বড়দিনের আমেজে দেশি তারকাদের যত লুক
শেয়ার করুন
ফলো করুন

দেশি তারকাদের লুক নিয়ে সবসময় ভক্তদের আগ্রহ থাকে। উৎসবের সময় তো কথাই নেই। বড়দিনের লাল-সাদা-সবুজ আর ক্রিসমাস থিমে নিজেদেরকে সাজিয়ে সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করেছেন অনেক দেশি তারকা।

১/৮
নুসরাত ইমরোজ তিশা পরেছেন মেরুন টারটলনেক। মেরুন লিপস আর হাতের ঝিকিমিকি লাল তারা নজর কাড়ছে
নুসরাত ইমরোজ তিশা পরেছেন মেরুন টারটলনেক। মেরুন লিপস আর হাতের ঝিকিমিকি লাল তারা নজর কাড়ছে
বিজ্ঞাপন
২/৮
লাল ট্যাংক টপে, লাল ঠোঁটে আকর্ষণ ছড়াচ্ছেন মন্দিরা চক্রবর্তী
লাল ট্যাংক টপে, লাল ঠোঁটে আকর্ষণ ছড়াচ্ছেন মন্দিরা চক্রবর্তী
বিজ্ঞাপন
৩/৮
সান্টার টুপি আর লাল-সাদা ডুরে সোয়েটারে দেখা দিলেন সুনেরাহ বিনতে কামাল
সান্টার টুপি আর লাল-সাদা ডুরে সোয়েটারে দেখা দিলেন সুনেরাহ বিনতে কামাল
৪/৮
ক্রিসমাস ভাইবে জান্নাতুল ঐশী পরেছেন লাল-সবুজ চেকার্ড প্লিটেড ঘেরের মিনিড্রেস আর লাল হিলস।
ক্রিসমাস ভাইবে জান্নাতুল ঐশী পরেছেন লাল-সবুজ চেকার্ড প্লিটেড ঘেরের মিনিড্রেস আর লাল হিলস।
৫/৮
পাউডার পিংক দোয়েটার আর সাদা কলারের শার্টের সফট লুকে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন জয়া আহসান
পাউডার পিংক দোয়েটার আর সাদা কলারের শার্টের সফট লুকে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন জয়া আহসান
৬/৮
প্যাস্টেল অলিভ থ্রি পিস কো অর্ডসে ক্রিসমাস ট্রি-র সামনে পোজ দিয়েছেন প্রিয়ন্তী উর্বী
প্যাস্টেল অলিভ থ্রি পিস কো অর্ডসে ক্রিসমাস ট্রি-র সামনে পোজ দিয়েছেন প্রিয়ন্তী উর্বী
৭/৮
সান্টার টুপি আর লাল সোয়েটারে ক্রিসমাসের পুরো আমেজে সাদিয়া আয়মান
সান্টার টুপি আর লাল সোয়েটারে ক্রিসমাসের পুরো আমেজে সাদিয়া আয়মান
৮/৮
্মেরুন পুলওভারের সঙ্গে ক্রিসমাস থিমের হ্যাট পরেছেন মেহজাবীন চৌধুরী
্মেরুন পুলওভারের সঙ্গে ক্রিসমাস থিমের হ্যাট পরেছেন মেহজাবীন চৌধুরী

ছবি: তারকাদের ইন্সটাগ্রাম ও ফেসবুক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০২: ৫২
বিজ্ঞাপন