সাফিয়া সাথীর শাড়িতে, মায়াময় লুকে নুসরাত ফারিয়া
শেয়ার করুন
ফলো করুন

নুসরাত ফারিয়া মানেই গ্ল্যামারাস ব্যক্তিত্ব। তবে শুধু গ্ল্যামার নয়, অভিনেত্রী জানেন, কীভাবে চোখজুড়ানো, মায়াময় লুককেও স্টাইলে রূপ দিতে হয়। যেকোনো সাজপোশাক তিনি সাবলীলভাবে নিজের মধ্যে ধারণ করে নেন। একেক সময় একেক পোশাকে তিনি লাস্যময়ী রূপে ধরা দেন অনুরাগীদের কাছে, যা তাঁর ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম দেখলেও আন্দাজ করা যাবে। সম্প্রতি তাঁকে দেখা গেল ডিজাইনার সাফিয়া সাথীর শাড়িতে, মায়াময় লুকে।

১/৪
আর্থি টোনের শাড়ির লুকে নুসরাত ফারিয়াকে দেখা গেছে একেবারে অন্য রূপে; স্নিগ্ধ, কোমল আর এককথায় মায়াময়
আর্থি টোনের শাড়ির লুকে নুসরাত ফারিয়াকে দেখা গেছে একেবারে অন্য রূপে; স্নিগ্ধ, কোমল আর এককথায় মায়াময়
বিজ্ঞাপন
২/৪
সাফিয়া সাথীর ডিজাইনের, হালকা অলিভ-টোনড জর্জেট শাড়িতে ফারিয়ার উপস্থিতি যেন প্রকৃতির ভেতর এক শিল্পকর্মের মতোই।
সাফিয়া সাথীর ডিজাইনের, হালকা অলিভ-টোনড জর্জেট শাড়িতে ফারিয়ার উপস্থিতি যেন প্রকৃতির ভেতর এক শিল্পকর্মের মতোই।
বিজ্ঞাপন
৩/৪
কোনো বাড়তি অলংকার ছাড়াই সাদামাটা স্লিভলেস ব্লাউজ হয়েছে শাড়ির জুটি। হাতে শোভা বাড়িয়েছে অক্সিডাইজড রতনচূড় ও দুল। এর সঙ্গে হালকা ঢেউ খেলানো হেয়ারস্টাইলে ফারিয়ার ন্যাচারাল সৌন্দর্য ফুটে উঠেছে অনন্যভাবে।
কোনো বাড়তি অলংকার ছাড়াই সাদামাটা স্লিভলেস ব্লাউজ হয়েছে শাড়ির জুটি। হাতে শোভা বাড়িয়েছে অক্সিডাইজড রতনচূড় ও দুল। এর সঙ্গে হালকা ঢেউ খেলানো হেয়ারস্টাইলে ফারিয়ার ন্যাচারাল সৌন্দর্য ফুটে উঠেছে অনন্যভাবে।
৪/৪
মেকআপে বেশ প্রাকৃতিক আমেজ প্রকাশ পেয়েছে। ন্যুড টোন লিপস্টিক আর আইলাইনারে সেজেছেন অভিনেত্রী। সবুজ প্রকৃতির মধ্যে তাঁর এই শাড়ির সাজ চোখে আরাম দেওয়ার মতোন।
মেকআপে বেশ প্রাকৃতিক আমেজ প্রকাশ পেয়েছে। ন্যুড টোন লিপস্টিক আর আইলাইনারে সেজেছেন অভিনেত্রী। সবুজ প্রকৃতির মধ্যে তাঁর এই শাড়ির সাজ চোখে আরাম দেওয়ার মতোন।

ছবি: নুসরাত ফারিয়ার ইন্সটাগ্রাম

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ০২: ০০
বিজ্ঞাপন