কিছুদিন আগে মেট গালায় ভারতীয় রাজকন্যার বেশে হাজির হয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন এই সময়ের বলিউডের সবচেয়ে আলোচিত তারকা আলিয়া ভাট। সেই ঘোর কাটতে না কাটতে আবারও আরেকটি গ্লোবাল ইভেন্টে গিয়ে খবরের শিরোনাম হলেন তিনি।
১৩ মে লন্ডনে অনুষ্ঠিত হয়েছে ইতালিয়ান লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড গুচির ক্রুজ শো। এই শোতে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আমন্ত্রণ পান আলিয়া। আয়োজনে তাঁর স্নিগ্ধ আমেজের স্টাইলিশ লুক দেখে সবাই বেশ মুগ্ধ হয়েছে।
সেদিন আলিয়া পরেছিলেন স্ট্র্যাপলেস চকলেট ব্রাউন বডিকন ড্রেস। এই মিনিমাল পোশাকটি এসেছে গুচির সর্বশেষ ফল বা উইন্টার কালেকশন থেকে। ব্র্যান্ডটির ক্রিয়েটিভ ডিরেক্টর সাবাতো দে সারনো নিজে ড্রেসটি ডিজাইন করেছেন।
এই বডিকন ড্রেসটির সঙ্গে আলিয়া পরেছিলেন কালো স্লিংব্যাক পাম্প ও গুচির লোগোসংবলিত ক্লাচ ব্যাগ। সাধারণত এমন মিনিমাল ড্রেসের সঙ্গে গয়না পরে স্টাইল করতে দেখা যায়। কিন্তু আলিয়ার হাত, কান, গলা একেবারের খালি ছিল।
মেট গালাতে বেশ গ্ল্যামারাস মেকআপে দেখা গেলেও গুচির ক্রুজ শোয়ে আবারও নিজের স্বভাবসুলভ নো মেকআপ লুকে সেজেছেন আলিয়া। এ জন্য খুব সামান্য পরিমাণে পিচ ব্লাশঅন ও নিউড আইশ্যাডো ব্যবহার করেছেন।
চোখে আইলাইনার এড়িয়ে কেবল মাসকারাতেই চোখের সাজ সেরেছেন। কেবল ঠোঁটটা আঁকিয়েছেন গাঢ় গোলাপি লিপস্টিকে। হেয়ারস্টাইলটাও ছিল বেশ মিনিমাল। মাঝবরাবর সিঁথি করে টেনে ঝুঁটি বেঁধেছেন।
ছবি: আলিয়া ভাটের ইানস্টাগ্রাম