নিজের সিনেমার প্রচারে মেথড ড্রেসিংয়ে তাক লাগাচ্ছেন শ্রদ্ধা কাপুর
শেয়ার করুন
ফলো করুন

আজ মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত হিন্দি সিনেমা ‘স্ত্রী ২’। প্রথম সংস্করণে বাজিমাত করা এই সিনেমায় এবারও অভিনয় করছেন বলিউড সুন্দরী শ্রদ্ধা কাপুর। সিনেমা মুক্তির আগে থেকে এর প্রচারণায় বেশ ব্যস্ত থাকতে হয়েছে এই তারকাকে। বলিউড তারকারা তাঁদের সিনেমার প্রচারণার সময় কেমন পোশাক পরেন, তা নিয়ে ভক্তদের আগ্রহের শেষ থাকে না। ফ্যাশনিস্তা শ্রদ্ধার ক্ষেত্রেও এর ব্যতিক্রম ছিল না। ‘স্ত্রী ২’-এর প্রচারণায় তাঁকে সিনেমার থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে স্টাইলিং করতে দেখা গেছে। তিনি নিজের প্রিয় লালের নানা শেডের পোশাক পরে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। ফ্যাশন অভিধানে এ ধরনের স্টাইলিংয়ের নাম দেওয়া হয়েছে ‘মেথড ড্রেসিং’। ইনস্টাগ্রামের ছবিতে শ্রদ্ধার মেথড ফ্যাশনের কিছু ঝলক দেখে নেওয়া যেতে পারে-

১/১০
ফ্লোরাল প্রিন্টের লাল সিল্কের সালোয়ার স্যুটের সঙ্গে পরেছেন সোনালি ট্যাসেল দুল
ফ্লোরাল প্রিন্টের লাল সিল্কের সালোয়ার স্যুটের সঙ্গে পরেছেন সোনালি ট্যাসেল দুল
বিজ্ঞাপন
২/১০
এই লাল সোনালি ফ্লোরাল সিল্ক ড্রেসটি ডিজাইন করেছেন ভারতের নামকরা ফ্যাশন ডিজাইনার অনিতা ডোংরে। ফিউশন ড্রেসটিতে সোনালি সুতা ও চুমকি দিয়ে এমব্রয়ডারি করা হয়েছে। এর সঙ্গে পরেছেন উঁচু হিলের ম্যাচিং সোনালি জুতা
এই লাল সোনালি ফ্লোরাল সিল্ক ড্রেসটি ডিজাইন করেছেন ভারতের নামকরা ফ্যাশন ডিজাইনার অনিতা ডোংরে। ফিউশন ড্রেসটিতে সোনালি সুতা ও চুমকি দিয়ে এমব্রয়ডারি করা হয়েছে। এর সঙ্গে পরেছেন উঁচু হিলের ম্যাচিং সোনালি জুতা
বিজ্ঞাপন
৩/১০
‘স্ত্রী ২’ সিনেমার আলোচিত ‘খুবসুরত’ গানে লাল শাড়ি ও ব্রালেটে লাস্যময়ী শ্রদ্ধা
‘স্ত্রী ২’ সিনেমার আলোচিত ‘খুবসুরত’ গানে লাল শাড়ি ও ব্রালেটে লাস্যময়ী শ্রদ্ধা
৪/১০
 স্মার্ট ক্যাজুয়াল লুক: পরেছেন লাল টাই-ডাই ব্রালেট, ওয়াইড প্যান্ট ও শর্ট জ্যাকেট। এই স্টাইলিশ কো-অর্ড সেটটি এসেছে ভারতের লাক্সারি বোহো ব্র্যান্ড সাক্ষ্য অ্যান্ড কিন্নি থেকে
স্মার্ট ক্যাজুয়াল লুক: পরেছেন লাল টাই-ডাই ব্রালেট, ওয়াইড প্যান্ট ও শর্ট জ্যাকেট। এই স্টাইলিশ কো-অর্ড সেটটি এসেছে ভারতের লাক্সারি বোহো ব্র্যান্ড সাক্ষ্য অ্যান্ড কিন্নি থেকে
৫/১০
 শর্ট স্লিট লাল বডি হাগিং ড্রেসের সঙ্গে ন্যুড হাই-হিলে শ্রদ্ধা
শর্ট স্লিট লাল বডি হাগিং ড্রেসের সঙ্গে ন্যুড হাই-হিলে শ্রদ্ধা
৬/১০
লাল শিফন শাড়ির সঙ্গে জুটি হয়েছে সিকুইন ও মিররের কাজ করা আজরাখ প্রিন্টের ব্লাউজ
লাল শিফন শাড়ির সঙ্গে জুটি হয়েছে সিকুইন ও মিররের কাজ করা আজরাখ প্রিন্টের ব্লাউজ
৭/১০
টকটকে লাল ফুল স্লিভ টপ ও ক্ল্যাসিক জিনসের সঙ্গে পরেছেন সবুজ পাথরের লেয়ারড নেকলেস, হুপ ইয়াররিং ও আংটি
টকটকে লাল ফুল স্লিভ টপ ও ক্ল্যাসিক জিনসের সঙ্গে পরেছেন সবুজ পাথরের লেয়ারড নেকলেস, হুপ ইয়াররিং ও আংটি
৮/১০
লাল স্ট্র্যাপলেস, থাই-হাই স্লিট কোরসেটেড গাউনের আকর্ষণীয় শ্রদ্ধা
লাল স্ট্র্যাপলেস, থাই-হাই স্লিট কোরসেটেড গাউনের আকর্ষণীয় শ্রদ্ধা
৯/১০
সোনালি পেটাই কাজের লাল টকটকে বেনারসি শাড়ির সঙ্গী হয়েছে কালো ক্রপ জ্যাকেট
সোনালি পেটাই কাজের লাল টকটকে বেনারসি শাড়ির সঙ্গী হয়েছে কালো ক্রপ জ্যাকেট
১০/১০
ভারতের বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড হাউস অব মাসাবার শাড়িতে অপরূপা শ্রদ্ধা
ভারতের বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড হাউস অব মাসাবার শাড়িতে অপরূপা শ্রদ্ধা
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ১৩: ০৩
বিজ্ঞাপন