ইন্দো–ওয়েস্টার্ন লুকে আবেদনময়ী মধুমিতা
শেয়ার করুন
ফলো করুন

একসময় বাংলাদেশে এই সুন্দরী অভিনেত্রী রীতিমতো ক্রেজ তৈরি করেছিলেন। এখনো তিনি সমান জনপ্রিয়। অভিনয়ের পাশাপাশি মডেলিংয়ে পারদর্শী মধুমিতা একজন খাঁটি ফ্যাশনিস্তা। ওয়েস্টার্ন, ইন্দো-ওয়েস্টার্ন, ফিউশন, ট্র্যাডিশনাল—এককথায় যেকোনো পোশাকেই তিনি এক শতে এক শ। ইনস্টাগ্রামে একবার ঢুঁ মারলেই দেখা যাবে স্টাইলের ব্যাপারে মধুমিতা বেশ সচেতন। পোশাকের সঙ্গে অনুষঙ্গ আর সাজ কেমন হবে, এ সবকিছুই তাঁর নখদর্পণে থাকে।

সম্প্রতি অভিনেত্রীর দুটি লুক বেশ প্রশংসা কুড়িয়েছে ফ্যাশনিস্তা ভক্তদের কাছে। তাঁর সাজপোশাকে ধরা পড়েছে ইন্দো–ওয়েস্টার্ন আমেজ।

বিজ্ঞাপন

প্রথম লুকে অভিনেত্রীকে দেখা যাচ্ছে রয়েল ব্লু রঙের তাঁতের মিডি ড্রেসে। ড্রেসের জমিনে ছড়িয়ে আছে সাদা সুতার বুটি। ডিপ স্কয়ার নেক আর পাফ স্লিভের এই ড্রেসের সঙ্গে অভিনেত্রীর সাজে আছে এথনিক ছোঁয়া। হাতে-পায়ে আলতা, আঁকা ভ্রু যুগলের সঙ্গে কাজল কালো চোখের সাজ আর গয়না হিসেবে কানে পরেছেন অক্সিডাইসের ঝোলানো দুল।

তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে মধুমিতার হেয়ারস্টাইল। তিনি মাঝ সিঁথি করা চুলে করেছেন বিনুনি। সামনে ছোট আর পেছনের বড় বিনুনিতে জড়িয়েছেন ড্রেসের ফেব্রিক দিয়ে বানানো ম্যাচিং ফিতা। সবশেষে এই সাজপোশাকের সঙ্গে অভিনেত্রী পায়ে পরেছেন জুতি।

বিজ্ঞাপন

আরেকটি লুকে প্যাস্টেল শেডের একটি তাঁতের শাড়িতে ফ্রেমবন্দী হয়েছেন মধুমিতা। শাড়ির সঙ্গে একই ফেব্রিকের হল্টারনেক ব্লাউজ বা টপ পরেছেন তিনি। তাই লুকে একধরনের ইন্দো–ওয়েস্টার্ন আমেজ এসেছে। এই আউটফিটের সঙ্গে অভিনেত্রী তাঁর সাজে সাবেকিয়ানাকে প্রাধান্য দিয়েছেন।

হাতে–পায়ে শোভা পাচ্ছে আলতা আর সেজেছেন কাজল, ছোট কালো টিপ আর হালকা লিপকালারে। গয়না হিসেবে নোলক আর কানে পরেছেন অক্সিডাইসের দুল। সবশেষে লুকে টুইস্ট যোগ করতে লম্বা বিনুনি করেছেন শাড়ির ম্যাচিং ফেব্রিকের ফিতা দিয়ে।

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ০১: ৫৮
বিজ্ঞাপন