লাস্যময়ী রূপ, অনবদ্য অভিনয়দক্ষতা আর ফ্যাশনবোধ—সব মিলিয়ে বিদ্যা সিনহা মিম সব সময়ই আলোচনায় থাকেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই ভক্তদের জন্য শেয়ার করেন নানা রকম স্টাইলিশ লুক। সম্প্রতি তিনি হাজির হয়েছেন একেবারে রেড হট রূপে, যা মুহূর্তেই মাত করেছে ফ্যাশনপ্রেমীদের। লাল পোশাকের সঙ্গে মানানসই মেকআপ ও গ্ল্যামারাস উপস্থিতি ভক্তদের নজর কাড়ছে দারুণভাবে।
ছবি: মিমের ইন্সটাগ্রাম