ঝাঁকড়া চুলের মেসি লুকে বোল্ড অ্যান্ড বিউটিফুল উষসী
শেয়ার করুন
ফলো করুন

সবসময় যে পরিপাটি সাজেই নিজেকে উপস্থাপন করতে হবে সে কথা কে বলেছে! কলকাতার বোল্ড অ্যান্ড বিউটিফুল অভিনেত্রী উষসী রায়কে দেখা গেল ঝাঁকড়া চুলের মেসি লুকে। নিজেই লিখেছেন ক্যাপশনে, 'ম্যাজিক ইন দ্য মেস'। ফুলেল প্রিন্টের কালো ম্যাচিং স্কার্ট ও টপে অত্যন্ত আবেদনময়ী লাগছে তাঁকে।

১/৭
ফুলেল প্রিন্টের কালো ডিপনেক টপ আর ম্যাচিং স্কার্ট পরেছেন উষসী রায়
ফুলেল প্রিন্টের কালো ডিপনেক টপ আর ম্যাচিং স্কার্ট পরেছেন উষসী রায়
বিজ্ঞাপন
২/৭
পুরো লুকের হাইলাইট হয়ে আছে এই আকর্ষণীয় অভিনেত্রীর ঝাঁকড়া চুলের মেসি লুক
পুরো লুকের হাইলাইট হয়ে আছে এই আকর্ষণীয় অভিনেত্রীর ঝাঁকড়া চুলের মেসি লুক
বিজ্ঞাপন
৩/৭
স্লিভলেস বোল্ড টপে বেড়েছে আবেদন
স্লিভলেস বোল্ড টপে বেড়েছে আবেদন
৪/৭
ঝাঁকড়া লুকের মেসি লুকের এই ছবিতে উষসী ক্যাপশন দিয়েছেন, ম্যাজিক ইন দ্য মেস
ঝাঁকড়া লুকের মেসি লুকের এই ছবিতে উষসী ক্যাপশন দিয়েছেন, ম্যাজিক ইন দ্য মেস
৫/৭
আসলেই জাদু ছড়াচ্ছেন বোল্ড অ্যান্ড বিউটিফুল এই অভিনেত্রী। সঙ্গী হয়েছে বড় স্টেটমেন্ট দুল আর বালা-চুড়ি
আসলেই জাদু ছড়াচ্ছেন বোল্ড অ্যান্ড বিউটিফুল এই অভিনেত্রী। সঙ্গী হয়েছে বড় স্টেটমেন্ট দুল আর বালা-চুড়ি
৬/৭
ন্যুড লিপকালার আর ঘন কাজল-মাসকারা নজর কাড়ছে
ন্যুড লিপকালার আর ঘন কাজল-মাসকারা নজর কাড়ছে
৭/৭
পরিপাটি সাজের বাইরে এই মেসি লুকে উষসী সত্যিই মোহনীয়
পরিপাটি সাজের বাইরে এই মেসি লুকে উষসী সত্যিই মোহনীয়

ছবি: উষসী রায়ের ইন্সটাগ্রাম

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ০৫: ৪১
বিজ্ঞাপন