দীপিকা-আলিয়ার ফ্যাশন দ্বৈরথ: স্টাইল আর আবেদনের পারফেক্ট মিশেল
শেয়ার করুন
ফলো করুন

এ বলে আমাকে দেখ তো ও বলে আমাকে। বলিউডের দুই শীর্ষ তারকা আলিয়া ভাট ও দীপিকা পাড়ুকোনের ফ্যাশন দ্বৈরথে ফ্যাশন দুনিয়া এখন ভরপুর। আলিয়া ভাট সম্প্রতি গিয়েছেন সৌদি আরবের জেদ্দায় রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে। সেখানে তিনি গোল্ডেন গ্লোব হরাইজন অ্যাওয়ার্ডস পেয়েছেন। আবার দীপিকাকে দেখা যাচ্ছে হারপার্স বাজারের প্রচ্ছদকাহিনীতে। আর এই দুই ডিভার সাজপোশাকে মুগ্ধ হচ্ছেন সবাই।

বিজ্ঞাপন
১/৭
রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে এলি সাবের স্ট্র্যাপলেস গাউনে এমন স্নিগ্ধ আকর্ষণীয় লুকে দেখে গেল আলিয়া ভাটকে
রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে এলি সাবের স্ট্র্যাপলেস গাউনে এমন স্নিগ্ধ আকর্ষণীয় লুকে দেখে গেল আলিয়া ভাটকে
বিজ্ঞাপন
২/৭
খোলা চুল আর মিনিমাল জুয়েলারির সঙ্গে ট্রেন্দি ট্যান ফিনিশের মেকওভার নজর কাড়ছে আলিয়ার এই লুকে
খোলা চুল আর মিনিমাল জুয়েলারির সঙ্গে ট্রেন্দি ট্যান ফিনিশের মেকওভার নজর কাড়ছে আলিয়ার এই লুকে
৩/৭
লুই ভিতোঁর ওভারসাইজড পুওওভার ড্রেস পরেছেন দীপিকা এখানে। কালার কম্বিনেশনে পার্পল ও কালো
লুই ভিতোঁর ওভারসাইজড পুওওভার ড্রেস পরেছেন দীপিকা এখানে। কালার কম্বিনেশনে পার্পল ও কালো
৪/৭
সাইড বাটনড ঢাউস  উইন্টারওয়্যারে স্টেট্মেন্ট প্রকাশ করেছেন এখানে দীপিকা। এখানে আবার বারগ্যান্ডি ও কর্নফ্লাওয়ার ব্লু দেখা যাচ্ছে
সাইড বাটনড ঢাউস উইন্টারওয়্যারে স্টেট্মেন্ট প্রকাশ করেছেন এখানে দীপিকা। এখানে আবার বারগ্যান্ডি ও কর্নফ্লাওয়ার ব্লু দেখা যাচ্ছে
৫/৭
আরেক লুকে আলিয়া পরেছেন পিয়েরের কালো স্লিভলেস মিডি ড্রেস
আরেক লুকে আলিয়া পরেছেন পিয়েরের কালো স্লিভলেস মিডি ড্রেস
৬/৭
ডিউ ফিনিশের মেকওভারে চমক দিয়েছেন তিনি
ডিউ ফিনিশের মেকওভারে চমক দিয়েছেন তিনি
৭/৭
হারপার্স বাজারের প্রচ্ছদকাহিনীর এই শ্যুটে দীপিকার শেষ লুকটিও শীতপোশাকের। লুই ভিতোঁর হুডেড নিটওয়্যার পরেছেন তিনি।
হারপার্স বাজারের প্রচ্ছদকাহিনীর এই শ্যুটে দীপিকার শেষ লুকটিও শীতপোশাকের। লুই ভিতোঁর হুডেড নিটওয়্যার পরেছেন তিনি।

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৮: ১২
বিজ্ঞাপন