আবেদনময় দুই লুকে নতুন করে নজর কাড়লেন এক সময়ের তুমুল জনপ্রিয় এই চিত্রনায়িকা
শেয়ার করুন
ফলো করুন

একসময় একের পর এক সিনেমায় অভিনয় করে ঢালিউড কাঁপিয়েছেন মাহিয়া মাহি। ‘ভালোবাসার রং’ সিনেমার মাধ্যমে শুরুটা, এরপর নায়িকা হিসেবে টানা কাজ, আবার রাজনীতির ময়দানেও দেখা গেছে তাঁকে। যদিও এখন বড় পর্দায় অনুপস্থিত; তবে মাহি নিজের অস্তিত্ব জানান দেন সোশ্যাল মিডিয়ায়—স্ট্যাটাস আর ছবি শেয়ারের মাধ্যমে। একাধিক ব্যক্তিগত অধ্যায়ের ভেতর দিয়ে যাওয়া এই তারকা বারবার ফিরে এসেছেন নতুন রূপে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা আর ট্রেন্ড অনুযায়ী নিজেকে সাজিয়ে তোলার দৃষ্টান্ত হয়ে উঠেছেন তিনি। ইনস্টাগ্রামে পোস্ট করা দুটি লুকই বলে দিচ্ছে মাহি এখনো ফ্যাশনে সচেতন, তিনি জানেন কীভাবে নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে হয়।

ল্যাভেন্ডার গাউনে রেট্রো গ্ল্যাম

১/৭
  ল্যাভেন্ডার গাউনে মাহির এই লুক বেশ ড্রামাটিক। ক্ল্যাসিক হলিউড গ্ল্যাম ফুটে উঠেছে তাঁর পোজে
ল্যাভেন্ডার গাউনে মাহির এই লুক বেশ ড্রামাটিক। ক্ল্যাসিক হলিউড গ্ল্যাম ফুটে উঠেছে তাঁর পোজে
২/৭
ছড়ানো গভীর নেকলাইন, প্লিটেড নকশা আর সামনের একপাশে নেমে আসা লেয়ারড রাফল—সব মিলিয়ে গাউনের প্রতিটি ফিচার বেশ সুন্দরভাবে ক্যারি করেছেন মাহি
ছড়ানো গভীর নেকলাইন, প্লিটেড নকশা আর সামনের একপাশে নেমে আসা লেয়ারড রাফল—সব মিলিয়ে গাউনের প্রতিটি ফিচার বেশ সুন্দরভাবে ক্যারি করেছেন মাহি
৩/৭
সফট গ্ল্যাম মেকআপ পছন্দ মাহির এই আউটফিটের সঙ্গে। আইলাইনার আর শিমারি আইশ্যাড দেওয়া তাঁর চোখে। নিখুঁত আইব্রো শেপও নজর কাড়ছে, ঠোঁট সাজিয়েছেন গোলাপি লিপকালারে। আর চুলগুলো ব্যাক ব্রাশ স্টাইলে ছেড়ে রাখা।
সফট গ্ল্যাম মেকআপ পছন্দ মাহির এই আউটফিটের সঙ্গে। আইলাইনার আর শিমারি আইশ্যাড দেওয়া তাঁর চোখে। নিখুঁত আইব্রো শেপও নজর কাড়ছে, ঠোঁট সাজিয়েছেন গোলাপি লিপকালারে। আর চুলগুলো ব্যাক ব্রাশ স্টাইলে ছেড়ে রাখা।
৪/৭
একেবারেই মিনিমাল জুয়েলারি পরেছেন মাহি। শুধু কানে সাদা স্টোনের স্টাড বেছে নিয়েছেন। সময়ের সঙ্গে ট্রেন্ড মেনে নিজেকে ফ্যাশনেবলভাবে উপস্থাপন করার জন্য মাহি সব সময় প্রশংসার দাবিদার।
একেবারেই মিনিমাল জুয়েলারি পরেছেন মাহি। শুধু কানে সাদা স্টোনের স্টাড বেছে নিয়েছেন। সময়ের সঙ্গে ট্রেন্ড মেনে নিজেকে ফ্যাশনেবলভাবে উপস্থাপন করার জন্য মাহি সব সময় প্রশংসার দাবিদার।
বিজ্ঞাপন

কালো শাড়িতে মাহির গ্ল্যামারাস উপস্থিতি

৫/৭
মাহি পরেছেন একটি শিয়ার ব্ল্যাক শাড়ি আর ম্যাচিং ব্লাউজ। বিশেষ নজর কাড়ছে শাড়ির পাড়জুড়ে থাকা বিডসের কাজ আর বডিতে থাকা ফুলেল অ্যাপ্লিকে।
মাহি পরেছেন একটি শিয়ার ব্ল্যাক শাড়ি আর ম্যাচিং ব্লাউজ। বিশেষ নজর কাড়ছে শাড়ির পাড়জুড়ে থাকা বিডসের কাজ আর বডিতে থাকা ফুলেল অ্যাপ্লিকে।
৬/৭
তবে পুরো লুকের অন্যতম আকর্ষণ নিঃসন্দেহে তাঁর স্টেটমেন্ট নেকপিসটি। মাল্টিকালার স্টোনে সাজানো চোকারটিতে মাহিয়াকে বেশ মানিয়েছে।
তবে পুরো লুকের অন্যতম আকর্ষণ নিঃসন্দেহে তাঁর স্টেটমেন্ট নেকপিসটি। মাল্টিকালার স্টোনে সাজানো চোকারটিতে মাহিয়াকে বেশ মানিয়েছে।
৭/৭
ন্যুড টোনের মেকআপে গ্ল্যাম আমেজ ফুটে উঠেছে স্পষ্ট। চুল বাঁধা হয়েছে উঁচু করে।
ন্যুড টোনের মেকআপে গ্ল্যাম আমেজ ফুটে উঠেছে স্পষ্ট। চুল বাঁধা হয়েছে উঁচু করে।
বিজ্ঞাপন
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ০২: ০০
বিজ্ঞাপন