গ্ল্যামারাস গাউনে সাফার রাজকীয় লুক
শেয়ার করুন
ফলো করুন

দেশের ফ্যাশনিস্তা অভিনেত্রী সাফা কবিরের সাজপোশাক সব সময়ই সময়ের চেয়ে এক ধাপ এগিয়ে। গ্ল্যামারাস গাউনে বহুবার নজর কেড়েছেন তিনি। তবে এবার একেবারে অন্য রকম রূপে দেখা গেল তাঁকে ব্লেন্ডার্স চয়েস দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস-এর মঞ্চে। লাক্সারি ফ্যাশন লেবেল বাটারফ্লাই বাই সাগুফতা-র পোশাকে গ্ল্যাম লুকে ঝলক দেখালেন তিনি।

১/৬
গ্ল্যামারাস গাউনে স্টাইলিশ সাফা ফ্রেমে ধরা দিয়েছেন একদম ভিন্নরূপে
গ্ল্যামারাস গাউনে স্টাইলিশ সাফা ফ্রেমে ধরা দিয়েছেন একদম ভিন্নরূপে
বিজ্ঞাপন
২/৬
নিখুঁত এমব্রয়ডারি আর ক্রিস্টাল-বিডেড কাজের ঝলমলে বডিতে রয়েছে আকর্ষণীয় কাটআউট নকশা। জুটি হয়েছে হাতে পরা ক্রিস্টাল বসানো শিয়ার এক্সটেনশন, যা গ্ল্যামারকে আরও বাড়িয়ে দিয়েছে
নিখুঁত এমব্রয়ডারি আর ক্রিস্টাল-বিডেড কাজের ঝলমলে বডিতে রয়েছে আকর্ষণীয় কাটআউট নকশা। জুটি হয়েছে হাতে পরা ক্রিস্টাল বসানো শিয়ার এক্সটেনশন, যা গ্ল্যামারকে আরও বাড়িয়ে দিয়েছে
বিজ্ঞাপন
৩/৬
নিচের অংশে নজর কাড়ছে ফ্লোর–ছোঁয়া স্কার্ট, যার সঙ্গে আছে লম্বা ট্রেন। লাক্সারি ফ্যাশন লেবেল বাটারফ্লাই বাই সাগুফতা-র এই আউটফিটে বেশ মানিয়ে গেছে সাফাকে
নিচের অংশে নজর কাড়ছে ফ্লোর–ছোঁয়া স্কার্ট, যার সঙ্গে আছে লম্বা ট্রেন। লাক্সারি ফ্যাশন লেবেল বাটারফ্লাই বাই সাগুফতা-র এই আউটফিটে বেশ মানিয়ে গেছে সাফাকে
৪/৬
কানে পরেছেন স্টেটমেন্ট স্টাড, আর গলায় পোশাকের নিজস্ব ঝলমলে নেকলাইনের কারণে আলাদা নেকপিসের প্রয়োজন হয়নি
কানে পরেছেন স্টেটমেন্ট স্টাড, আর গলায় পোশাকের নিজস্ব ঝলমলে নেকলাইনের কারণে আলাদা নেকপিসের প্রয়োজন হয়নি
৫/৬
 চমৎকার এই সফট গ্ল্যাম মেকওভারটি এলিগ্যান্ট মেকাওভারের করা। লেন্স পরা চোখে নজর কাড়ছে ঘন মাসকারা আর কাজল, আর ঠোঁটের গ্লসি ব্রাউন লিপকালার পুরো লুককে দিয়েছে নিখুঁত ফিনিশ
চমৎকার এই সফট গ্ল্যাম মেকওভারটি এলিগ্যান্ট মেকাওভারের করা। লেন্স পরা চোখে নজর কাড়ছে ঘন মাসকারা আর কাজল, আর ঠোঁটের গ্লসি ব্রাউন লিপকালার পুরো লুককে দিয়েছে নিখুঁত ফিনিশ
৬/৬
সাফার সৌন্দর্যের অন্যতম আকর্ষণ তাঁর চুল। মাঝসিঁথি করে খুলে রাখা চুলে ফুটে উঠেছে প্রাকৃতিক আবেদন
সাফার সৌন্দর্যের অন্যতম আকর্ষণ তাঁর চুল। মাঝসিঁথি করে খুলে রাখা চুলে ফুটে উঠেছে প্রাকৃতিক আবেদন

ছবি : আকিব রহমান

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০২: ০০
বিজ্ঞাপন