
জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল ছোট পর্দায় তাঁর উজ্জ্বল উপস্থিতির বদৌলতে সকলের মন জয় করেছেন। বিভিন্ন নাটকে মিষ্টি প্রেমের গল্প আর রম্য ঘরানার মজার চরিত্রে তাঁকে মানিয়ে যায় খুব। অভিনয়শৈলীর পাশাপাশি এই সুন্দরী অভিনেত্রীর মিষ্টি হাসি আর স্নিগ্ধ পর্দা উপস্থিতিতে সকলেই মুগ্ধ হন বারবার। নতুন ধারাবাহিক এটা আমাদেরই গল্প দিয়ে জনপ্রিয়তার শীর্ষে এখন এখানে মেহরিন চরিত্রে অভিনেত্রী কেয়া পায়েল। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় তিনি। প্রায়ই নানা রূপে একেক রকম সাজপোশাকে তাঁর লুকের ছবি সকলের সঙ্গে শেয়ার করেন কেয়া। আর লক্ষ্যনীয় ব্যপার হলো, নীল রঙের নানা শেডের প্রতি তাঁর বেশ পক্ষপাতিত্ব রয়েছে। শাড়ি, সালওয়ার-কামিজ বা পশ্চিমা পোশাক- প্রায়ই তিনি নীল বেছে নেন নিজেকে সাজাতে। কেয়া পায়েলের ইন্সটাগ্রাম থেকে পাওয়া ছবিতে এই অভিনেত্রীর চোখ জুড়ানো নীলের সাজের ছবিগুলো দেখে নেই তবে এবারে।















