বলিউডের আবেদনময়তার প্রতীক বলা যায় নোরা ফাতেহিকে। মরোক্কান-কানাডিয়ান এই বেলি ডান্সারকে আমরা বিভিন্ন আকর্ষণ জাগানো লুকে দেখি আইটেম গান আর মিউজিক ভিডিওতে। ফ্যাশনজগতেও তাঁর দৃপ্ত পদচারণা। হয়েছেন নোরা অনেক বিখ্যাত ফ্যাশন লেবেলের মডেল। মাঝে মাঝে এই আবেদনময়ী বেলি ডান্সার নিজের লুক বদলে সামনে আসেন একেবারে দেশি পোশাকের সাজে। আর ইন্সটাগ্রাম থেকে নেওয়া ছবিগুলো বলতেই হয়। এমন সাজের নানা লুকেও নোরা সমান আকর্ষণীয়।
ছবি: নোরা ফাতেহির ইন্সটাগ্রাম