ট্রেডিশনাল শাড়ির লুকে অনন্য মিমি
শেয়ার করুন
ফলো করুন

বাঙালি নারীর অন্যতম পছন্দের বসন শাড়ি। সে হোক বাংলাদেশ বা পশ্চিমবঙ্গ। দুই বাংলায় সমাদৃত এই সুন্দর পোশাকে নানা সময় ফ্রেমবন্দী হয়েছেন মিমি চক্রবর্তী। কলকাতার এই অভিনেত্রীকে চেনেন সবাই। মিমির ভক্তের সংখ্যাটাও বাংলাদেশে অনেক। সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুঁ মারলেই দেখা যাবে অভিনেত্রীর ফ্যাশনেবল সব ছবি। শাড়িতে তিনি অপরূপা। প্রিয় অভিনেত্রীর শাড়ি পরা বেশ কিছু ট্রেডিশনাল লুক দেখে নেওয়া যাক।

১/১০
একরঙা মেরুন শাড়ি , ব্লাউজের সঙ্গে মিমি বেছে নিয়েছেন আকর্ষণীয় সোনার গয়না। খোঁপায় শোভা পাচ্ছে লাল গোলাপ। সেজেছেন স্ফোট গ্ল্যাম মেকআপে।
একরঙা মেরুন শাড়ি , ব্লাউজের সঙ্গে মিমি বেছে নিয়েছেন আকর্ষণীয় সোনার গয়না। খোঁপায় শোভা পাচ্ছে লাল গোলাপ। সেজেছেন স্ফোট গ্ল্যাম মেকআপে।
বিজ্ঞাপন
২/১০
সোনালি সিল্ক শাড়ির সঙ্গে বিশেষ আকর্ষণ যোগ করেছে সোনার গয়নাগুলো।
সোনালি সিল্ক শাড়ির সঙ্গে বিশেষ আকর্ষণ যোগ করেছে সোনার গয়নাগুলো।
বিজ্ঞাপন
৩/১০
একরঙা মেজেন্টা শাড়ির লুকে যেন দ্যুতি ছড়াচ্ছেন নায়িকা। নজর কাড়ছে সোনার টেম্পল জুয়েলারি।
একরঙা মেজেন্টা শাড়ির লুকে যেন দ্যুতি ছড়াচ্ছেন নায়িকা। নজর কাড়ছে সোনার টেম্পল জুয়েলারি।
৪/১০
খুব সুন্দর একটা বটল গ্রিন সিল্ক শাড়ি পড়েছেন মিমি। এর সঙ্গে মিনিমাল সাজ আর সোনার লেয়ার নেকপিস, বালা,  দুলে অপরূপা তিনি।
খুব সুন্দর একটা বটল গ্রিন সিল্ক শাড়ি পড়েছেন মিমি। এর সঙ্গে মিনিমাল সাজ আর সোনার লেয়ার নেকপিস, বালা,  দুলে অপরূপা তিনি।
৫/১০
 লাল স্লিভলেস ব্লাউজের সঙ্গে লালপেড়ে সাদা কাতান শাড়ি পরনে মিমির। খোঁপার লাল গোলাপ নজর কাড়ছে।
লাল স্লিভলেস ব্লাউজের সঙ্গে লালপেড়ে সাদা কাতান শাড়ি পরনে মিমির। খোঁপার লাল গোলাপ নজর কাড়ছে।
৬/১০
 সাটিন ফেব্রিকসের একরঙা পার্পেল শাড়িতে বেশ সুন্দর লাগছে মিমিকে। সঙ্গে জুটি বেঁধেছে সিকুইনের কাজ করা ফ্লোরাল নকশার স্লিভলেস ব্লাউজ। সৌন্দর্য বাড়িয়েছে সোনালি কুন্দনের গয়না।
সাটিন ফেব্রিকসের একরঙা পার্পেল শাড়িতে বেশ সুন্দর লাগছে মিমিকে। সঙ্গে জুটি বেঁধেছে সিকুইনের কাজ করা ফ্লোরাল নকশার স্লিভলেস ব্লাউজ। সৌন্দর্য বাড়িয়েছে সোনালি কুন্দনের গয়না।
৭/১০
সোনালি পাড়ের গাঢ় সবুজ শাড়ির লুকে হাস্যোজ্জ্বল মিমি। সঙ্গে পরেছেন পাথরের ভারী গয়না।
সোনালি পাড়ের গাঢ় সবুজ শাড়ির লুকে হাস্যোজ্জ্বল মিমি। সঙ্গে পরেছেন পাথরের ভারী গয়না।
৮/১০
রেট্রো স্টাইল ম্যাচিং ব্লাউজের সঙ্গে হালকা মভরঙা শিয়ার ফেব্রিকসের গ্লসি ফিনিশের শাড়ি পরেছেন মিমি। সঙ্গে নজরকাড়া জড়োয়া গয়না।
রেট্রো স্টাইল ম্যাচিং ব্লাউজের সঙ্গে হালকা মভরঙা শিয়ার ফেব্রিকসের গ্লসি ফিনিশের শাড়ি পরেছেন মিমি। সঙ্গে নজরকাড়া জড়োয়া গয়না।
৯/১০
সবুজ কাতান শাড়িতে জরির বুননের কাজ। স্লিভলেস ম্যাচিং ব্লাউজ আর সোনালি ক্ল্যাসিক গয়না পরেছেন মিমি। খোঁপায় গোঁজা লাল গোলাপ মিলে গেছে লাল ঠোঁটের সঙ্গে।
সবুজ কাতান শাড়িতে জরির বুননের কাজ। স্লিভলেস ম্যাচিং ব্লাউজ আর সোনালি ক্ল্যাসিক গয়না পরেছেন মিমি। খোঁপায় গোঁজা লাল গোলাপ মিলে গেছে লাল ঠোঁটের সঙ্গে।
১০/১০
এই লুকে অভিনেত্রী ধরা দিয়েছেন জলপাই রঙের সিল্ক শাড়িতে । সঙ্গে করেছেন ‘নো মেকআপ মেকআপ লুক’।
এই লুকে অভিনেত্রী ধরা দিয়েছেন জলপাই রঙের সিল্ক শাড়িতে । সঙ্গে করেছেন ‘নো মেকআপ মেকআপ লুক’।
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৪, ০৪: ০০
বিজ্ঞাপন