বাড়তি ওজন ঝরিয়ে বি-টাউনের হটগার্ল হয়ে উঠেছেন এই পাঞ্জাবি সুন্দরী
শেয়ার করুন
ফলো করুন

বাড়তি ওজন ঝরানোর পর সুপারফিট বলা যায় এখন বি-টাউনের কিউট অভিনেত্রী শেহনাজ গিলকে। সম্প্রতি আবেদনময় সব ডিজাইনার পোশাকে উষ্ণতা ছড়াচ্ছেন এই বলিউড সুন্দরী। পাঞ্জাবি বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী শেহনাজ গিল। হাসিখুশি, প্রাণোচ্ছল আর মজা করে কথা বলার কারণে সবার কাছে বেশ প্রিয় তিনি। স্থূলকায়া না হলেও কিছুটা ভরভরন্ত শারীরিক গড়ন আর নাদুসনুদুস গালের কারণে তাঁকে কিউট তকমা দেওয়া হয় বেশির ভাগ সময়। তবে সম্প্রতি ৬ মাসে ১২ কেজি ওজন কমিয়ে ঝরঝরে হয়ে উঠেছেন এই বলিউড সুন্দরী। আর নিজের নতুন করে খুঁজে পাওয়া অনন্য আবেদনময় শারীরিক সৌন্দর্য উদযাপনও করছেন প্রাণ খুলে। প্রায়ই তাঁকে আমরা ইনস্টাগ্রামের তাপমান বাড়িয়ে দেওয়া আকর্ষণীয় সব পোশাকে লাস্যময়ী ভঙ্গিমায় দেখতে পাই। আর অতিসম্প্রতি তিনি নেট দুনিয়ায় উষ্ণতা ছড়িয়েছেন নজরকাড়া সব পোশাকে। চলুন তবে এবারে দেখে নেই বিটাউনের হটগার্ল শেহনাজের আবেদনময় কিছু লুক।

১/১৩
আম্বানিদের বিয়েতে শেহনাজ পরেছিলেন সোনালি এই ঝলমলে শাড়ি
আম্বানিদের বিয়েতে শেহনাজ পরেছিলেন সোনালি এই ঝলমলে শাড়ি
বিজ্ঞাপন
২/১৩
পরিপাটি সাদা টপ আর কালো প্রিন্টের মিনি স্কার্ট পরেছেন তিনি
পরিপাটি সাদা টপ আর কালো প্রিন্টের মিনি স্কার্ট পরেছেন তিনি
বিজ্ঞাপন
৩/১৩
করসেট প্যাটার্নের হলটারনেক ফিউশন ওয়্যারে আবেদনময়ীও শেহনাজ
করসেট প্যাটার্নের হলটারনেক ফিউশন ওয়্যারে আবেদনময়ীও শেহনাজ
৪/১৩
অল ব্ল্যাক লুকে স্কোয়াট পোজে দেখা যাচ্ছে শেহনাজকে
অল ব্ল্যাক লুকে স্কোয়াট পোজে দেখা যাচ্ছে শেহনাজকে
৫/১৩
ডিপনেক সোনালি গাউনে সাড়া ফেলেছিলেন শেহনাজ এই লুকে
ডিপনেক সোনালি গাউনে সাড়া ফেলেছিলেন শেহনাজ এই লুকে
৬/১৩
ফিশটেইল গাউনে আকর্ষণীয় লাগছেন এই অভিনেত্রী
ফিশটেইল গাউনে আকর্ষণীয় লাগছেন এই অভিনেত্রী
৭/১৩
সাদা ওয়ান শোল্ডার ড্রেসে শেহনাজ। সঙ্গে ম্যাচিং শুজ।
সাদা ওয়ান শোল্ডার ড্রেসে শেহনাজ। সঙ্গে ম্যাচিং শুজ।
৮/১৩
অলিভ রঙের বডিকন ড্রেসে সুন্দরী এই অভিনেত্রী
অলিভ রঙের বডিকন ড্রেসে সুন্দরী এই অভিনেত্রী
৯/১৩
মেটালিক ফিউশন শাড়ির লুকে শেহনাজ
মেটালিক ফিউশন শাড়ির লুকে শেহনাজ
১০/১৩
সবুজ ফেদার ডিটেইলিং নজর কাড়ছে এই লুকে
সবুজ ফেদার ডিটেইলিং নজর কাড়ছে এই লুকে
১১/১৩
ফো লেদারের জ্যাকেট ড্রেসে আবেদন ছড়াচ্ছেন শেহনাজ
ফো লেদারের জ্যাকেট ড্রেসে আবেদন ছড়াচ্ছেন শেহনাজ
১২/১৩
ডিপ নেক এথনিক ওয়্যার পরেছেন তিনি
ডিপ নেক এথনিক ওয়্যার পরেছেন তিনি
১৩/১৩
ব্যাকলেস হলুদ গাউনে আবেদনময়ী শেহনাজ
ব্যাকলেস হলুদ গাউনে আবেদনময়ী শেহনাজ

ছবি: শেহনাজ গিলের ইন্সটাগ্রাম

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ০২: ৩৫
বিজ্ঞাপন