
পশুপ্রেমী নওশাবা। পরিবেশ বাঁচানোর প্রত্যয় অদম্য তাঁর মধ্যে। অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ আছেন ন্যায়ের পক্ষে প্রতিবাদে। তিনি আছেন সম্প্রীতির বার্তা নিজের কাজের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ব্রতে। বলা যায়, ইতিবাচক আর কল্যাণমূলক সব কাজের সঙ্গে আছেন এই অভিনেত্রী। অভিনয়শৈলীতেও তিনি নজর কাড়েন সবসময়। কিন্তু খেয়ালী নওশাবার সেসব নিয়ে অত হেলদোল নেই। প্রকৃতি আর নিজের কন্যা প্রকৃতিকে ঘিরেই তাঁর জীবন। পরিবারকেন্দ্রিক মানুষ তিনি। তবে ভালোবাসেন সমগ্র পৃথিবীকে। তাঁর মতো করে। নওশাবার সৌন্দর্যও অন্যরকম। আলাদা লুকে মায়াময় কিছু ছবিতে চলুন দেখে নিই এই বার্থডে গার্লকে। আজ তাঁর জন্মদিনে হাল ফ্যাশন ভালোবাসা জানাচ্ছে অফুরান।








ছবি: নওশাবার ফেসবুক ও ইন্সটাগ্রাম