বাংলাদেশি অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল এ সময়ের জনপ্রিয় স্টাইলিশ তারকা। তাঁর ফ্যাশনিস্তা ভক্তের সংখ্যা বেশ বড়। নানা রকম সাজপোশাকে তিনি মুগ্ধ করেন অনুরাগীদের। কখনো অভিনেত্রীকে দেখা যায় বাঙালিয়ানা পোশাকে আবার কখনো ওয়েস্টার্ন লুকে। সবকিছুতে তিনি আকর্ষণ কেড়ে নিতে জানেন। সম্প্রতি প্রকাশ হওয়া বেশ কিছু ছবি থেকে যেন চোখ সরানো যাচ্ছে না।
জমকালো অথচ চোখ আরাম করা সাজে তিনি ফ্রেমবন্দী হয়েছেন। ছবিগুলো ইনস্টাগ্রামে শেয়ার করেছেন এ সময়ের জনপ্রিয় সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট জাহিদ খান। তাঁর সৌন্দর্যসদন ‘জাহিদ খান মেকওভার’-এ সেজেছেন অভিনেত্রী।
আকর্ষণীয় আউটফিটটিও নজর কেড়েছে সবার। ঝলমলে সিলভার সিকুইন সজ্জিত পুরো শাড়ি আর ব্লাউজের জমিন। তবে বক্স নেকের কেপ স্লিভ ব্লাউজটি অভিনেত্রীর লুকে এনেছে আলাদা আবেদন। ইন্দো ওয়েস্টার্ন লুকও বলা যায় তাকে। অসাধারণ এই পার্টি পোশাক ফ্যাশন ব্র্যান্ড অড্রিয়ানা এক্সক্লুসিভের।
আউটফিট আর মেকআপ মিলিয়ে সুনেরাহ যেন হয়ে উঠেছেন অপরূপা। অভিনেত্রী চুল সামনের অংশে কিছুটা পাফ করে উঁচু করে পনিটেল করেছেন। তারপর সেজেছেন সফট ও গ্ল্যাম মেকআপে। মেকআপে নজর কেড়েছে তাঁর চোখের সাজ। লেন্স পরা চোখে পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে চকচকে সিলভার আইশ্যাডো। তার ওপর আঁকা কালো আইলাইনার আর সুন্দর করে ব্রাশ করা ভ্রু যুগল। অভিনেত্রীর ঠোঁটে শোভা পাচ্ছে ক্রিমি ন্যুড শেডের লিপস্টিক।
নাকে পরেছেন ছোট নাকফুল। মেকআপে গ্ল্যাম ভাব বাড়িয়েছে সিলভার হাইলাইটার। সবশেষে গয়না হিসেবে অভিনেত্রীর লুকের সৌন্দর্য বাড়িয়েছে জাহিদ খান ব্রাইডাল কালেকশন থেকে নেওয়া সাদা-সবুজ পাথর ও মুক্তা বসানো জমকালো নেকপিসটি।