বিয়ের মৌসুমে ব্রাইডসমেইডদের নজর কেড়েছে তারা সুতারিয়ার ঐতিহ্যবাহী লুকগুলো
শেয়ার করুন
ফলো করুন

বলিউড অভিনেত্রী তারা সুতারিয়া বরাবরই নজর কাড়েন তার ক্ল্যাসিক অথচ গ্ল্যামারাস ইন্ডিয়ান লুক দিয়ে। এই বিয়ের মৌসুমে ব্রাইডসমেইডরা যদি খোঁজেন পরিশীলিত অথচ চোখে পড়ার মতো সাজের ধারণা, তবে তারার সাম্প্রতিক এথনিক সংগ্রহ হতে পারে নিখুঁত অনুপ্রেরণা। উজ্জ্বল রং থেকে শুরু করে মৃদু সোনালি আভা। সব ধরনের আয়োজনের জন্যই আছে একেকটি উপযুক্ত বিকল্প।

কমলা লেহেঙ্গায় রোদের উজ্জ্বলতা

১/১৩
তারা সুতারিয়ার কমলা রঙের লেহেঙ্গাটি যেন একেবারে ব্রাইডসমেইডদের স্বপ্নের পোশাক। সূক্ষ্ম এমব্রয়ডারি, নরম ফ্লোই কাট, আর ভারী চাকচিক্যের মাঝেও রয়েছে এক ধরনের মিনিমালিজম
তারা সুতারিয়ার কমলা রঙের লেহেঙ্গাটি যেন একেবারে ব্রাইডসমেইডদের স্বপ্নের পোশাক। সূক্ষ্ম এমব্রয়ডারি, নরম ফ্লোই কাট, আর ভারী চাকচিক্যের মাঝেও রয়েছে এক ধরনের মিনিমালিজম
২/১৩
 সব মিলিয়ে এটি পারফেক্ট হলুদ বা মেহেদি অনুষ্ঠানের সাজ। গলায় ভারী চোকার, কানে মেলানো দুল, আর মাথায় টিকলির ঝিলিক। আভিজাত্যের সঙ্গে তারার মিনিমাল মেকআপ লুকটি সম্পূর্ণ করেছে সেই দীপ্তি
সব মিলিয়ে এটি পারফেক্ট হলুদ বা মেহেদি অনুষ্ঠানের সাজ। গলায় ভারী চোকার, কানে মেলানো দুল, আর মাথায় টিকলির ঝিলিক। আভিজাত্যের সঙ্গে তারার মিনিমাল মেকআপ লুকটি সম্পূর্ণ করেছে সেই দীপ্তি
বিজ্ঞাপন

আইভরি শাড়িতে চিরকালীন ঔজ্জ্বল্য

৩/১৩
সাদা-হাতির দাঁতের মতো মোলায়েম আইভরি শাড়িতে তারার লুকটি যেন এক অনবদ্য ক্ল্যাসিক। মসৃণ ও পরিশীলিত এই শাড়িটি ফরমাল রিসেপশন অনুষ্ঠানের জন্য নিখুঁত পছন্দ
সাদা-হাতির দাঁতের মতো মোলায়েম আইভরি শাড়িতে তারার লুকটি যেন এক অনবদ্য ক্ল্যাসিক। মসৃণ ও পরিশীলিত এই শাড়িটি ফরমাল রিসেপশন অনুষ্ঠানের জন্য নিখুঁত পছন্দ
৪/১৩
চুল বাঁধা পরিপাটি বান, গলায় সবুজ-সোনালি গয়না। এই বৈপরীত্যই শাড়ির সৌন্দর্যকে বাড়িয়ে তোলে। তার মুখে ছিল মৃদু গ্ল্যাম, আর পুরো উপস্থিতি জুড়ে ছিল পরিমিত শোভা
চুল বাঁধা পরিপাটি বান, গলায় সবুজ-সোনালি গয়না। এই বৈপরীত্যই শাড়ির সৌন্দর্যকে বাড়িয়ে তোলে। তার মুখে ছিল মৃদু গ্ল্যাম, আর পুরো উপস্থিতি জুড়ে ছিল পরিমিত শোভা
বিজ্ঞাপন

কালো আনারকলিতে রাজকীয় আবহ

৫/১৩
রাতের রিসেপশন বা ককটেল পার্টির জন্য তারার কালো আনারকলি হতে পারে আদর্শ
রাতের রিসেপশন বা ককটেল পার্টির জন্য তারার কালো আনারকলি হতে পারে আদর্শ
৬/১৩
পুরো পোশাকজুড়ে সূক্ষ্ম মোটিফ আর ভারী এমব্রয়ডারির জ্যাকেট। যা একদিকে ঐতিহ্যবাহী, আবার অন্যদিকে আভিজাত্যের
পুরো পোশাকজুড়ে সূক্ষ্ম মোটিফ আর ভারী এমব্রয়ডারির জ্যাকেট। যা একদিকে ঐতিহ্যবাহী, আবার অন্যদিকে আভিজাত্যের
৭/১৩
গাঢ় রঙের গভীরতা আর পোশাকের গতিময় গঠন একে করে তুলেছে চিরকালীন। মৃদু গয়না আর প্রাকৃতিক মেকআপে তিনি রাখলেন ভারসাম্য, যাতে পোশাকই হয়ে ওঠে মূল কেন্দ্রবিন্দু
গাঢ় রঙের গভীরতা আর পোশাকের গতিময় গঠন একে করে তুলেছে চিরকালীন। মৃদু গয়না আর প্রাকৃতিক মেকআপে তিনি রাখলেন ভারসাম্য, যাতে পোশাকই হয়ে ওঠে মূল কেন্দ্রবিন্দু

গোলাপি লেহেঙ্গায় স্বপ্নিল আবেদন

৮/১৩
রোমান্টিক সফট টোনের প্রেমে পড়লে এই লুকটি আপনাকেও মুগ্ধ করবে
রোমান্টিক সফট টোনের প্রেমে পড়লে এই লুকটি আপনাকেও মুগ্ধ করবে
৯/১৩
তারা বেছে নিয়েছেন হালকা গোলাপি লেহেঙ্গা, যার বেগুনি নকশা ও সূক্ষ্ম কারুকাজে এসেছে রাজকীয় আভা
তারা বেছে নিয়েছেন হালকা গোলাপি লেহেঙ্গা, যার বেগুনি নকশা ও সূক্ষ্ম কারুকাজে এসেছে রাজকীয় আভা
১০/১৩
ঘন নেকলেস, মেলানো দুল আর হালকা কার্ল করা চুল। সব মিলিয়ে এই লুক আদর্শ সংগীত বা এনগেজমেন্ট অনুষ্ঠানের জন্য। এটি এমন এক সাজ, যা একসঙ্গে মায়াবী ও উৎসবমুখর
ঘন নেকলেস, মেলানো দুল আর হালকা কার্ল করা চুল। সব মিলিয়ে এই লুক আদর্শ সংগীত বা এনগেজমেন্ট অনুষ্ঠানের জন্য। এটি এমন এক সাজ, যা একসঙ্গে মায়াবী ও উৎসবমুখর
১১/১৩
তারার প্রতিটি পোশাকেই আছে এক ধরনের ভারসাম্য। যেখানে ঐতিহ্য মিশে যায় আধুনিক সংযমে
তারার প্রতিটি পোশাকেই আছে এক ধরনের ভারসাম্য। যেখানে ঐতিহ্য মিশে যায় আধুনিক সংযমে
১২/১৩
 বিয়ের মৌসুমে যারা ঝলমলে অথচ রুচিশীল লুক খুঁজছেন, তাদের জন্য এই তারার স্টাইল অনুপ্রেরণার উৎস হতে পারে। কখনো উজ্জ্বল রঙে প্রাণচাঞ্চল্য, কখনো হালকা রঙে নরম শোভা
বিয়ের মৌসুমে যারা ঝলমলে অথচ রুচিশীল লুক খুঁজছেন, তাদের জন্য এই তারার স্টাইল অনুপ্রেরণার উৎস হতে পারে। কখনো উজ্জ্বল রঙে প্রাণচাঞ্চল্য, কখনো হালকা রঙে নরম শোভা
১৩/১৩
 সবকিছুতেই তারা প্রমাণ করেছেন, স্টাইল মানেই আত্মবিশ্বাসের এক নিঃশব্দ দীপ্তি
সবকিছুতেই তারা প্রমাণ করেছেন, স্টাইল মানেই আত্মবিশ্বাসের এক নিঃশব্দ দীপ্তি
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১২: ২৪
বিজ্ঞাপন