ভাবনার পরনে নীলই যখন উষ্ণতম রং
শেয়ার করুন
ফলো করুন

নীল মানেই চোখ জুড়ানো। আবার নীলই হতে পারে উষ্ণতা ছড়ানো। অভিনেত্রী আশনা হাবিব ভাবনার শাড়ির লুক তাই বলছে। এখানে পাউডার ব্লু জামদানি আর স্টেটমেন্ট ব্লাউজে তিনি নিজেই ক্যাপশন দিয়ে বলেছেন, নীল উষ্ণতম রঙ। আর এই উষ্ণতা মানে শুধু আবেদন নয়। বরং ইংরেজিতে যাকে বলে ওয়ার্মথ। এক অন্য রকম ভালোলাগার অনুভূতি।

১/৬
পাউডার ব্লু জামদানি, ম্যাচিং স্লিভলেস ব্লাউজ আর পেছনে পুলের নীল পানি। সব মিলিয়ে চোখ জুড়াচ্ছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা
পাউডার ব্লু জামদানি, ম্যাচিং স্লিভলেস ব্লাউজ আর পেছনে পুলের নীল পানি। সব মিলিয়ে চোখ জুড়াচ্ছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা
বিজ্ঞাপন
২/৬
মেকওভারেও স্নিগ্ধ সফট টাচ। ন্যুড লিপস আর হালকা স্মাজ করা কাজলে আকর্ষোণ ছড়াচ্ছেন ভাবনা
মেকওভারেও স্নিগ্ধ সফট টাচ। ন্যুড লিপস আর হালকা স্মাজ করা কাজলে আকর্ষোণ ছড়াচ্ছেন ভাবনা
বিজ্ঞাপন
৩/৬
ব্যাকলেস ব্লাউজে আছে বডি জুয়েলারির আমেজে জামদানি কাটাই কাজ
ব্যাকলেস ব্লাউজে আছে বডি জুয়েলারির আমেজে জামদানি কাটাই কাজ
৪/৬
কানের ঝোলানো দুল দিয়েছে আলাদা স্টাইল
কানের ঝোলানো দুল দিয়েছে আলাদা স্টাইল
৫/৬
টেনে বাঁধা চুলে ছিমছাম লুক এসেছে
টেনে বাঁধা চুলে ছিমছাম লুক এসেছে
৬/৬
নীলই হতে পারে উষ্ণতম রঙ। ভাবনার লুক সেটাই বলছে
নীলই হতে পারে উষ্ণতম রঙ। ভাবনার লুক সেটাই বলছে

ছবি: আশনা হাবিব ভাবনার ফেসবুক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ০৪: ৩০
বিজ্ঞাপন