আজ এই মিষ্টি হাসির জেনজি অভিনেত্রীর জন্মদিন, দেখুন তাঁর ১০টি মনজুড়ানো লুক
শেয়ার করুন
ফলো করুন

জেনজি অভিনেত্রী আইশা খান। নাটকে আজকাল বেশ জনপ্রিয় তিনি। বুক পকেটের গল্প দিয়ে একেবারে লাইমলাইটে এসেছেন তিনি। এরপর ভয়াল সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক। সৌন্দর্য মাঝে মাঝে শুধু চোখই জুড়ায় না, মনও জুড়ায়। জেনজি অভিনেত্রী আইশা খানের বেলায় তা বলা যায়। আজ ২৫ জুলাই তাঁর জন্মদিন। চলুন আইশার কিছু মনজুড়ানো লুক দেখে আসি ইন্সটাগ্রাম থেকে।

১/১০
সবার মাঝে আলাদা করে চোখে পড়ে জেওনিজি অভিনেত্রী আইশা খানের দিকে। তাঁর ল্যাভেন্ডার ড্রেসের লুকটি বড়ই স্নিগ্ধ
সবার মাঝে আলাদা করে চোখে পড়ে জেওনিজি অভিনেত্রী আইশা খানের দিকে। তাঁর ল্যাভেন্ডার ড্রেসের লুকটি বড়ই স্নিগ্ধ
বিজ্ঞাপন
২/১০
অ্যাসিমেট্রিক ফ্লেয়ার টপের শারারা সেটের সঙ্গে আইশা পরেছেন টানা নথ আর বড় হুপ দুল। বুক পকেটের গল্পের সিগ্নেচার হয়ে গিয়েছে এই গয়নার লুকটি তাঁর
অ্যাসিমেট্রিক ফ্লেয়ার টপের শারারা সেটের সঙ্গে আইশা পরেছেন টানা নথ আর বড় হুপ দুল। বুক পকেটের গল্পের সিগ্নেচার হয়ে গিয়েছে এই গয়নার লুকটি তাঁর
বিজ্ঞাপন
৩/১০
পার্পল নেটের সালওয়ার কামিজের সঙ্গে কে-পপ ঘরানার হেয়ারস্টাইল করেছেন তিনি।
পার্পল নেটের সালওয়ার কামিজের সঙ্গে কে-পপ ঘরানার হেয়ারস্টাইল করেছেন তিনি।
৪/১০
লাল শাড়িতে মোহনীয় আইশা
লাল শাড়িতে মোহনীয় আইশা
৫/১০
হেডস্কার্ফ আর ফিউশন স্টাইল টপ পরেছেন এই জেনজি অভিনেত্রী
হেডস্কার্ফ আর ফিউশন স্টাইল টপ পরেছেন এই জেনজি অভিনেত্রী
৬/১০
হাই ওয়েস্ট জিন্স আর নেভি ব্লু ফুল শার্টে আইশা
হাই ওয়েস্ট জিন্স আর নেভি ব্লু ফুল শার্টে আইশা
৭/১০
কালো জামদানি, সাদা স্লিভলেস টপ আর অক্সিডাইজড নেকপিসে নজর কাড়ছেন এই মিষ্টি মেয়ে
কালো জামদানি, সাদা স্লিভলেস টপ আর অক্সিডাইজড নেকপিসে নজর কাড়ছেন এই মিষ্টি মেয়ে
৮/১০
সাদামাটা বাসন্তী সুতির শাড়িতে তিনি সমান সুন্দর
সাদামাটা বাসন্তী সুতির শাড়িতে তিনি সমান সুন্দর
৯/১০
স্টাইলিশ টপ আর স্কার্টের লুকে দেখা যাচ্ছে আইশাকে
স্টাইলিশ টপ আর স্কার্টের লুকে দেখা যাচ্ছে আইশাকে
১০/১০
হেয়ারকাট নিয়ে কিছু নিরীক্ষাও করেন তিনি। তবে মনজুড়ানো সব লুকেই তিনি অনন্যা
হেয়ারকাট নিয়ে কিছু নিরীক্ষাও করেন তিনি। তবে মনজুড়ানো সব লুকেই তিনি অনন্যা

ছবি: আইশার ইন্সটাগ্রাম

প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ১৩: ১১
বিজ্ঞাপন