শীতের আগেই শীত ফ্যাশনে কেয়া পায়েল
শেয়ার করুন
ফলো করুন

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল অবসর পেলেই ঘুরতে বেরিয়ে পড়েন। বেশির ভাগ সময়েই তাঁর ভ্রমণ গন্তব্য হয় দেশের বাইরে। কখনো মার্কিন মুলুকে, আবার কখনো যুক্তরাজ্যে। সম্প্রতি যুক্তরাজ্যের নানা লোকেশন থেকে তিনি ফ্রেমবন্দী হয়েছেন। ওখানে এখন শীত প্রায় চলেই এসেছে। তাই অভিনেত্রীকে ছবিগুলোতে দেখা যাচ্ছে উইন্টার লুকে। অবকাশযাপনের স্টাইলিশ কিছু ছবি তিনি ভাগ করে নিয়েছেন ফ্যাশনিস্তা অনুরাগীদের সঙ্গে। ভ্রমণের সময়েও সাজপোশাকের ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেননি এই সুন্দরী তারকা।

১/৬
মভ পারপেল রঙের খুব সুন্দর একটা উলেন সোয়েটার ড্রেস পরেছেন তিনি। সঙ্গে জুটি বেঁধেছে কালো এংকেল লেন্থ বুট।
মভ পারপেল রঙের খুব সুন্দর একটা উলেন সোয়েটার ড্রেস পরেছেন তিনি। সঙ্গে জুটি বেঁধেছে কালো এংকেল লেন্থ বুট।
বিজ্ঞাপন
২/৬
এই লুকে তিনি কালো টি–শার্টের ওপর লেয়ার করেছেন লাল ব্লেজার। কানে গোল্ড প্ল্যাটেড স্টেটমেন্ট দুল, হাতে পরেছেন স্মার্ট ঘড়ি। ছেড়ে রাখা চুলের সঙ্গে মৃদু হাসিতে শোভা বাড়াচ্ছে লাল লিপস্টিক।
এই লুকে তিনি কালো টি–শার্টের ওপর লেয়ার করেছেন লাল ব্লেজার। কানে গোল্ড প্ল্যাটেড স্টেটমেন্ট দুল, হাতে পরেছেন স্মার্ট ঘড়ি। ছেড়ে রাখা চুলের সঙ্গে মৃদু হাসিতে শোভা বাড়াচ্ছে লাল লিপস্টিক।
বিজ্ঞাপন
৩/৬
বিখ্যাত লন্ডন ব্রিজের সামনে ফ্রেমবন্দী হয়েছেন অভিনেত্রী। এই লুকে পরেছেন কালো টপ, স্কিন ফিট প্যান্ট আর কালো বুট। লেয়ারিং স্টাইলে যোগ হয়েছে ধূসর ওভারকোট।
বিখ্যাত লন্ডন ব্রিজের সামনে ফ্রেমবন্দী হয়েছেন অভিনেত্রী। এই লুকে পরেছেন কালো টপ, স্কিন ফিট প্যান্ট আর কালো বুট। লেয়ারিং স্টাইলে যোগ হয়েছে ধূসর ওভারকোট।
৪/৬
ছেড়ে রাখা হেয়ারস্টাইলের সঙ্গে অনুষঙ্গ হিসেবে সানগ্লাস নিয়েছেন তিনি। কানে রিং দুল আর মিনিমাল মেকআপে গুরুত্ব পেয়েছে গোলাপি ঠোঁট।
ছেড়ে রাখা হেয়ারস্টাইলের সঙ্গে অনুষঙ্গ হিসেবে সানগ্লাস নিয়েছেন তিনি। কানে রিং দুল আর মিনিমাল মেকআপে গুরুত্ব পেয়েছে গোলাপি ঠোঁট।
৫/৬
কালো টপের ওপর ডেনিমের ব্যাক স্লিট রম্পার ড্রেস পরেছেন কেয়া পায়েল। সঙ্গে পরা ব্রাউন এংকেল লেন্থ বুটে বেশ স্টাইলিশ লাগছে তাঁকে।
কালো টপের ওপর ডেনিমের ব্যাক স্লিট রম্পার ড্রেস পরেছেন কেয়া পায়েল। সঙ্গে পরা ব্রাউন এংকেল লেন্থ বুটে বেশ স্টাইলিশ লাগছে তাঁকে।
৬/৬
ফ্লোরাল টপের ওপর কার্ডিগান পরেছেন তিনি।
ফ্লোরাল টপের ওপর কার্ডিগান পরেছেন তিনি।
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৪, ০২: ০০
বিজ্ঞাপন