কেন আজকাল দেখা মিলছে না এই জনপ্রিয় অভিনেত্রীর? দেখে নিন তাঁর স্টাইলিশ ১০ লুক
শেয়ার করুন
ফলো করুন

সাদিয়া জাহান প্রভাকে আজকাল দেখাই যাচ্ছে না কোথাও। নাটকের এই জনপ্রিয় অভিনেত্রী একসময় বিয়ে করেছিলেন আরেক বড় অভিনয় তারকা জিয়াউল ফারুক অপূর্বকে। সেই পর্ব চুকে গিয়েছে ২০১১ সালেই। এরপর আরো একবার দাম্পত্যে জড়িয়েছিলেন। সেখানেও বিচ্ছেদ। অভিনয়ের আগে মডেল হিসেবেও অত্যন্ত নজর কেড়েছিলেন প্রভা। সামাজিক মাধ্যমে অবশ্য বেশ সক্রিয় তিনি। চলুন তবে এই সুন্দরী মডেল ও অভিনেত্রীর কিছু স্টাইলিশ লুক দেখে আসি ইন্সটাগ্রাম ঘুরে।

১/১০
সাদা শিফন শাড়ির অল হোয়াইট লুকে প্রভা আবেদন ছড়াচ্ছেন লম্বা ঝোলানো চাঁদবালি আর হাতভর্তি সাদা রেশমি চুড়িতে
সাদা শিফন শাড়ির অল হোয়াইট লুকে প্রভা আবেদন ছড়াচ্ছেন লম্বা ঝোলানো চাঁদবালি আর হাতভর্তি সাদা রেশমি চুড়িতে
বিজ্ঞাপন
২/১০
লাল নেট ও শিয়ার ফেব্রিকের ড্রেসে আকর্ষণীয় লুকে দেখা যাচ্ছে তাঁকে
লাল নেট ও শিয়ার ফেব্রিকের ড্রেসে আকর্ষণীয় লুকে দেখা যাচ্ছে তাঁকে
বিজ্ঞাপন
৩/১০
সাদা নটেড টপ আর ফুলেল স্কার্টে প্রভা
সাদা নটেড টপ আর ফুলেল স্কার্টে প্রভা
৪/১০
নীল সালওয়ার কামিজে চোখ জুড়াচ্ছেন এই অভিনেত্রী
নীল সালওয়ার কামিজে চোখ জুড়াচ্ছেন এই অভিনেত্রী
৫/১০
কালো টপ-জ্যাকেট আর স্কিনি জিনসের সঙ্গে কালো বুটস পরেছেন তিনি
কালো টপ-জ্যাকেট আর স্কিনি জিনসের সঙ্গে কালো বুটস পরেছেন তিনি
৬/১০
হট পিংক সালওয়ার কামিজের সঙ্গে ম্যাচিং ব্যাগ আর টিপ দেখা যাচ্ছে এখানে প্রভার লুকে
হট পিংক সালওয়ার কামিজের সঙ্গে ম্যাচিং ব্যাগ আর টিপ দেখা যাচ্ছে এখানে প্রভার লুকে
৭/১০
লাল শাড়ির সাজে অন্য মাত্রা এনেছে অক্সিডাইজড মেটালের স্টেটমেন্ট নেকপিস
লাল শাড়ির সাজে অন্য মাত্রা এনেছে অক্সিডাইজড মেটালের স্টেটমেন্ট নেকপিস
৮/১০
ফুলেল ড্রেসে মিষ্টি লাগছে এই অভিনেত্রীকে
ফুলেল ড্রেসে মিষ্টি লাগছে এই অভিনেত্রীকে
৯/১০
কালো শাড়ির লুকে প্রভা নজর কাড়ছেন এক ঢাল কালো খোলা চুলে
কালো শাড়ির লুকে প্রভা নজর কাড়ছেন এক ঢাল কালো খোলা চুলে
১০/১০
কারুকাজ করা প্যাস্টেল শেডের এথনিকওয়্যারে প্রভা
কারুকাজ করা প্যাস্টেল শেডের এথনিকওয়্যারে প্রভা

ছবি: প্রভার ইন্সটাগ্রাম

প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ০৪: ০১
বিজ্ঞাপন