বাঙালি নারীর অন্যতম পছন্দের বসন শাড়ি। সে হোক বাংলাদেশ বা পশ্চিমবঙ্গ। দুই বাংলায় সমাদৃত এই সুন্দর পোশাকে নানা সময় ফ্রেমবন্দী হয়েছেন মিমি চক্রবর্তী। কলকাতার এই অভিনেত্রীকে চেনেন সবাই। মিমির ভক্তের সংখ্যাটাও বাংলাদেশে অনেক। সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুঁ মারলেই দেখা যাবে অভিনেত্রীর ফ্যাশনেবল সব ছবি। শাড়িতে তিনি অপরূপা। প্রিয় অভিনেত্রীর শাড়ি পরা বেশ কিছু ট্রেডিশনাল লুক দেখে নেওয়া যাক।