আজ মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত হিন্দি সিনেমা ‘স্ত্রী ২’। প্রথম সংস্করণে বাজিমাত করা এই সিনেমায় এবারও অভিনয় করছেন বলিউড সুন্দরী শ্রদ্ধা কাপুর। সিনেমা মুক্তির আগে থেকে এর প্রচারণায় বেশ ব্যস্ত থাকতে হয়েছে এই তারকাকে। বলিউড তারকারা তাঁদের সিনেমার প্রচারণার সময় কেমন পোশাক পরেন, তা নিয়ে ভক্তদের আগ্রহের শেষ থাকে না। ফ্যাশনিস্তা শ্রদ্ধার ক্ষেত্রেও এর ব্যতিক্রম ছিল না। ‘স্ত্রী ২’-এর প্রচারণায় তাঁকে সিনেমার থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে স্টাইলিং করতে দেখা গেছে। তিনি নিজের প্রিয় লালের নানা শেডের পোশাক পরে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। ফ্যাশন অভিধানে এ ধরনের স্টাইলিংয়ের নাম দেওয়া হয়েছে ‘মেথড ড্রেসিং’। ইনস্টাগ্রামের ছবিতে শ্রদ্ধার মেথড ফ্যাশনের কিছু ঝলক দেখে নেওয়া যেতে পারে-