হলুদ, বিয়ে আর বৌভাতের সাজে সেজেই চলেছেন বুবলি, দেখুন তাঁর সাম্প্রতিক ৫টি ব্রাইডাল লুক
শেয়ার করুন
ফলো করুন

ব্রাইডাল লুকে আসলে বহু ভ্যারিয়েশন থাকে। হলুদ, বিয়ে, বৌভাতে নানা আমেজের লুক বৌ সাজানো যায়। হোয়াইট ব্রাইড যেমন এখন খুব ট্রেন্ডি, তেমন বলিউড স্টাইল গোল্ডেন থিম বা চিরাচরিত লাল বৌয়ের সাজের আবেদনও কম নয়। এদিকে হলুদের সাজে থাকে অন্যরকম রঙিন টাচ। চিত্রনায়িকা শবনম বুবলিকে ব্রাইডাল আমেজের সাজপোশাকে লাগে রাজকন্যার মতো। আর তিনি সেটা জানেন বলেই মনে হয় প্রায়ই দেখা দিচ্ছেন হলুদ, বিয়ে আর বৌভাতের সাজে।

১/১০
জমকালো কারুকাজ করা শর্ষে হলুদ শাড়ি পরেছেন হলুদ ব্রাইড বুবলি
জমকালো কারুকাজ করা শর্ষে হলুদ শাড়ি পরেছেন হলুদ ব্রাইড বুবলি
বিজ্ঞাপন
২/১০
কৃত্রিম ফুলের গয়না আর মাচিং চুড়ির সাজ দারুণ মানিয়েছে তাঁকে
কৃত্রিম ফুলের গয়না আর মাচিং চুড়ির সাজ দারুণ মানিয়েছে তাঁকে
বিজ্ঞাপন
৩/১০
ক্ল্যাসিক লাল লেহেঙ্গার লুকে ফুটে আছে লম্বা বেণী
ক্ল্যাসিক লাল লেহেঙ্গার লুকে ফুটে আছে লম্বা বেণী
৪/১০
লাল বৌয়ের সাজে পূর্ণতা দিয়েছে সাদা বেস্লি ফুল
লাল বৌয়ের সাজে পূর্ণতা দিয়েছে সাদা বেস্লি ফুল
৫/১০
বলিউড স্টাইলে ভারী লেহেঙ্গা আর গয়নায় গোল্ডেন ব্রাইড হয়েছেন বুবলি
বলিউড স্টাইলে ভারী লেহেঙ্গা আর গয়নায় গোল্ডেন ব্রাইড হয়েছেন বুবলি
৬/১০
জমকালো টিকলি, টায়রা আর সিঁথিপাটির সাজে গোল্ডেন আইশ্যাডো ছাড়া খুব মিনিমাল মেকওভার
জমকালো টিকলি, টায়রা আর সিঁথিপাটির সাজে গোল্ডেন আইশ্যাডো ছাড়া খুব মিনিমাল মেকওভার
৭/১০
ঝলমলে বেগুনি লেহেঙ্গায় বুবলি
ঝলমলে বেগুনি লেহেঙ্গায় বুবলি
৮/১০
চোকার আর টিকলির ড্রপ স্টাইল নীল পাথর ফুটে আছে পুরো লুকে
চোকার আর টিকলির ড্রপ স্টাইল নীল পাথর ফুটে আছে পুরো লুকে
৯/১০
সাদা লেহেঙ্গায় হোয়াইট ব্রাইড লুকে দেখা দিয়েছেন বুবলি
সাদা লেহেঙ্গায় হোয়াইট ব্রাইড লুকে দেখা দিয়েছেন বুবলি
১০/১০
এখানেও লম্বা বেণীতে সাদা ফুল দেখা যাচ্ছে
এখানেও লম্বা বেণীতে সাদা ফুল দেখা যাচ্ছে

ছবি: শবনম বুবলীর ফেসবুক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০২: ৫৮
বিজ্ঞাপন