শ্বেতশুভ্র সাজপোশাক মানেই এক সম্মোহনী আমেজ। কালো বা লাল যেমন আকর্ষণের পারদ তুলে দেয়, তেমনি সাদা আবার টানে এক অন্যরকম জাদুতে। তাই তো যুগ যুগ ধরে নারীরা নিজেদেরকে সাদা সাজপোশাকে সাজিয়েছেন। তারকারাও এর ব্যতিক্রম নন। দক্ষিণের সুন্দরী অভিনেত্রী মালবিকা মোহনানের সৌন্দর্যে এমনিতেই মজে থাকেন ভক্তরা। আবেদনময় মুখশ্রী আর ধারালো ফিগারে তিনি নজর কাড়েন সব ধরনের পোশাকে। আর সাদার প্রতি এই অভিনেত্রীর আছে আলাদা রকমের টান। তাই তো মিনি ড্রেস থেকে শুরু করে শাড়ির লুকে সাদার নানা শেড বেছে নেন তিনি প্রায়ই। কোরা সাদা হোক অথবা অফহোয়াইট আর ধবধবে সাদা, মালবিকার সাদা জাদুতে সম্মোহিত না হয়ে উপায় নেই।
ছবি: মালবিকা মোহানানের ইন্সটাগ্রাম