জনপ্রিয়তার শীর্ষে এখন চাইনিজ ড্রামা সিরিজের উইঘুর সুন্দরী দিলরাবা
শেয়ার করুন
ফলো করুন

কে ড্রামার পাশাপাশি এখন চাইনিজ ড্রামা সিরিজের ভক্ত বিশ্বজুড়ে বেড়েই চলেছে। আর এই সি ড্রামার দুনিয়ায় উইঘুর সুন্দরী দিলরাবা দিলমুরাতের জনপ্রিয়তা এখন শীর্ষেই বলা যায়। উইঘুরের স্থানীয় মুসলিম পরিবারের মেয়ে দিলরাবা ছয় বছর বয়স থেকে নাচ ও গানের প্রশিক্ষণ নেন আর্ট স্কুল থেকে। এরপর ২০১৩ সালে চাইনিজ ধারাবাহিক নাটক বা ড্রামা সিরিজে অভিষেক হয় তাঁর। এর পর থেকে এই ৩২ বছর বয়সী অভিনেত্রী দাপটের অসঙ্গে অভিনয় করছেন ট্র্যাডিশনাল ও আধুনিক ঘরানার সি ড্রামায়। ক্ষীণকায়া দিলরাবার মাঝে আছে এক আলাদা আকর্ষণ। আবেদনময় মুখশ্রী আর দারুণ ফায়শন সেন্সের জন্য তিনি সমাদৃত। হয়েছেন দিওরের মতো ব্র্যান্ডের পণ্যদূত। চলুন তবে ইন্সটাগ্রাম থেকে দেখে আসি দিলরাবার যত আকর্ষণীয় লুক।

১/১২
ট্র্যাডিশিনাল চীনা পোশাকে দেখা যায় নাটকে দিলরাবাকে
ট্র্যাডিশিনাল চীনা পোশাকে দেখা যায় নাটকে দিলরাবাকে
বিজ্ঞাপন
২/১২
পোশাকের সঙ্গে সঙ্গে এই উইঘুর সুন্দরীর নজরকাড়া সাজ আর হেয়ারস্টাইল বেশ পছন্দ করেন ভক্তরা
পোশাকের সঙ্গে সঙ্গে এই উইঘুর সুন্দরীর নজরকাড়া সাজ আর হেয়ারস্টাইল বেশ পছন্দ করেন ভক্তরা
বিজ্ঞাপন
৩/১২
তবে এই জনপ্রিয় অভিনেত্রী স্টাইলে কম যান না পর্দার বাইরেও। ড্রেপড দার্ট নেকলাইনের স্ট্র্যাপলেস পিচ ড্রেসে স্লিভসের বদলে ড্রেপ করা হয়েছে একই রকমের গ্যাদার্ড ফেব্রিক।
তবে এই জনপ্রিয় অভিনেত্রী স্টাইলে কম যান না পর্দার বাইরেও। ড্রেপড দার্ট নেকলাইনের স্ট্র্যাপলেস পিচ ড্রেসে স্লিভসের বদলে ড্রেপ করা হয়েছে একই রকমের গ্যাদার্ড ফেব্রিক।
৪/১২
হলুদ স্লিভলেস কেপ ড্রেসে নজর কাড়ছেন দিলরাবা
হলুদ স্লিভলেস কেপ ড্রেসে নজর কাড়ছেন দিলরাবা
৫/১২
গোলাপি নিটওয়্যারের টপ আর স্যটিন মিনিস্কার্টে আবেদন ছড়াচ্ছেন তিনি
গোলাপি নিটওয়্যারের টপ আর স্যটিন মিনিস্কার্টে আবেদন ছড়াচ্ছেন তিনি
৬/১২
ন্যুড অফ হোয়াইট স্লিভলেস ড্রেসে মিনিমালিজমের ছোঁয়া
ন্যুড অফ হোয়াইট স্লিভলেস ড্রেসে মিনিমালিজমের ছোঁয়া
৭/১২
কদাচিৎ এমন অফ দ্য শোল্ডার পাফড স্লিভস দেওয়া টপ আর মাইক্রো শর্টসে দেখা দেন তিনি
কদাচিৎ এমন অফ দ্য শোল্ডার পাফড স্লিভস দেওয়া টপ আর মাইক্রো শর্টসে দেখা দেন তিনি
৮/১২
ড্রেপ ডিজাইনের ধূসর স্যাটিনের গাউনে আকর্ষ্ণীয় ডিজাইন। পুরো ছবিতেই নাটকীয় আমেজ
ড্রেপ ডিজাইনের ধূসর স্যাটিনের গাউনে আকর্ষ্ণীয় ডিজাইন। পুরো ছবিতেই নাটকীয় আমেজ
৯/১২
এক্সট্রিম ডিপনেক ন্যুড ড্রেসের সঙ্গে কয়েক লহরের নেকপিস আর ম্যাচিং দুল পরেছেন দিলরাবা
এক্সট্রিম ডিপনেক ন্যুড ড্রেসের সঙ্গে কয়েক লহরের নেকপিস আর ম্যাচিং দুল পরেছেন দিলরাবা
১০/১২
ডিপনেক এফেক্ট থাকলেও ডড়েসটিতে আসলে শিয়ার ফেব্রিক ব্যবহার করা হয়েছে। একই সঙ্গে আবেদনময়ী ও ইনোসেন্ট লুকে দেখা যায় দিলরাবাকে
ডিপনেক এফেক্ট থাকলেও ডড়েসটিতে আসলে শিয়ার ফেব্রিক ব্যবহার করা হয়েছে। একই সঙ্গে আবেদনময়ী ও ইনোসেন্ট লুকে দেখা যায় দিলরাবাকে
১১/১২
সোনালি হলুদ সিকুইনের কাজ করা নজরকাড়া নেকলাইনের  ড্রেসটি স্ট্র্যাপলেস হলেও স্লিভসের ছোঁয়া রাখা হয়েছে হাতে খানিকটা
সোনালি হলুদ সিকুইনের কাজ করা নজরকাড়া নেকলাইনের ড্রেসটি স্ট্র্যাপলেস হলেও স্লিভসের ছোঁয়া রাখা হয়েছে হাতে খানিকটা
১২/১২
স্ট্র্যাপলেস ড্রেপড হার্ট নেকলাইনের সাদা ফুলেল  প্রিন্টের ড্রেসের লুকে মোহনীয় লাগছেন দিলরাবা
স্ট্র্যাপলেস ড্রেপড হার্ট নেকলাইনের সাদা ফুলেল প্রিন্টের ড্রেসের লুকে মোহনীয় লাগছেন দিলরাবা

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ০৪: ১০
বিজ্ঞাপন