সবসময় যে পরিপাটি সাজেই নিজেকে উপস্থাপন করতে হবে সে কথা কে বলেছে! কলকাতার বোল্ড অ্যান্ড বিউটিফুল অভিনেত্রী উষসী রায়কে দেখা গেল ঝাঁকড়া চুলের মেসি লুকে। নিজেই লিখেছেন ক্যাপশনে, 'ম্যাজিক ইন দ্য মেস'। ফুলেল প্রিন্টের কালো ম্যাচিং স্কার্ট ও টপে অত্যন্ত আবেদনময়ী লাগছে তাঁকে।
ছবি: উষসী রায়ের ইন্সটাগ্রাম