
বলিউড অভিনেত্রী তারা সুতারিয়া বরাবরই নজর কাড়েন তার ক্ল্যাসিক অথচ গ্ল্যামারাস ইন্ডিয়ান লুক দিয়ে। এই বিয়ের মৌসুমে ব্রাইডসমেইডরা যদি খোঁজেন পরিশীলিত অথচ চোখে পড়ার মতো সাজের ধারণা, তবে তারার সাম্প্রতিক এথনিক সংগ্রহ হতে পারে নিখুঁত অনুপ্রেরণা। উজ্জ্বল রং থেকে শুরু করে মৃদু সোনালি আভা। সব ধরনের আয়োজনের জন্যই আছে একেকটি উপযুক্ত বিকল্প।












