কে ড্রামার পাশাপাশি এখন চাইনিজ ড্রামা সিরিজের ভক্ত বিশ্বজুড়ে বেড়েই চলেছে। আর এই সি ড্রামার দুনিয়ায় উইঘুর সুন্দরী দিলরাবা দিলমুরাতের জনপ্রিয়তা এখন শীর্ষেই বলা যায়। উইঘুরের স্থানীয় মুসলিম পরিবারের মেয়ে দিলরাবা ছয় বছর বয়স থেকে নাচ ও গানের প্রশিক্ষণ নেন আর্ট স্কুল থেকে। এরপর ২০১৩ সালে চাইনিজ ধারাবাহিক নাটক বা ড্রামা সিরিজে অভিষেক হয় তাঁর। এর পর থেকে এই ৩২ বছর বয়সী অভিনেত্রী দাপটের অসঙ্গে অভিনয় করছেন ট্র্যাডিশনাল ও আধুনিক ঘরানার সি ড্রামায়। ক্ষীণকায়া দিলরাবার মাঝে আছে এক আলাদা আকর্ষণ। আবেদনময় মুখশ্রী আর দারুণ ফায়শন সেন্সের জন্য তিনি সমাদৃত। হয়েছেন দিওরের মতো ব্র্যান্ডের পণ্যদূত। চলুন তবে ইন্সটাগ্রাম থেকে দেখে আসি দিলরাবার যত আকর্ষণীয় লুক।
ছবি: ইন্সটাগ্রাম