পশ্চিমবঙ্গের নায়িকা ইধিকা পাল আমাদের দেশেও বেশ জনপ্রিয়। শুধু রূপ নয়, ফ্যাশনবোধের জন্যও তিনি সমান প্রশংসিত। এথনিক পোশাকে যেমন তিনি আকর্ষণ কাড়েন, তেমনি ওয়েস্টার্ন লুকেও কম যান না। সাজ আর স্টাইলের প্রতি সচেতন এই নায়িকা সম্প্রতি ধরা দিয়েছেন নীল শাড়ির কিছু চোখধাঁধানো সাজে। ইধিকা মূলত তাঁর এই লুক উৎসর্গ করেছেন নায়িকা শ্রীদেবীর প্রতি। রইল বিস্তারিত—