নীল শাড়ির ভেজা লুকে আবেদন ছড়ালেন ইধিকা
শেয়ার করুন
ফলো করুন

পশ্চিমবঙ্গের নায়িকা ইধিকা পাল আমাদের দেশেও বেশ জনপ্রিয়। শুধু রূপ নয়, ফ্যাশনবোধের জন্যও তিনি সমান প্রশংসিত। এথনিক পোশাকে যেমন তিনি আকর্ষণ কাড়েন, তেমনি ওয়েস্টার্ন লুকেও কম যান না। সাজ আর স্টাইলের প্রতি সচেতন এই নায়িকা সম্প্রতি ধরা দিয়েছেন নীল শাড়ির কিছু চোখধাঁধানো সাজে। ইধিকা মূলত তাঁর এই লুক উৎসর্গ করেছেন নায়িকা শ্রীদেবীর প্রতি। রইল বিস্তারিত—

১/৬
নীল হলো শান্তি, গভীরতা ও অনন্ত সৌন্দর্যের প্রতীক। ইধিকার এই সাজ যেন সেই নীলের নিখুঁত প্রতিচ্ছবি।
নীল হলো শান্তি, গভীরতা ও অনন্ত সৌন্দর্যের প্রতীক। ইধিকার এই সাজ যেন সেই নীলের নিখুঁত প্রতিচ্ছবি।
বিজ্ঞাপন
২/৬
হালকা অ্যাকুয়া নীল শাড়ির মনোক্রম সাজে তাঁর সৌন্দর্য যেন দ্যুতি ছড়াচ্ছে।
হালকা অ্যাকুয়া নীল শাড়ির মনোক্রম সাজে তাঁর সৌন্দর্য যেন দ্যুতি ছড়াচ্ছে।
বিজ্ঞাপন
৩/৬
 সুইমিং পুলে জলকেলিতে মেতে উঠেছেন নায়িকা; শিফন শাড়ির সঙ্গে তাঁর ভেজা চুলের এলোমেলো কোঁকড়া ভাব আলাদাভাবে আবেদন বাড়িয়েছে।
সুইমিং পুলে জলকেলিতে মেতে উঠেছেন নায়িকা; শিফন শাড়ির সঙ্গে তাঁর ভেজা চুলের এলোমেলো কোঁকড়া ভাব আলাদাভাবে আবেদন বাড়িয়েছে।
৪/৬
মেকআপে রাখা হয়েছে ন্যুড টোন, চোখে হালকা স্মোকি টাচ, আর ঠোঁটে নরম গোলাপি শেডের লিপকালার, যা তাঁর প্রাকৃতিক সৌন্দর্যকে দ্বিগুণ ফুটিয়ে তুলেছে।
মেকআপে রাখা হয়েছে ন্যুড টোন, চোখে হালকা স্মোকি টাচ, আর ঠোঁটে নরম গোলাপি শেডের লিপকালার, যা তাঁর প্রাকৃতিক সৌন্দর্যকে দ্বিগুণ ফুটিয়ে তুলেছে।
৫/৬
শাড়ির সঙ্গে কপালের নীল টিপ, মুক্তার ব্রেসলেট, নেকলেস আর দুল পুরো সাজকে করেছে পরিপূর্ণ।
শাড়ির সঙ্গে কপালের নীল টিপ, মুক্তার ব্রেসলেট, নেকলেস আর দুল পুরো সাজকে করেছে পরিপূর্ণ।
৬/৬
ইধিকা মূলত তাঁর এই সাজটি উৎসর্গ করেছেন নায়িকা শ্রীদেবীর প্রতি।
ইধিকা মূলত তাঁর এই সাজটি উৎসর্গ করেছেন নায়িকা শ্রীদেবীর প্রতি।
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ০৪: ১০
বিজ্ঞাপন