শাড়িতে টালিউড সুন্দরীরা
শেয়ার করুন
ফলো করুন

উৎসবে বাঙালি নারীর প্রথম পছন্দ শাড়ি। টালিউড তারকা অভিনেত্রীরা এ বিষয়ে অবশ্য বেশ এগিয়ে। দুর্গাপূজায় তাঁরা বেছে নিয়েছেন আকর্ষণীয় সব শাড়ি। কেউ পরেছেন বেনারসি, আবার কেউ জর্জেট, সিল্ক কিংবা সুতি। শাড়ি পরা লুকের ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় তাঁরা ভক্তদের সঙ্গে শেয়ার করছেন। সেখান থেকে নির্বাচিত সেরা সাজপোশাকের ছবিগুলো রইল হালফ্যাশনের ফ্যাশনিস্তা পাঠকের জন্য।

১/১৩
শিফন শাড়িতে মিমি চক্রবর্তীর পূজা লুক পূর্ণতা পেয়েছে। খোঁপায় সাদা গোলাপ, মুক্তার গয়না আর ন্যুড মেকআপে অপরূপা তিনি।
শিফন শাড়িতে মিমি চক্রবর্তীর পূজা লুক পূর্ণতা পেয়েছে। খোঁপায় সাদা গোলাপ, মুক্তার গয়না আর ন্যুড মেকআপে অপরূপা তিনি।
বিজ্ঞাপন
২/১৩
স্লিভলেস ও ডিপনেক ব্লাউজের সঙ্গে কাতান শাড়ি পরেছেন রুক্মিণী মৈত্র। তাঁর খোঁপার সাজে শোভা বাড়িয়েছে পদ্ম ফুল; সঙ্গে আকর্ষণীয় নেকপিস, চুড়ি আর মেকআপে যেন দ্যুতি ছড়াচ্ছেন নায়িকা।
স্লিভলেস ও ডিপনেক ব্লাউজের সঙ্গে কাতান শাড়ি পরেছেন রুক্মিণী মৈত্র। তাঁর খোঁপার সাজে শোভা বাড়িয়েছে পদ্ম ফুল; সঙ্গে আকর্ষণীয় নেকপিস, চুড়ি আর মেকআপে যেন দ্যুতি ছড়াচ্ছেন নায়িকা।
বিজ্ঞাপন
৩/১৩
মিষ্টি হাসি আর ঈর্ষণীয় ফিগারের মনামী ঘোষ মানেই ভিন্নধর্মী কিছু। অভিনেত্রী এবার পূজায় পরেছেন নীল তাঁতের শাড়ি। শাড়ির জমিন ও পাড়ে থাকা নকশার সঙ্গে মিলিয়ে সাদা লেইস দেওয়া হলুদ ব্লাউজ পরেছেন সঙ্গে।
মিষ্টি হাসি আর ঈর্ষণীয় ফিগারের মনামী ঘোষ মানেই ভিন্নধর্মী কিছু। অভিনেত্রী এবার পূজায় পরেছেন নীল তাঁতের শাড়ি। শাড়ির জমিন ও পাড়ে থাকা নকশার সঙ্গে মিলিয়ে সাদা লেইস দেওয়া হলুদ ব্লাউজ পরেছেন সঙ্গে।
৪/১৩
শাড়ির সঙ্গে আকর্ষণ কেড়েছে তাঁর খেজুর বিনুনি হেয়ারস্টাইল। অক্সিডাইসের গয়না আর ন্যুড মেকআপের সঙ্গে সাদা টিপও নজর এড়ায়নি মনামী ভক্তদের।
শাড়ির সঙ্গে আকর্ষণ কেড়েছে তাঁর খেজুর বিনুনি হেয়ারস্টাইল। অক্সিডাইসের গয়না আর ন্যুড মেকআপের সঙ্গে সাদা টিপও নজর এড়ায়নি মনামী ভক্তদের।
৫/১৩
দর্শনা বণিক পূজায় মনোক্রম লুকে ধরা দিয়েছেন। মেজেন্টা শাড়ি ও ব্লাউজের সঙ্গে পরেছেন আকর্ষণীয় চোকার আর দুল। গোলাপি আভার মেকআপে সেজেছেন। চুলে করেছেন স্লিক বান।
দর্শনা বণিক পূজায় মনোক্রম লুকে ধরা দিয়েছেন। মেজেন্টা শাড়ি ও ব্লাউজের সঙ্গে পরেছেন আকর্ষণীয় চোকার আর দুল। গোলাপি আভার মেকআপে সেজেছেন। চুলে করেছেন স্লিক বান।
৬/১৩
অ্যান্টিক ফিনিশের সোনালী বর্ডারের ব্রোঞ্জ সিল্ক শাড়িতে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। সঙ্গে পরেছেন কালো স্লিভলেস ব্লাউজ।
অ্যান্টিক ফিনিশের সোনালী বর্ডারের ব্রোঞ্জ সিল্ক শাড়িতে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। সঙ্গে পরেছেন কালো স্লিভলেস ব্লাউজ।
৭/১৩
পূজা উপলক্ষে টালিউড সুন্দরী ইধিকা পাল পরেছেন আকাশি নীল ও কালো রঙের অ্যাবস্ট্র্যাক্ট প্রিন্টের স্যাটিন শাড়ি। সঙ্গে জুটি বেঁধেছে সাদা স্লিভলেস ব্লাউজ।
পূজা উপলক্ষে টালিউড সুন্দরী ইধিকা পাল পরেছেন আকাশি নীল ও কালো রঙের অ্যাবস্ট্র্যাক্ট প্রিন্টের স্যাটিন শাড়ি। সঙ্গে জুটি বেঁধেছে সাদা স্লিভলেস ব্লাউজ।
৮/১৩
গোলাপি স্লিভলেস ক্রপ টপের সঙ্গে আইসক্রিম প্রিন্টের শাড়িতে স্টাইলিশ ঈশা সাহা; সঙ্গে বেছে নিয়েছেন মিনিমাল গয়না আর কালো সানগ্লাস।
গোলাপি স্লিভলেস ক্রপ টপের সঙ্গে আইসক্রিম প্রিন্টের শাড়িতে স্টাইলিশ ঈশা সাহা; সঙ্গে বেছে নিয়েছেন মিনিমাল গয়না আর কালো সানগ্লাস।
৯/১৩
শাড়ির সঙ্গে গোলাপি রানিং শু তাঁর স্টাইলে ভিন্ন আবেদন এনেছে।
শাড়ির সঙ্গে গোলাপি রানিং শু তাঁর স্টাইলে ভিন্ন আবেদন এনেছে।
১০/১৩
লাল জর্জেট শাড়ির গর্জিয়াস লুকে ফ্রেমবন্দী হয়েছেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়।
লাল জর্জেট শাড়ির গর্জিয়াস লুকে ফ্রেমবন্দী হয়েছেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়।
১১/১৩
ফ্লোরাল প্রিন্টের গোলাপী শাড়ির সঙ্গে  নুসরাত জাহান পরেছেন সুইটহার্ট নেকলাইনের স্লিভলেস ব্লাউজ।
ফ্লোরাল প্রিন্টের গোলাপী শাড়ির সঙ্গে নুসরাত জাহান পরেছেন সুইটহার্ট নেকলাইনের স্লিভলেস ব্লাউজ।
১২/১৩
তৃণা সাহা তাঁর পূজার লুকে বেছে নিয়েছেন ফ্লোরাল প্রিন্টের রঙিন একটি শাড়ি; সঙ্গে জুটি বেঁধেছে স্লিভলেস ব্লাউজ।
তৃণা সাহা তাঁর পূজার লুকে বেছে নিয়েছেন ফ্লোরাল প্রিন্টের রঙিন একটি শাড়ি; সঙ্গে জুটি বেঁধেছে স্লিভলেস ব্লাউজ।
দর্শনা বণিক পূজায় মনোক্রম লুকে ধরা দিয়েছেন। মেজেন্টা শাড়ি ও ব্লাউজের সঙ্গে পরেছেন আকর্ষণীয় চোকার আর দুল। গোলাপি আভার মেকআপে সেজেছেন। চুলে করেছেন স্লিক বান।
১৩/১৩
সিকুইন পাড়ের কালো নেটের শাড়িতে সুন্দরী অভিনেত্রী মধুমিতা সরকার; সঙ্গে পরেছেন কালো স্লিভলেস ব্লাউজ আর গলায় কালো পাথরের চোকার।
সিকুইন পাড়ের কালো নেটের শাড়িতে সুন্দরী অভিনেত্রী মধুমিতা সরকার; সঙ্গে পরেছেন কালো স্লিভলেস ব্লাউজ আর গলায় কালো পাথরের চোকার।
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪, ১২: ০০
বিজ্ঞাপন