দক্ষিণের সুন্দরী তারকা অভিনেত্রীদের মধ্যে এমনিতেই এক ধরনের জমকালো ভাব থাকে। তবে হালের ট্রেন্ড মেনে মেটালিক সাজপোশাকে একেবারে ঝকমকে রূপে দেখা যাচ্ছে দক্ষিণ থেকে শুরু করে ভূ-ভারত মাতানো তামান্না ভাটিয়া, রাশমিকা মান্দানা, পূজা হেগড়ে, শ্রিরা সরন, শ্রুতি হাসানসহ আরও সব সাউথ-কুইনকে ৷ ড্রেস, গাউন বা শাড়ির সোনালি জরি, সিকুইন বা নিটওয়্যার তো বটেই, এখন ফ্যাশন দুনিয়া কাঁপাচ্ছে মেটালিক বডিস বা একেবারে শক্ত বর্মের মতো টপ। এবারে তবে এই ঝলমলে দক্ষিণি কন্যাদের ঝকমকে রূপের কিছু ঝলক দেখে নেওয়া যাক। ছবিগুলো ইন্সটাগ্রাম থেকে নেওয়া৷
ছবি: তারকাদের ইন্সটাগ্রাম