টেনিস এক বনেদী খেলা। আর টেনিস দুনিয়ার সবচেয়ে বড় ও বনেদী আসর বিলাতের উইম্বলডন টুর্নামেন্ট। লন্ডনে অনুষ্ঠিত এই বর্ণাঢ্য টেনিসের আসরে প্রতিবারের মতোই ব্রিটিশ রাজপরিবারের সদস্য আর তারকাদের মেলা বসেছে। হলিউডের দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া প্রথমেই নজর কেড়েছিলেন ক্ল্যাসিক উইম্বলডন লুকে। সাধারণত সটান প্যান্ট স্যুট, আভিজাত্যপূর্ণ স্কার্ট-ব্লেজার বা পোলো আর টেনিস স্কার্টেই এখানে দেখা দেন তারকারা। তবে উইম্বলডনেও এবার বলিউড গ্ল্যাম দেখা যাচ্ছে প্রীতি জিনতা, নীনা গুপ্তা, জ্যাকুলিন ফার্নান্দেজ, অবনীত কৌর আর উর্বশী রাউতেলার উপস্থিতিতে। উর্বশীর একগাদা লাবুবু ডল, উইম্বলডনের ক্ল্যাসিক স্ট্রবেরি অ্যান্ড ক্রিম উপভোগের সময় ক্যামেরাবন্দী প্রীতি জিনতা আর প্রচলিত ড্রেসকোড ভেঙে নজরকাড়া শাড়িতে নীনা গুপ্তা এখন উইম্বলডন ট্রেন্ডিংয়ের শীর্ষে।
ছবি: ইন্সটাগ্রাম