
তারকাদের সাজপোশাক নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। আমাদের তারকারা বিভিন্ন অনুষ্ঠানে শাড়ি বা এথনিক ওয়্যারের পাশাপাশি গাউনের গ্ল্যামারাস লুকেও দেখা দেন। আর আমাদের দেশের ডিজাইনাররাই তৈরি করেন এসব পোশাক। আকর্ষণীয় অফ দ্য শোল্ডার, থাই স্লিট আর বডিকন গাউনের বিদেশি লুকে আবেদন ছড়ান প্রায়ই আমাদের দেশি তারকারা। বেশির ভাগ ক্ষেত্রে তারকাদের পছন্দ মনোক্রোম লুক। স্যাটিন আর সিকুইনের কাজ প্রাধান্য পেয়েছে এসব গাউনে। দেশি তারকাদের সেরা গাউন লুক দেখে নিই চলুন...









