৭ লুকে মোহনীয় কেয়া পায়েলের জুলাই ফ্যাশন জার্নাল
শেয়ার করুন
ফলো করুন

অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বরাবরই আগ্রহী কেয়া পায়েল। যেকোনো অবসরে, দেশ হোক কিংবা বিদেশ—চলে যান ঘুরতে। আর প্রতিটি সফরই যেন হয়ে ওঠে তাঁর ফ্যাশনের নতুন অধ্যায়। ইনস্টাগ্রামে চোখ রাখলেই দেখা যায়, জুলাই মাসজুড়ে কেয়া ধরা দিয়েছেন একাধিক লুকে। কখনো বোহেমিয়ান, কখনো শাড়ি, আবার কখনো ওয়েস্টার্ন ক্যাজুয়াল। প্রতিটি লুকে তিনি নিজস্ব ছাপ রেখেছেন। আজকের আয়োজন কেয়া পায়েলের জুলাই ফ্যাশন ডায়েরি নিয়ে। ছবির গল্পে তাঁর স্টাইলিশ লুকগুলো দেখে নিই চলুন-

১/১১
সবুজে ঘেরা বাগানে সবুজ পোশাক পরেছেন কেয়া।
সবুজে ঘেরা বাগানে সবুজ পোশাক পরেছেন কেয়া।
২/১১
সেইজ গ্রিন মিডি ড্রেসটির সঙ্গে বেশ মিনিমাম সাজে ধরা দিয়েছেন তিনি।
সেইজ গ্রিন মিডি ড্রেসটির সঙ্গে বেশ মিনিমাম সাজে ধরা দিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
৩/১১
অভিনেত্রীর এই ছবি কানাডায় তোলা। তাঁর পরনে গোলাপি পাফড স্লিভ জামা। বেশ ন্যাচারাল লুকে ধরা দিয়েছেন।
অভিনেত্রীর এই ছবি কানাডায় তোলা। তাঁর পরনে গোলাপি পাফড স্লিভ জামা। বেশ ন্যাচারাল লুকে ধরা দিয়েছেন।
৪/১১
মিষ্টি এই লুকে স্টাইল যোগ করেছে ক্রসবডি ব্যাগটি।
মিষ্টি এই লুকে স্টাইল যোগ করেছে ক্রসবডি ব্যাগটি।
বিজ্ঞাপন
৫/১১
তবে তাঁর জুলাই স্টাইল ডায়েরির এই লুকটা সবচেয়ে সেরা। রাফ ক্লিকের ছবিতে তিনি ধরা দিয়েছেন সাদা আউটফিটে।
তবে তাঁর জুলাই স্টাইল ডায়েরির এই লুকটা সবচেয়ে সেরা। রাফ ক্লিকের ছবিতে তিনি ধরা দিয়েছেন সাদা আউটফিটে।
৬/১১
পাফড স্লিভ বডিকন গাউনের শ্বেতশুভ্র লুকে কেয়া। চুলগুলো উঁচু করে বাধা। মিনিমাম মেকআপ করেছেন। কানে শোভা পাচ্ছে সিলভার স্টাড। সব মিলিয়ে যেন রূপকথার রাজকন্যার মতোই লাগছে তাঁকে।
পাফড স্লিভ বডিকন গাউনের শ্বেতশুভ্র লুকে কেয়া। চুলগুলো উঁচু করে বাধা। মিনিমাম মেকআপ করেছেন। কানে শোভা পাচ্ছে সিলভার স্টাড। সব মিলিয়ে যেন রূপকথার রাজকন্যার মতোই লাগছে তাঁকে।
৭/১১
সমুদ্রবিলাসে কেয়া বেছে নিয়েছেন লাল টপ। জুটি হয়েছে নীল ডেনিম প্যান্ট।
সমুদ্রবিলাসে কেয়া বেছে নিয়েছেন লাল টপ। জুটি হয়েছে নীল ডেনিম প্যান্ট।
৮/১১
ট্যাংক টপের ওপর লেয়ার করেছেন একই রঙের শার্ট।
ট্যাংক টপের ওপর লেয়ার করেছেন একই রঙের শার্ট।
৯/১১
প্যাস্টেল শাড়ির সঙ্গে স্লিভলেস ব্লাউজ পরেছেন অভিনেত্রী। অক্সিডাইসের চুড়িও নজর কাড়ছে।
প্যাস্টেল শাড়ির সঙ্গে স্লিভলেস ব্লাউজ পরেছেন অভিনেত্রী। অক্সিডাইসের চুড়িও নজর কাড়ছে।
১০/১১
পুলসাইডে ব্ল্যাক টি–শার্ট আর সানগ্লাস পরে পোজ দিয়েছেন স্টাইলিশ কেয়া
পুলসাইডে ব্ল্যাক টি–শার্ট আর সানগ্লাস পরে পোজ দিয়েছেন স্টাইলিশ কেয়া
১১/১১
একদম ঝলমলে আমেজে সম্প্রতি ক্যামেরাবন্দী হয়েছেন কেয়া। ফুলস্লিভ সোনালি লেহেঙ্গার সঙ্গে কানে পরেছেন স্টেটমেন্ট দুল। সফট কার্ল হেয়ারস্টাইল আর জমকালো মেকআপে যেন দ্যুতি ছড়াচ্ছেন অভিনেত্রী।
একদম ঝলমলে আমেজে সম্প্রতি ক্যামেরাবন্দী হয়েছেন কেয়া। ফুলস্লিভ সোনালি লেহেঙ্গার সঙ্গে কানে পরেছেন স্টেটমেন্ট দুল। সফট কার্ল হেয়ারস্টাইল আর জমকালো মেকআপে যেন দ্যুতি ছড়াচ্ছেন অভিনেত্রী।
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ০২: ০০
বিজ্ঞাপন