১.৪ বিলিয়ন ডলার মূল্যমানের সম্পদ রয়েছে তাঁর। তিনিই বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতা। ফোর্বসের হিসাব তো তাই বলছে। আচ্ছা, আপনাকে যদি জিজ্ঞেস করি, বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতা কে? আপনি হয়তো শাহরুখ খান, টম ক্রুজ, ডুয়েইন জনসন বা এমন কারো কথা ভাববেন।
অথচ মাত্র একটি হিট সিরিজ দিয়ে বিশ্বের সবচেয়ে বেশি সম্পদশালী অভিনেতা হয়েছেন এই ব্যক্তি। নাম তাঁর টাইলার পেরি। কী, অবাক হলেন তো? 'হাহাহা, এটাই বাস্তব'। এই নাম যে শুনছেন, সেই অবাক হচ্ছেন ।
তবে তাঁর এই পৃথিবীর সবচেয়ে সম্পদশালী অভিনেতা হওয়ার পেছনে কিছু কারণ রয়েছে। টাইলার যে শুধু অভিনেতা, তা কিন্তু নয়। তিনি একাধারে অভিনয়, চলচ্চিত্র নির্মাণ ও নাটক পরিচালনা করেন। আর ব্লুমবার্গ ও ফোর্বসের মতো সর্বজনস্বীকৃত সোর্স বলছে, তাঁর মোট সম্পদ বিশ্বের যেকোনো পুরুষ অভিনেতার চেয়ে বেশি।
এখানেই বিস্ময়ের শেষ হচ্ছে না। তাঁর ঠিক পরেই আছেন কমেডি অভিনেতা সাইনফিল্ড। তাঁর মোট সম্পদ ১ বিলিয়ন ডলার। এই দুই চমকে দেওয়া নামের পরেই তালিকায় রয়েছেন সুপারস্টার ডুয়েইন জনসন। তাঁর সম্পদের পরিমাণ ৮৯০ মিলিয়ন ডলার। তাঁর ঘাড়ের কাছেই নিঃশ্বাস ফেলছেন দুই অত্যন্ত জনপ্রিয় তারকা শাহরুখ খান (৮৭০ মিলিয়ন) আর টম ক্রুজ (৮০০ মিলিয়ন)। অথচ সবাই হয়তো ভাববেন, এই দুইজনের একজনই বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতা।
এবার আসি টাইলরের কথায়। মাডিয়া নামের এক কৃষ্ণাঙ্গ, মধ্যবয়সী আর শক্তিশালী নারী চরিত্র দিয়েই তিনি বাজিমাত করেছেন। ১৯৯৯ থেকে এই চরিত্রকে ঘিরে ১১টি মঞ্চনাটক বানানো হয়। এরপর ২০০৫ সাল থেকে নির্মিত হয় মাডিয়ার ১২টি সিনেমা। আর বলাই বাহুল্য এই সুপারহিট চরিত্র মাডিয়ার ভূমিকায় অভিনয় করেছেন টাইলার স্বয়ং।
টিভিতে বিভিন্ন শোয়ে মাডিয়া রূপে আমন্ত্রিত হন এই অভিনেতা। আর এসব থেকে পাওয়া অর্থই তাঁকে পৃথিবীর সবচেয়ে সম্পদশালী অভিনেতা বানিয়েছে।
এছাড়া টাইলরের আছে নিজের স্টুডিও। তাই প্রোডাকশনে কম খরচ হয় তাঁর। নিজেই নির্মাতা বলে সবকিছু গুছিয়ে করতে পারেন নিজের মতো। অন্যদের হিসেব অনুযায়ী চলতে গিয়ে আলগা খরচ হয় না তাঁর। সব মিলিয়ে এরকম অনেক কারণই আছে, যা টাইলরকে এত ধনী করেছে।
সূত্র: ফোর্বস, হিন্দুস্তান টাইমস
ছবি: টাইলারের ইন্সটাগ্রাম