কলকাতার মেয়ে তিনি। তবে এর মধ্যেই মিলেমিশে গেছেন ঢাকার সবকিছুর সঙ্গে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার ছাত্রী শুধু ভালো আঁকতেই জানেন না, পাশাপাশি মডেলিং আর অভিনয়েও দক্ষতা রয়েছে। মডেলিংয়ে অভিজ্ঞতা থাকলেও এ দেশেই তাঁর প্রথম অভিনয়ের সুযোগ হয়েছে। নাটকে হয়ে উঠছেন জনপ্রিয় মুখ। লম্বা গড়ন, অপলক চাহনি, মিষ্টি হাসি আর তাঁর সাদামাটা ব্যক্তিত্বের মেয়েটির নাম রিয়া ঘোষ। ফ্যাশনেও কম যান না গুণী এই অভিনেত্রী। এক ডজন লুকে রিয়ার সাজপোশাক দেখে নেওয়া যাক