গ্রীষ্মের বিকেলে মনামীর খোশগল্পের ঠেক
শেয়ার করুন
ফলো করুন

চল্লিশ হলো টালিউড সুন্দরী অভিনেত্রী মনামী ঘোষের। কিন্তু দেখে তা বোঝার উপায় নেই। প্রায়ই তাঁকে উষ্ণতা ছড়াতে দেখা যায় নানা লুকে। পশ্চিমা হোক কিংবা ট্র্যাডিশনাল, কোন পোশাক কীভাবে ক্যারি করতে হয়, সেটা অভিনেত্রীর ভালোই জানা। তবে সব ছাপিয়ে তাঁর শাড়ির লুকের প্রেমে পড়ে যান ভক্তরা বারবার। সম্প্রতি শেয়ার করা ছবিগুলো দেখে আসি চলুন

১/৬
টালি সুন্দরী মনামী মানেই আলাদা আবেদন। আকাশী নীল স্লিভলেস ব্লাউজের সঙ্গে বেগুনি শাড়ি পরেছেন তিনি। শাড়িতে উঁকি দিচ্ছে নানা রং। ছবিগুলো শেয়ার করে তিনি লিখেছেন- ‘গ্রীষ্মের বিকেলে খোশগল্পের ঠেক’
টালি সুন্দরী মনামী মানেই আলাদা আবেদন। আকাশী নীল স্লিভলেস ব্লাউজের সঙ্গে বেগুনি শাড়ি পরেছেন তিনি। শাড়িতে উঁকি দিচ্ছে নানা রং। ছবিগুলো শেয়ার করে তিনি লিখেছেন- ‘গ্রীষ্মের বিকেলে খোশগল্পের ঠেক’
বিজ্ঞাপন
২/৬
মিষ্টি হাসি আর ঈর্ষণীয় ফিগারের এই অভিনেত্রী নিজের বয়স নিয়ে কোনো রকম লুকোচুরি করেন না। তবে শারীরিক বৈশিষ্ট্যের কারণে তাঁকে সদ্য কৈশোর পেরোনো তরুণীর মতোই লাগে দেখতে।
মিষ্টি হাসি আর ঈর্ষণীয় ফিগারের এই অভিনেত্রী নিজের বয়স নিয়ে কোনো রকম লুকোচুরি করেন না। তবে শারীরিক বৈশিষ্ট্যের কারণে তাঁকে সদ্য কৈশোর পেরোনো তরুণীর মতোই লাগে দেখতে।
বিজ্ঞাপন
৩/৬
সফট কার্ল হেয়ারস্টাইলে শোভা বাড়িয়েছে কানে গোঁজা জবা ফুল।
সফট কার্ল হেয়ারস্টাইলে শোভা বাড়িয়েছে কানে গোঁজা জবা ফুল।
৪/৬
শাড়ির সঙ্গে নাকফুল, স্টেটমেন্ট আংটি আর কোমরের মিনিমাল ডিজাইনের বিছা বেছে নিয়েছেন অভিনেত্রী।
শাড়ির সঙ্গে নাকফুল, স্টেটমেন্ট আংটি আর কোমরের মিনিমাল ডিজাইনের বিছা বেছে নিয়েছেন অভিনেত্রী।
৫/৬
কাজলকালো চোখ আর আবিরে রাঙানো লাল টিপেই তিনি অপরূপা
কাজলকালো চোখ আর আবিরে রাঙানো লাল টিপেই তিনি অপরূপা
৬/৬
এথনিক সাজপোশাকে অপ্রতিদ্বন্দ্বী মনামী। তাই সব ছাপিয়ে তাঁর শাড়ির লুকগুলোর প্রেমে পড়ে যান ভক্তরা বারবার।
এথনিক সাজপোশাকে অপ্রতিদ্বন্দ্বী মনামী। তাই সব ছাপিয়ে তাঁর শাড়ির লুকগুলোর প্রেমে পড়ে যান ভক্তরা বারবার।
প্রকাশ: ১৪ মে ২০২৫, ০৪: ০১
বিজ্ঞাপন