কলকাতার এই স্টাইলিশ মেয়েটি কে, জানেন?
শেয়ার করুন
ফলো করুন

কলকাতার মেয়ে তিনি। তবে এর মধ্যেই মিলেমিশে গেছেন ঢাকার সবকিছুর সঙ্গে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার ছাত্রী শুধু ভালো আঁকতেই জানেন না, পাশাপাশি মডেলিং আর অভিনয়েও দক্ষতা রয়েছে। মডেলিংয়ে অভিজ্ঞতা থাকলেও এ দেশেই তাঁর প্রথম অভিনয়ের সুযোগ হয়েছে। নাটকে হয়ে উঠছেন জনপ্রিয় মুখ। লম্বা গড়ন, অপলক চাহনি, মিষ্টি হাসি আর তাঁর সাদামাটা ব্যক্তিত্বের মেয়েটির নাম রিয়া ঘোষ। ফ্যাশনেও কম যান না গুণী এই অভিনেত্রী। এক ডজন লুকে রিয়ার সাজপোশাক দেখে নেওয়া যাক

১/১২
ডেনিম অন ডেনিম লুকে অভিনেত্রী। ডেনিম শর্টসের সঙ্গে টাক ইন করেছেন শার্ট
ডেনিম অন ডেনিম লুকে অভিনেত্রী। ডেনিম শর্টসের সঙ্গে টাক ইন করেছেন শার্ট
বিজ্ঞাপন
২/১২
শাড়ি, কানে ঝুমকা আর কালো কাজল ও টিপে যেন তিনি বং সুন্দরী
শাড়ি, কানে ঝুমকা আর কালো কাজল ও টিপে যেন তিনি বং সুন্দরী
বিজ্ঞাপন
৩/১২
গ্ল্যামারাস পার্টি আমেজের লুকে
গ্ল্যামারাস পার্টি আমেজের লুকে
৪/১২
হাইনেক টপের সঙ্গে কার্ল হেয়ারস্টাইল আর গাঢ় লিপস্টিকে বেশ স্টাইলিশ দেখাচ্ছে তাঁকে
হাইনেক টপের সঙ্গে কার্ল হেয়ারস্টাইল আর গাঢ় লিপস্টিকে বেশ স্টাইলিশ দেখাচ্ছে তাঁকে
৫/১২
নতুন বউয়ের সাজপোশাকে ফ্রেমবন্দী হয়েছেন অভিনেত্রী
নতুন বউয়ের সাজপোশাকে ফ্রেমবন্দী হয়েছেন অভিনেত্রী
৬/১২
ফ্যাশন ব্র্যান্ড খুঁতের মডেল হয়েছেন রিয়া ঘোষ। ছেড়ে রাখা চুলের সঙ্গে তাঁর এই শাড়ির লুকে যেন চোখ আটকে যায়
ফ্যাশন ব্র্যান্ড খুঁতের মডেল হয়েছেন রিয়া ঘোষ। ছেড়ে রাখা চুলের সঙ্গে তাঁর এই শাড়ির লুকে যেন চোখ আটকে যায়
৭/১২
স্লিভলেস ফ্লোরাল মিডি ড্রেসে
স্লিভলেস ফ্লোরাল মিডি ড্রেসে
৮/১২
লাল ব্লাউজের সঙ্গে জুটি বেঁধেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড খুঁতের কালো শাড়ি
লাল ব্লাউজের সঙ্গে জুটি বেঁধেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড খুঁতের কালো শাড়ি
৯/১২
নীল শাড়ি, খোঁপায় গোঁজা কাঁচা ফুলের মালা, কাজল আর টিপে সেজেছেন তিনি। ছবিটা দেখে একনজরে মনে হচ্ছে যেন উপন্যাসের উদাসীন নায়িকা
নীল শাড়ি, খোঁপায় গোঁজা কাঁচা ফুলের মালা, কাজল আর টিপে সেজেছেন তিনি। ছবিটা দেখে একনজরে মনে হচ্ছে যেন উপন্যাসের উদাসীন নায়িকা
১০/১২
কালো ক্রপ টপ আর মাথায় টুপি পরে ক্যাজুয়াল লুকে ফ্রেমে ধরা দিয়েছেন অভিনেত্রী
কালো ক্রপ টপ আর মাথায় টুপি পরে ক্যাজুয়াল লুকে ফ্রেমে ধরা দিয়েছেন অভিনেত্রী
১১/১২
ম্যাজেন্টা গাউনের পার্টি লুকে রিয়া ঘোষ
ম্যাজেন্টা গাউনের পার্টি লুকে রিয়া ঘোষ
১২/১২
সোনালি পাড়ের কালো শাড়ির সঙ্গে স্লিভলেস ব্লাউজ পরেছেন। বিশেষ নজর কেড়েছে তাঁর সাবেকি ঢঙের সাজ
সোনালি পাড়ের কালো শাড়ির সঙ্গে স্লিভলেস ব্লাউজ পরেছেন। বিশেষ নজর কেড়েছে তাঁর সাবেকি ঢঙের সাজ
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪: ০০
বিজ্ঞাপন