গরমে ফুরফুরে আমেজ দেবে সাদিয়া আয়মানের এই ৭ লুক
শেয়ার করুন
ফলো করুন

সারা দেশে হিট অ্যালার্ট। তাপমাত্রা উঠতে যাচ্ছে ৪৩ ডিগ্রি পর্যন্ত। প্রয়োজন না হলে বেশিক্ষণ বাইরে রোদে অবস্থান করতে নিষেধ করা হচ্ছে আবহাওয়া অফিস থেকে। অবশ্য একেবারে না বেরিয়ে তো পারা যায় না। কাজেই হোক বা বেড়াতে, বের তো হতেও হবে। এমন গরমের দিনে সাজপোশাকের দিকে খেয়াল রাখলে মিলবে ফুরফুরে আমেজ। হালকা মেকআপ আর ন্যাচারাল লুকের সঙ্গে ছিমছাম ড্রেস সেন্সের জন্য দেশের নতুন প্রজন্মের অভিনেত্রী সাদিয়া আয়মানের আলাদা সুনাম রয়েছে। গরমকালে স্বস্তিকর সাজপোশাকের জন্য সাদিয়ার এই ৭ লুক হতে পারে অনুপ্রেরণা। ছবিগুলো এই অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে পাওয়া।

বিজ্ঞাপন
১/১৩
হালকা মেক আপের সঙ্গে ছোট দুল। সুতির অফ হোয়াইট কামিজের সঙ্গে চোখ জুড়ানো সবুজ ওড়না
হালকা মেক আপের সঙ্গে ছোট দুল। সুতির অফ হোয়াইট কামিজের সঙ্গে চোখ জুড়ানো সবুজ ওড়না
বিজ্ঞাপন
২/১৩
সুতির আরামদায়ক শার্ট পরেছেন সাদিয়া। কানে গোঁজা ফুল। সানস্ক্রিন দিতে হবে এমন রোদে গেলে
সুতির আরামদায়ক শার্ট পরেছেন সাদিয়া। কানে গোঁজা ফুল। সানস্ক্রিন দিতে হবে এমন রোদে গেলে
৩/১৩
সুতির নীল ড্রেসে সাদিয়া। গরম আবহাওয়া মোকাবিলায় সঙ্গে রেখেছেন শীতল পানীয়
সুতির নীল ড্রেসে সাদিয়া। গরম আবহাওয়া মোকাবিলায় সঙ্গে রেখেছেন শীতল পানীয়
৪/১৩
ফুরফুরে সাজ একেই বলে। সাদা গোলাপি সুতির সালওয়ার কামিজে সাদিয়া
ফুরফুরে সাজ একেই বলে। সাদা গোলাপি সুতির সালওয়ার কামিজে সাদিয়া
৫/১৩
সুতির শাড়ি আর ব্লাউজে আরাম আর স্টাইল সুটাই হয়েছে এখানে
সুতির শাড়ি আর ব্লাউজে আরাম আর স্টাইল সুটাই হয়েছে এখানে
৬/১৩
সাদা কুর্তি পরেছেন সাদিয়া এখানে।
সাদা কুর্তি পরেছেন সাদিয়া এখানে।
৭/১৩
ফুলেল প্রিন্টের কামিজে সাদিয়া
ফুলেল প্রিন্টের কামিজে সাদিয়া
৮/১৩
দাওয়াতে এমন সাজ চোখ জুড়াবে, স্বস্তি দেবে এই গরমে। সাদা শাড়ির সাজে মোহনীয় সাদিয়া।
দাওয়াতে এমন সাজ চোখ জুড়াবে, স্বস্তি দেবে এই গরমে। সাদা শাড়ির সাজে মোহনীয় সাদিয়া।
৯/১৩
বেগুনি কামিজ, সাদা ওড়নায় চোখের আরাম দিচ্ছেন সাদিয়া আয়মান
বেগুনি কামিজ, সাদা ওড়নায় চোখের আরাম দিচ্ছেন সাদিয়া আয়মান
১০/১৩
নীল শাড়ির পরিপাটি লুকে সাদিয়া
নীল শাড়ির পরিপাটি লুকে সাদিয়া
১১/১৩
চলতে পারে আরামদায়ক টিশার্ট
চলতে পারে আরামদায়ক টিশার্ট
১২/১৩
সাদা পোশাক আরাম দেবে এসময়।
সাদা পোশাক আরাম দেবে এসময়।
১৩/১৩
রঙিন সুতির পোশাকও বেছে নিতে পারেন সাদিয়া আয়মানের মতো
রঙিন সুতির পোশাকও বেছে নিতে পারেন সাদিয়া আয়মানের মতো
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৪, ০৫: ৪৯
বিজ্ঞাপন