সাউথ-কুইনদের যত ঝলমলে মেটালিক লুক
শেয়ার করুন
ফলো করুন

দক্ষিণের সুন্দরী তারকা অভিনেত্রীদের মধ্যে এমনিতেই এক ধরনের জমকালো ভাব থাকে। তবে হালের ট্রেন্ড মেনে মেটালিক সাজপোশাকে একেবারে ঝকমকে রূপে দেখা যাচ্ছে দক্ষিণ থেকে শুরু করে ভূ-ভারত মাতানো তামান্না ভাটিয়া, রাশমিকা মান্দানা, পূজা হেগড়ে, শ্রিরা সরন, শ্রুতি হাসানসহ আরও সব সাউথ-কুইনকে ৷ ড্রেস, গাউন বা শাড়ির সোনালি জরি, সিকুইন বা নিটওয়্যার তো বটেই, এখন ফ্যাশন দুনিয়া কাঁপাচ্ছে মেটালিক বডিস বা একেবারে শক্ত বর্মের মতো টপ। এবারে তবে এই ঝলমলে দক্ষিণি কন্যাদের ঝকমকে রূপের কিছু ঝলক দেখে নেওয়া যাক। ছবিগুলো ইন্সটাগ্রাম থেকে নেওয়া৷

১/১২
 আরমর কোর স্টাইলে মেটালিক বডিস পরে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তামান্না ভাটিয়া
আরমর কোর স্টাইলে মেটালিক বডিস পরে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তামান্না ভাটিয়া
বিজ্ঞাপন
২/১২
পূজা হেগড়ের ডিপ নেক রূপালি মেটালিক গাউনে চোখ ধাঁধানো আকর্ষণীয় লাগছে তাঁকে
পূজা হেগড়ের ডিপ নেক রূপালি মেটালিক গাউনে চোখ ধাঁধানো আকর্ষণীয় লাগছে তাঁকে
বিজ্ঞাপন
৩/১২
শ্রিয়া সরন পরেছেন স্লিভলেস সোনালি মেটালিক বডিকন ড্রেস।
শ্রিয়া সরন পরেছেন স্লিভলেস সোনালি মেটালিক বডিকন ড্রেস।
৪/১২
অফ দ্য শোল্ডার বডিকন মেটালিক গাউনে পূজা হেগড়ে
অফ দ্য শোল্ডার বডিকন মেটালিক গাউনে পূজা হেগড়ে
৫/১২
রাশমিকা মান্দানার সোনালি মেটালিক ড্রেসে লম্বা ট্রেন আর স্ট্র্যান্ডসের ব্যবহার এটিকে আলাদা করেছে
রাশমিকা মান্দানার সোনালি মেটালিক ড্রেসে লম্বা ট্রেন আর স্ট্র্যান্ডসের ব্যবহার এটিকে আলাদা করেছে
৬/১২
কপার শেডের স্লিভলেস মেটালিক ড্রেসে পূজা হেগড়ে
কপার শেডের স্লিভলেস মেটালিক ড্রেসে পূজা হেগড়ে
৭/১২
কালো-সোনালি স্ট্রাইপের ক্রপ টপ- প্যান্টে স্মার্ট মেটালিক লুকে শ্রুতি হাসান
কালো-সোনালি স্ট্রাইপের ক্রপ টপ- প্যান্টে স্মার্ট মেটালিক লুকে শ্রুতি হাসান
৮/১২
সোনালি-রূপালি বোল্ড অফ দ্য শোল্ডার গাউনে তামান্না ভাটিয়া
সোনালি-রূপালি বোল্ড অফ দ্য শোল্ডার গাউনে তামান্না ভাটিয়া
৯/১২
চেইনমেইল প্যাটার্নের রূপালি মেটালিক কারুকাজ করা ডিপনেক ব্লাউজ আর সাউথ স্টাইল শাড়ির লুকে শ্রিয়া সরণ
চেইনমেইল প্যাটার্নের রূপালি মেটালিক কারুকাজ করা ডিপনেক ব্লাউজ আর সাউথ স্টাইল শাড়ির লুকে শ্রিয়া সরণ
১০/১২
সামান্থা রুথ প্রভু পরেছেন সোনালি মেটালিক টিস্যু শাড়ি
সামান্থা রুথ প্রভু পরেছেন সোনালি মেটালিক টিস্যু শাড়ি
১১/১২
রাশমিকা মান্দানার  বোল্ড ডিজাইনের লেহেঙ্গায় সোনালি স্নেকস্কিন প্যাটার্ন করা ফেব্রিক
রাশমিকা মান্দানার বোল্ড ডিজাইনের লেহেঙ্গায় সোনালি স্নেকস্কিন প্যাটার্ন করা ফেব্রিক
১২/১২
বহুরঙা ডিস্কো ভাইবের মেটালিক লং ড্রেসে শ্রিয়া
বহুরঙা ডিস্কো ভাইবের মেটালিক লং ড্রেসে শ্রিয়া

ছবি: তারকাদের ইন্সটাগ্রাম

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০১: ৫৯
বিজ্ঞাপন