জেনজি অভিনেত্রী আইশা খান। নাটকে আজকাল বেশ জনপ্রিয় তিনি। বুক পকেটের গল্প দিয়ে একেবারে লাইমলাইটে এসেছেন তিনি। এরপর ভয়াল সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক। সৌন্দর্য মাঝে মাঝে শুধু চোখই জুড়ায় না, মনও জুড়ায়। জেনজি অভিনেত্রী আইশা খানের বেলায় তা বলা যায়। আজ ২৫ জুলাই তাঁর জন্মদিন। চলুন আইশার কিছু মনজুড়ানো লুক দেখে আসি ইন্সটাগ্রাম থেকে।
ছবি: আইশার ইন্সটাগ্রাম