাগ
নেভি ব্লু শার্ট প্যাটার্নের মিনিড্রেসে দেখা দিয়েছেন অবনীত কৌর। সঙ্গে সাদা ব্যাগ
৮/১১
টেনিস স্কার্টের মতো প্লিটের ড্রেসটির সঙ্গে সাদা হিলস পরেছেন তিনি
টেনিস স্কার্টের মতো প্লিটের ড্রেসটির সঙ্গে সাদা হিলস পরেছেন তিনি
৯/১১
অবনীত ও জ্যাকুলিনকে মজা করে এমন পোজ দিতে দেখা গিয়েছে এখানে
অবনীত ও জ্যাকুলিনকে মজা করে এমন পোজ দিতে দেখা গিয়েছে এখানে
১০/১১
ড্রেসকোডকে পাত্তা না দিয়ে মেয়ে মাসাবা গুপ্তার সঙ্গে শাড়িতে নজর কাড়ছেন উইম্বলডনে নীনা গুপ্তা। ডিজাইনার মাসাবা অবশ্য নিটেড টপ আর টেনিস স্কার্টেই এসেছেন
ড্রেসকোডকে পাত্তা না দিয়ে মেয়ে মাসাবা গুপ্তার সঙ্গে শাড়িতে নজর কাড়ছেন উইম্বলডনে নীনা গুপ্তা। ডিজাইনার মাসাবা অবশ্য নিটেড টপ আর টেনিস স্কার্টেই এসেছেন
১১/১১
ফুলেল প্রিন্টের সাদা শাড়িতে সবুজ বর্ডার। নীনা সত্যিই আকর্ষণীয় লাগছেন সাদা হলটারনেক ব্লাউজ আর বড় সোনালি ব্রোচের লুকে
ফুলেল প্রিন্টের সাদা শাড়িতে সবুজ বর্ডার। নীনা সত্যিই আকর্ষণীয় লাগছেন সাদা হলটারনেক ব্লাউজ আর বড় সোনালি ব্রোচের লুকে

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১৮: ৫৯
বিজ্ঞাপন