নীল মানেই চোখ জুড়ানো। আবার নীলই হতে পারে উষ্ণতা ছড়ানো। অভিনেত্রী আশনা হাবিব ভাবনার শাড়ির লুক তাই বলছে। এখানে পাউডার ব্লু জামদানি আর স্টেটমেন্ট ব্লাউজে তিনি নিজেই ক্যাপশন দিয়ে বলেছেন, নীল উষ্ণতম রঙ। আর এই উষ্ণতা মানে শুধু আবেদন নয়। বরং ইংরেজিতে যাকে বলে ওয়ার্মথ। এক অন্য রকম ভালোলাগার অনুভূতি।
ছবি: আশনা হাবিব ভাবনার ফেসবুক