সারা দেশে হিট অ্যালার্ট। তাপমাত্রা উঠতে যাচ্ছে ৪৩ ডিগ্রি পর্যন্ত। প্রয়োজন না হলে বেশিক্ষণ বাইরে রোদে অবস্থান করতে নিষেধ করা হচ্ছে আবহাওয়া অফিস থেকে। অবশ্য একেবারে না বেরিয়ে তো পারা যায় না। কাজেই হোক বা বেড়াতে, বের তো হতেও হবে। এমন গরমের দিনে সাজপোশাকের দিকে খেয়াল রাখলে মিলবে ফুরফুরে আমেজ। হালকা মেকআপ আর ন্যাচারাল লুকের সঙ্গে ছিমছাম ড্রেস সেন্সের জন্য দেশের নতুন প্রজন্মের অভিনেত্রী সাদিয়া আয়মানের আলাদা সুনাম রয়েছে। গরমকালে স্বস্তিকর সাজপোশাকের জন্য সাদিয়ার এই ৭ লুক হতে পারে অনুপ্রেরণা। ছবিগুলো এই অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে পাওয়া।