ডিসকো আমেজে আকর্ষণ ছড়াচ্ছেন কেয়া পায়েল
শেয়ার করুন
ফলো করুন

বাংলাদেশের টেলিভিশন–জগতের জনপ্রিয় ও আলোচিত মুখ কেয়া আক্তার পায়েল। তবে কেয়া পায়েল নামেই তাঁকে সবাই চেনেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর উপস্থিতিও মুগ্ধ করে অনুরাগীদের। বিভিন্ন রকম সাজপোশাকে তাঁকে দেখা যায় প্রায়ই। সম্প্রতি ডিসকো আমেজের লুকে ফ্রেমবন্দী হয়েছেন অভিনেত্রী। দেখে আসি র‍্যাফক্লিকের রফিকুল ইসলাম র‍্যাফের তোলা ছবিগুলো।

১/৬
কেয়া পায়েলের  ঝলমলে সিকুইনড গোল্ড আউটফিটে ফুটে উঠেছে ডিসকো আমেজ।  
কেয়া পায়েলের  ঝলমলে সিকুইনড গোল্ড আউটফিটে ফুটে উঠেছে ডিসকো আমেজ।
বিজ্ঞাপন
২/৬
 ফুলস্লিভ এই ড্রেসে কোমরের নট-স্টাইল ডিজাইন তাঁর ফিগারকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
ফুলস্লিভ এই ড্রেসে কোমরের নট-স্টাইল ডিজাইন তাঁর ফিগারকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
বিজ্ঞাপন
৩/৬
মেকআপে লাইমলাইট কেড়ে নিচ্ছে রেড লিপ লুক। লেন্স পরা চোখে কিছুটা স্মোকি টাচ আছে।
মেকআপে লাইমলাইট কেড়ে নিচ্ছে রেড লিপ লুক। লেন্স পরা চোখে কিছুটা স্মোকি টাচ আছে।
৪/৬
গোল্ডেন স্টেটমেন্ট জুয়েলারি হয়েছে সঙ্গী। ফ্লোরাল দুল, হাতে থাকা ব্যাঙ্গেল ও ব্রেসলেটগুলো দিয়েছে গ্ল্যাম টাচ।
গোল্ডেন স্টেটমেন্ট জুয়েলারি হয়েছে সঙ্গী। ফ্লোরাল দুল, হাতে থাকা ব্যাঙ্গেল ও ব্রেসলেটগুলো দিয়েছে গ্ল্যাম টাচ।
৫/৬
খুলে রাখা সফট কার্ল চুলগুলো ড্রামাটিক টাচ দিয়েছে এই লুকে
খুলে রাখা সফট কার্ল চুলগুলো ড্রামাটিক টাচ দিয়েছে এই লুকে
৬/৬
ড্রেস থেকে মেকআপ—সব মিলিয়ে কেয়া পায়েলের এই লুক আধুনিক গ্ল্যামারের একটি নিখুঁত উদাহরণ। এ সময়ের পার্টি লুকের জন্যও হতে পারে পারফেক্ট চয়েজ
ড্রেস থেকে মেকআপ—সব মিলিয়ে কেয়া পায়েলের এই লুক আধুনিক গ্ল্যামারের একটি নিখুঁত উদাহরণ। এ সময়ের পার্টি লুকের জন্যও হতে পারে পারফেক্ট চয়েজ
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৪: ০০
বিজ্ঞাপন