
অভিনেত্রী তানজিন তিশার ব্যাপারটাই আলাদা। বিভিন্ন সিনেমায় নন গ্ল্যামারাস সব বাস্তবধরররমী চরিত্রে অভিনয় করে তাক লাগিয়েছেন তিনি বারবার। আবার গ্ল্যামারাস সাজপোশাকেও জুড়ি নেই এই সুন্দরী অভিনেত্রীর। সুপারস্টার শাকিব খানের আসন্ন নতুন সিনেমা সোলজার-এর পোস্টারে তাঁকে এক আকর্ষণীয় সাংবাদিকের লুকে দেখা গেল এক ঝলক। এমন সব গ্ল্যাম লুকে কিন্তু দারুণ মানায় এই অভিনেত্রীকে। চলুন তাঁর এমন ১০টি সুপার গ্ল্যাম লুক দেখে নিই ইন্সটাগ্রাম থেকে।










ছবি: তানজিন তিশার ইন্সটাগ্রাম