অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বরাবরই আগ্রহী কেয়া পায়েল। যেকোনো অবসরে, দেশ হোক কিংবা বিদেশ—চলে যান ঘুরতে। আর প্রতিটি সফরই যেন হয়ে ওঠে তাঁর ফ্যাশনের নতুন অধ্যায়। ইনস্টাগ্রামে চোখ রাখলেই দেখা যায়, জুলাই মাসজুড়ে কেয়া ধরা দিয়েছেন একাধিক লুকে। কখনো বোহেমিয়ান, কখনো শাড়ি, আবার কখনো ওয়েস্টার্ন ক্যাজুয়াল। প্রতিটি লুকে তিনি নিজস্ব ছাপ রেখেছেন। আজকের আয়োজন কেয়া পায়েলের জুলাই ফ্যাশন ডায়েরি নিয়ে। ছবির গল্পে তাঁর স্টাইলিশ লুকগুলো দেখে নিই চলুন-