ছোট পর্দার জনপ্রিয় মুখ বাংলাদেশি অভিনেত্রী সাবিলা নূর। মিষ্টি হাসি আর স্নিগ্ধতার জন্যই তিনি অন্যান্য তারকা থেকে কিছুটা আলাদা। তারকাদের সাজপোশাকে ধরা পড়ে তাঁদের ব্যক্তিত্ব। সাবিলা এদিক থেকে একেবারেই ছিমছাম থাকতে ভালোবাসেন। পোশাক নির্বাচন, স্টাইলিং—সবকিছুতেই তাঁর সাদামাটা ভাব। এর জন্য অবশ্য তাঁকে ‘সেকেলে’ বললে ভুল হবে। আবহাওয়া, পরিবেশ ও ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে পোশাক ও অনুষঙ্গ বাছাই করেন তিনি। এদিকে শোনা যাচ্ছে দেশের সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা তান্ডব-এ তিনিই হচ্ছেন নায়িকা। এটি সাবিলার জন্য এক বড় ব্রেক হবে অবশ্যই। চলুন তবে এই সুন্দরী অভিনেত্রীর কিছু চোখজুড়ানো লুক দেখে নিই।