দেশের ফ্যাশনিস্তা অভিনেত্রী সাফা কবিরের সাজপোশাক সব সময়ই সময়ের চেয়ে এক ধাপ এগিয়ে। গ্ল্যামারাস গাউনে বহুবার নজর কেড়েছেন তিনি। তবে এবার একেবারে অন্য রকম রূপে দেখা গেল তাঁকে ব্লেন্ডার্স চয়েস দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস-এর মঞ্চে। লাক্সারি ফ্যাশন লেবেল বাটারফ্লাই বাই সাগুফতা-র পোশাকে গ্ল্যাম লুকে ঝলক দেখালেন তিনি।
ছবি : আকিব রহমান