নতুন ধারাবাহিকে জনপ্রিয়তার শীর্ষে এই অভিনেত্রী, দেখুন তাঁর যত স্নিগ্ধ নীলের সাজ
শেয়ার করুন
ফলো করুন

জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল ছোট পর্দায় তাঁর উজ্জ্বল উপস্থিতির বদৌলতে সকলের মন জয় করেছেন। বিভিন্ন নাটকে মিষ্টি প্রেমের গল্প আর রম্য ঘরানার মজার চরিত্রে তাঁকে মানিয়ে যায় খুব। অভিনয়শৈলীর পাশাপাশি এই সুন্দরী অভিনেত্রীর মিষ্টি হাসি আর স্নিগ্ধ পর্দা উপস্থিতিতে সকলেই মুগ্ধ হন বারবার। নতুন ধারাবাহিক এটা আমাদেরই গল্প দিয়ে জনপ্রিয়তার শীর্ষে এখন এখানে মেহরিন চরিত্রে অভিনেত্রী কেয়া পায়েল। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় তিনি। প্রায়ই নানা রূপে একেক রকম সাজপোশাকে তাঁর লুকের ছবি সকলের সঙ্গে শেয়ার করেন কেয়া। আর লক্ষ্যনীয় ব্যপার হলো, নীল রঙের নানা শেডের প্রতি তাঁর বেশ পক্ষপাতিত্ব রয়েছে। শাড়ি, সালওয়ার-কামিজ বা পশ্চিমা পোশাক- প্রায়ই তিনি নীল বেছে নেন নিজেকে সাজাতে। কেয়া পায়েলের ইন্সটাগ্রাম থেকে পাওয়া ছবিতে এই অভিনেত্রীর চোখ জুড়ানো নীলের সাজের ছবিগুলো দেখে নেই তবে এবারে।

১/১৬
আকাশী গাউনে কুঁচি দিয়ে অনেক ঘের রাখা হয়েছে ডিজাইনে। কাঁধের ডিটেইলিং আর সঙ্গের ওড়না মিলে সুন্দর সমন্বয় কেয়া পায়েলের এ লুকে।
আকাশী গাউনে কুঁচি দিয়ে অনেক ঘের রাখা হয়েছে ডিজাইনে। কাঁধের ডিটেইলিং আর সঙ্গের ওড়না মিলে সুন্দর সমন্বয় কেয়া পায়েলের এ লুকে।
বিজ্ঞাপন
২/১৬
ক্যাজুয়াল ডেনিম শার্ট আর ট্রাউজার্সের জন্যও কেয়া পায়েলের পছন্দ ক্ল্যাসিক নীল ওয়াশ
ক্যাজুয়াল ডেনিম শার্ট আর ট্রাউজার্সের জন্যও কেয়া পায়েলের পছন্দ ক্ল্যাসিক নীল ওয়াশ
বিজ্ঞাপন
৩/১৬
উজ্জ্বল নীল শেডের নেটের শাড়ির সঙ্গে কেয়া হাতেও নীল রেশমি চুড়ি পরেছেন
উজ্জ্বল নীল শেডের নেটের শাড়ির সঙ্গে কেয়া হাতেও নীল রেশমি চুড়ি পরেছেন
৪/১৬
বোট নেকলাইনের আকাশী সালওয়ারকামিজের সঙ্গে লাল চুড়ি নজর কাড়ছে এই অভিনেত্রী্র সাজে
বোট নেকলাইনের আকাশী সালওয়ারকামিজের সঙ্গে লাল চুড়ি নজর কাড়ছে এই অভিনেত্রী্র সাজে
৫/১৬
আরামদায়ক নীল টপ-জিনসের রংটিও চোখে আরাম দিচ্ছে
আরামদায়ক নীল টপ-জিনসের রংটিও চোখে আরাম দিচ্ছে
৬/১৬
বসন্তের আমেজে সবাই যেখানে হলুদ-কমলা-লাল নিয়ে ব্যস্ত, কেয়া পায়েল নীলেই সেজেছেন
বসন্তের আমেজে সবাই যেখানে হলুদ-কমলা-লাল নিয়ে ব্যস্ত, কেয়া পায়েল নীলেই সেজেছেন
৭/১৬
ফর্মাল লুকে হালকা নীল খুবই মানিয়েছে এই অভিনেত্রীকে।
ফর্মাল লুকে হালকা নীল খুবই মানিয়েছে এই অভিনেত্রীকে।
৮/১৬
রয়েল ব্লু কাটআউট গাউনে কেয়া পায়েল
রয়েল ব্লু কাটআউট গাউনে কেয়া পায়েল
৯/১৬
পাউডার ব্লু শাড়িতে স্নিগ্ধ কেয়া
পাউডার ব্লু শাড়িতে স্নিগ্ধ কেয়া
১০/১৬
সালওয়ারকামিজে এমনইতেই খুব মানায় কেয়া পায়েলকে। আর এমন নীল-সাদা কম্বিনেশন হলে তো কথাই নেই।
সালওয়ারকামিজে এমনইতেই খুব মানায় কেয়া পায়েলকে। আর এমন নীল-সাদা কম্বিনেশন হলে তো কথাই নেই।
১১/১৬
নাটকের সেটে মজার এক্সপ্রেশন দিয়েছেন উজ্জ্বল নীল সালওয়ার কামিজে কেয়া পায়েল
নাটকের সেটে মজার এক্সপ্রেশন দিয়েছেন উজ্জ্বল নীল সালওয়ার কামিজে কেয়া পায়েল
১২/১৬
ফিরোজার শেডে জমকালো শাড়িতে পুরস্কার গ্রহণ করেছেন কেয়া
ফিরোজার শেডে জমকালো শাড়িতে পুরস্কার গ্রহণ করেছেন কেয়া
১৩/১৬
পাউডার ব্লু আর কেয়া পায়েল যেন দুজনে দুজনার
পাউডার ব্লু আর কেয়া পায়েল যেন দুজনে দুজনার
১৪/১৬
ঘন নীল তাঁতের শাড়িতেও খুব সুন্দর লাগছে কেয়া পায়েলকে। সঙ্গে নীল চুড়ি আর খোলা চুল
ঘন নীল তাঁতের শাড়িতেও খুব সুন্দর লাগছে কেয়া পায়েলকে। সঙ্গে নীল চুড়ি আর খোলা চুল
১৫/১৬
মাঝে মাঝে কন্ট্রাস্ট রং বেছে নেন কেয়া নীলের সঙ্গে
মাঝে মাঝে কন্ট্রাস্ট রং বেছে নেন কেয়া নীলের সঙ্গে
১৬/১৬
সব মিলে নীলে বেশ ভালোই মজে আছেন আমাদের প্রিয় অভিনেত্রী কেয়া পায়েল।
সব মিলে নীলে বেশ ভালোই মজে আছেন আমাদের প্রিয় অভিনেত্রী কেয়া পায়েল।
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ০৪: ০২
বিজ্ঞাপন