রেড হট লুকে বিদ্যা সিনহা মিমের গ্ল্যামারাস ঝলক
শেয়ার করুন
ফলো করুন

লাস্যময়ী রূপ, অনবদ্য অভিনয়দক্ষতা আর ফ্যাশনবোধ—সব মিলিয়ে বিদ্যা সিনহা মিম সব সময়ই আলোচনায় থাকেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই ভক্তদের জন্য শেয়ার করেন নানা রকম স্টাইলিশ লুক। সম্প্রতি তিনি হাজির হয়েছেন একেবারে রেড হট রূপে, যা মুহূর্তেই মাত করেছে ফ্যাশনপ্রেমীদের। লাল পোশাকের সঙ্গে মানানসই মেকআপ ও গ্ল্যামারাস উপস্থিতি ভক্তদের নজর কাড়ছে দারুণভাবে।

১/৭
লাল রঙের পোশাকে মিমের গ্ল্যামারাস উপস্থিতি নজর কাড়ছে
লাল রঙের পোশাকে মিমের গ্ল্যামারাস উপস্থিতি নজর কাড়ছে
বিজ্ঞাপন
২/৭
তাঁর পরনে প্রেম কালেকশনের টু-পিস সেট। ক্রপ জ্যাকেটের সঙ্গে জুটি হয়েছে হাই ওয়েস্টেড ফ্লেয়ার্ড প্যান্ট
তাঁর পরনে প্রেম কালেকশনের টু-পিস সেট। ক্রপ জ্যাকেটের সঙ্গে জুটি হয়েছে হাই ওয়েস্টেড ফ্লেয়ার্ড প্যান্ট
বিজ্ঞাপন
৩/৭
জ্যাকেটের জমিনে নিখুঁত ফ্লোরাল এমব্রয়ডারির কাজ লুককে দিয়েছে এলিগ্যান্ট ছোঁয়া। অনুষঙ্গ হিসেবে তিনি সঙ্গে নিয়েছেন খুব সুন্দর একটা স্টাইলিশ সিলভার ক্লাচ
জ্যাকেটের জমিনে নিখুঁত ফ্লোরাল এমব্রয়ডারির কাজ লুককে দিয়েছে এলিগ্যান্ট ছোঁয়া। অনুষঙ্গ হিসেবে তিনি সঙ্গে নিয়েছেন খুব সুন্দর একটা স্টাইলিশ সিলভার ক্লাচ
৪/৭
অভিনেত্রীর এই মিনিমাল সাজও চোখে পড়ার মতো। ন্যুড টোনের লিপস্টিক তাঁর ঠোঁটে, ব্রোঞ্জ আইশ্যাডো আর কাজল দেওয়া আই লুক আর গালে হালকা ব্লাশ অনের ছোঁয়া। কানে শোভা বাড়িয়েছে সাদা পাথরের স্পাইরাল স্টেটমেন্ট দুল
অভিনেত্রীর এই মিনিমাল সাজও চোখে পড়ার মতো। ন্যুড টোনের লিপস্টিক তাঁর ঠোঁটে, ব্রোঞ্জ আইশ্যাডো আর কাজল দেওয়া আই লুক আর গালে হালকা ব্লাশ অনের ছোঁয়া। কানে শোভা বাড়িয়েছে সাদা পাথরের স্পাইরাল স্টেটমেন্ট দুল
৫/৭
সফট ওয়েভি হেয়ারস্টাইল তাঁর লুককে আরও আকর্ষণীয় করে তুলেছে
সফট ওয়েভি হেয়ারস্টাইল তাঁর লুককে আরও আকর্ষণীয় করে তুলেছে
৬/৭
পায়ে পরতে বেছে নিয়েছেন মানানসই সিলভার হাই হিল
পায়ে পরতে বেছে নিয়েছেন মানানসই সিলভার হাই হিল
৭/৭
রেড হট লুকে মিমের এই ইন্দো ওয়েস্টার্ন লুকটি নজর কেড়েছে ফ্যাশনিস্তা ভক্তদের
রেড হট লুকে মিমের এই ইন্দো ওয়েস্টার্ন লুকটি নজর কেড়েছে ফ্যাশনিস্তা ভক্তদের

ছবি: মিমের ইন্সটাগ্রাম

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০২: ০০
বিজ্ঞাপন