
ব্রাইডাল লুকে আসলে বহু ভ্যারিয়েশন থাকে। হলুদ, বিয়ে, বৌভাতে নানা আমেজের লুক বৌ সাজানো যায়। হোয়াইট ব্রাইড যেমন এখন খুব ট্রেন্ডি, তেমন বলিউড স্টাইল গোল্ডেন থিম বা চিরাচরিত লাল বৌয়ের সাজের আবেদনও কম নয়। এদিকে হলুদের সাজে থাকে অন্যরকম রঙিন টাচ। চিত্রনায়িকা শবনম বুবলিকে ব্রাইডাল আমেজের সাজপোশাকে লাগে রাজকন্যার মতো। আর তিনি সেটা জানেন বলেই মনে হয় প্রায়ই দেখা দিচ্ছেন হলুদ, বিয়ে আর বৌভাতের সাজে।










ছবি: শবনম বুবলীর ফেসবুক