নুসরাত ফারিয়া মানেই গ্ল্যামারাস ব্যক্তিত্ব। তবে শুধু গ্ল্যামার নয়, অভিনেত্রী জানেন, কীভাবে চোখজুড়ানো, মায়াময় লুককেও স্টাইলে রূপ দিতে হয়। যেকোনো সাজপোশাক তিনি সাবলীলভাবে নিজের মধ্যে ধারণ করে নেন। একেক সময় একেক পোশাকে তিনি লাস্যময়ী রূপে ধরা দেন অনুরাগীদের কাছে, যা তাঁর ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম দেখলেও আন্দাজ করা যাবে। সম্প্রতি তাঁকে দেখা গেল ডিজাইনার সাফিয়া সাথীর শাড়িতে, মায়াময় লুকে।
ছবি: নুসরাত ফারিয়ার ইন্সটাগ্রাম