জাস্টিন ট্রুডো আর সদ্য সিঙ্গেল হওয়া কেটি পেরির ভাইরাল ডিনার ডেট
শেয়ার করুন
ফলো করুন

হাসি যেন আর ধরছিল না দুজনেরই। প্রায় দুই ঘন্টা সময় কাটিয়েছেন তাঁরা ডিনার ডেটে। আর দুজনেই বিশ্বের অত্যন্ত হাই প্রোফাইল ব্যক্তিত্ব হওয়ায় এখন রীতিমতো ভাইরাল এই নৈশ ভোজের গল্প। তাঁদের একজন হচ্ছেন বিশ্বের সবচেয়ে এলিজিবল ব্যাচেলর, প্রাক্তন কানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আর আরেকজন হলেন বহুদিন সম্পর্কে থাকার পরে সদ্য সিঙ্গেল হয়ে যাওয়া তারকা কেটি পেরি।

পাপারাজ্জিদের ক্যামেরাইয় এভাবেই ধরা পড়েন কেতি পেরি ও জাস্টিন ট্রুডো
পাপারাজ্জিদের ক্যামেরাইয় এভাবেই ধরা পড়েন কেতি পেরি ও জাস্টিন ট্রুডো

ফাইন ডাইনিং রেস্তোরা লে ভিওলনে এই ডেটে গিয়েছেন তাঁরা। রেস্তোরাঁটির কমিউনিকেশন কনসালট্যান্ট সামান্থা জিন বিষয়টি কনফার্ম করেছেন।

বিজ্ঞাপন

তবে তিনি বেশ জোর দিয়ে প্রেসকে জানিয়েছেন, এই ডেটে দুজন খুব সুন্দর ও হাসিখুশি সময় কাটালেও রোমান্সের আঁচ পাওয়া যায় নি একেবারেই। তবে বেশ মজা করেই খেয়েছেন তাঁরা অনেক কিছুই। ডিনারের মেনুতে ছিল টুনা, বিফ টারটার, লবস্টার আর অ্যাসপারাগাস। এরপর মেইন কোর্সে এসেছে ল্যাম্ব বা ভেড়ার মাংসের ফাইন ডাইন পদ।

লে ভিওলন রেস্তোরাঁর ভেতরে
লে ভিওলন রেস্তোরাঁর ভেতরে
কেটি পেরির সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে অরল্যান্ডো ব্লুমের আর আগেই বিচ্ছেদ হয়েছে জাস্টিন ও সোফির
কেটি পেরির সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে অরল্যান্ডো ব্লুমের আর আগেই বিচ্ছেদ হয়েছে জাস্টিন ও সোফির

উল্লেখ্য, জাস্টিন ট্রুডোর সঙ্গে তাঁর স্ত্রী সোফির বিচ্ছেদ হয়েছে দুই বছর আগে, ২০২৩ সালে। এ বছরই অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে সদ্য ছাড়াছাড়ি হয়েছে পপ ডিভা কেটি পেরির। এদিকে ডেমোক্র্যাটদের প্রতি কেটির আছে আলাদা পক্ষপাতিত্ব। সব মিলিয়ে এই ডিনার ডেটের পরে গুঞ্জন শুরু হয়েছে তাঁদের দুজনকে নিয়ে, সে কথা বলাই বাহুল্য।

সূত্র: সিবিএস, দ্য হিল

ছবি: ইন্সটাগ্রাম

বিজ্ঞাপন
প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ১৭: ৪০
বিজ্ঞাপন