আন্তর্জাতিক ছোঁয়ায় দেশি গ্ল্যামার: বছর জুড়ে তারকাদের সেরা গাউন লুক
শেয়ার করুন
ফলো করুন

তারকাদের সাজপোশাক নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। আমাদের তারকারা বিভিন্ন অনুষ্ঠানে শাড়ি বা এথনিক ওয়্যারের পাশাপাশি গাউনের গ্ল্যামারাস লুকেও দেখা দেন। আর আমাদের দেশের ডিজাইনাররাই তৈরি করেন এসব পোশাক। আকর্ষণীয় অফ দ্য শোল্ডার, থাই স্লিট আর বডিকন গাউনের বিদেশি লুকে আবেদন ছড়ান প্রায়ই আমাদের দেশি তারকারা। বেশির ভাগ ক্ষেত্রে তারকাদের পছন্দ মনোক্রোম লুক। স্যাটিন আর সিকুইনের কাজ প্রাধান্য পেয়েছে এসব গাউনে। দেশি তারকাদের সেরা গাউন লুক দেখে নিই চলুন...

১/১০
অফ শোল্ডার আর সাইড স্লিট হলুদ গাউনে আকর্ষণ ছড়াচ্ছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা
অফ শোল্ডার আর সাইড স্লিট হলুদ গাউনে আকর্ষণ ছড়াচ্ছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা
বিজ্ঞাপন
২/১০
 কেপ দেওয়া নীল গাউনের লুকে মোহ জাগাচ্ছেন স্টাইলিশ অভিনেত্রী বিদ্যা সিনহা মিম
কেপ দেওয়া নীল গাউনের লুকে মোহ জাগাচ্ছেন স্টাইলিশ অভিনেত্রী বিদ্যা সিনহা মিম
বিজ্ঞাপন
৩/১০
পূজা চেরির পরনে স্ট্র্যাপলেস ব্ল্যাক কোরসেট গাউ । লুকের আসল আকর্ষণ গাউনের সঙ্গে জড়ানো ক্রিম শেডের বিশাল ফুলেল ট্রেন। যেন হাতে গড়া অসংখ্য বড় গোলাপ গায়ে জড়িয়ে নিয়েছেন তিনি। অর্গাঞ্জা ফেব্রিকের থ্রি-ডি ফুলগুলো গাউনটিকে দিয়েছে এক চমৎকার ড্রামাটিক আমেজ
পূজা চেরির পরনে স্ট্র্যাপলেস ব্ল্যাক কোরসেট গাউ । লুকের আসল আকর্ষণ গাউনের সঙ্গে জড়ানো ক্রিম শেডের বিশাল ফুলেল ট্রেন। যেন হাতে গড়া অসংখ্য বড় গোলাপ গায়ে জড়িয়ে নিয়েছেন তিনি। অর্গাঞ্জা ফেব্রিকের থ্রি-ডি ফুলগুলো গাউনটিকে দিয়েছে এক চমৎকার ড্রামাটিক আমেজ
৪/১০
জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর সৌন্দর্য নিয়ে নতুন করে কিছুই বলার নেই। তিনি ধরা দিয়েছেন টারকোয়েজ রঙের চোখজুড়ানো গাউনে। প্রায় ফ্লোর–ছোয়া এই গাউনের অফ শোল্ডার ডিজাইন বিশেষভাবে নজর কাড়ছে। রুপালি সিকুইনে সজ্জিত বডিস পুরো লুকটিতে এনেছে ভিন্ন আবেদন
জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর সৌন্দর্য নিয়ে নতুন করে কিছুই বলার নেই। তিনি ধরা দিয়েছেন টারকোয়েজ রঙের চোখজুড়ানো গাউনে। প্রায় ফ্লোর–ছোয়া এই গাউনের অফ শোল্ডার ডিজাইন বিশেষভাবে নজর কাড়ছে। রুপালি সিকুইনে সজ্জিত বডিস পুরো লুকটিতে এনেছে ভিন্ন আবেদন
৫/১০
মন্দিরা চক্রবর্তী দেশি-বিদেশি সব লুকেই সমান আবেদনময়ী। গাঢ় কফিরঙা বডিকন গাউন পরেছেন তিনি। বডিসে গ্যদার্ড ফেব্রিক আর এম্বেলিশমেন্ট দেখা যাচ্ছে
মন্দিরা চক্রবর্তী দেশি-বিদেশি সব লুকেই সমান আবেদনময়ী। গাঢ় কফিরঙা বডিকন গাউন পরেছেন তিনি। বডিসে গ্যদার্ড ফেব্রিক আর এম্বেলিশমেন্ট দেখা যাচ্ছে
৬/১০
ফো ফার দেওয়া ওয়ান শোল্ডার ক্রিমসন গাউনে আবেদনময়ী জয়া আহসান
ফো ফার দেওয়া ওয়ান শোল্ডার ক্রিমসন গাউনে আবেদনময়ী জয়া আহসান
৭/১০
চোখধাঁধানো শারীরিক সৌন্দর্য আর সুন্দর মুখশ্রীতে অভিনেত্রী নুসরাত ফারিয়ার গোলাপি গাউনের লুক আসলেই সম্মোহন করার মতো। ওয়ান শোল্ডার আর কোরসেট স্টাইল বডিস এই গাউনের বিশেষত্ব।
চোখধাঁধানো শারীরিক সৌন্দর্য আর সুন্দর মুখশ্রীতে অভিনেত্রী নুসরাত ফারিয়ার গোলাপি গাউনের লুক আসলেই সম্মোহন করার মতো। ওয়ান শোল্ডার আর কোরসেট স্টাইল বডিস এই গাউনের বিশেষত্ব।
৮/১০
গ্ল্যামারাস গাউনে স্টাইলিশ সাফা কবির ফ্রেমে ধরা দিয়েছেন একদম ভিন্নরূপে। নিখুঁত এমব্রয়ডারি আর ক্রিস্টাল-বিডেড কাজের ঝলমলে বডিতে রয়েছে আকর্ষণীয় কাটআউট নকশা। জুটি হয়েছে হাতে পরা ক্রিস্টাল বসানো শিয়ার এক্সটেনশন। নিচের অংশে নজর কাড়ছে ফ্লোর–ছোঁয়া স্কার্ট, যার সঙ্গে আছে লম্বা ট্রেন
গ্ল্যামারাস গাউনে স্টাইলিশ সাফা কবির ফ্রেমে ধরা দিয়েছেন একদম ভিন্নরূপে। নিখুঁত এমব্রয়ডারি আর ক্রিস্টাল-বিডেড কাজের ঝলমলে বডিতে রয়েছে আকর্ষণীয় কাটআউট নকশা। জুটি হয়েছে হাতে পরা ক্রিস্টাল বসানো শিয়ার এক্সটেনশন। নিচের অংশে নজর কাড়ছে ফ্লোর–ছোঁয়া স্কার্ট, যার সঙ্গে আছে লম্বা ট্রেন
৯/১০
মেজেন্টা–পিংক ফুলস্লিভ গাউনে মিষ্টি অভিনেত্রী সাবিলা নূর
মেজেন্টা–পিংক ফুলস্লিভ গাউনে মিষ্টি অভিনেত্রী সাবিলা নূর
১০/১০
নজরকাড়া হেমলাইনের টপ আর থাই স্লিট স্যাটিনের স্কার্টের মেলবন্ধনে তৈরি হয়েছে তানজিন তিশার এই গাউন। লুকের হাইলাইট তাঁর রেট্রো ঘরানার বাটারফ্লাই এমবেলিশমেন্টের হিল
নজরকাড়া হেমলাইনের টপ আর থাই স্লিট স্যাটিনের স্কার্টের মেলবন্ধনে তৈরি হয়েছে তানজিন তিশার এই গাউন। লুকের হাইলাইট তাঁর রেট্রো ঘরানার বাটারফ্লাই এমবেলিশমেন্টের হিল
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ০৪: ৩৯
বিজ্ঞাপন