উৎসবে বাঙালি নারীর প্রথম পছন্দ শাড়ি। টালিউড তারকা অভিনেত্রীরা এ বিষয়ে অবশ্য বেশ এগিয়ে। দুর্গাপূজায় তাঁরা বেছে নিয়েছেন আকর্ষণীয় সব শাড়ি। কেউ পরেছেন বেনারসি, আবার কেউ জর্জেট, সিল্ক কিংবা সুতি। শাড়ি পরা লুকের ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় তাঁরা ভক্তদের সঙ্গে শেয়ার করছেন। সেখান থেকে নির্বাচিত সেরা সাজপোশাকের ছবিগুলো রইল হালফ্যাশনের ফ্যাশনিস্তা পাঠকের জন্য।