টি–শার্ট ছেড়ে চোখ কপালে তোলা স্টাইলিশ অবতারে মার্ক জাকারবার্গ
শেয়ার করুন
ফলো করুন

মুকেশ আম্বানিকে দিয়ে সবই সম্ভব! এমনকি মার্ক জাকারবার্গের টি-শার্ট খুলিয়ে ফ্যাশনেবল পোশাক পরানোও তাঁর কাছে কোনো ব্যাপার নয়। এমনই সব মজার কমেন্ট ও পোস্টে ভরে যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম। সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে মার্ক জাকারবার্গ ও তাঁর স্ত্রী প্রিসিলা চ্যানের স্টাইলিশ আউটফিট পরা ছবি।

ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে উপলক্ষে গুজরাটের জামনগরে অনুষ্ঠিত হচ্ছে তিন দিনব্যাপী প্রি-ওয়েডিং ফেস্টিভ্যাল। এতে অংশ নিতে আম্বানি পরিবার থেকে নিমন্ত্রণ জানানো হয়েছে বলিউড তারকাসহ বিশ্বের প্রভাবশালী ব্যক্তিত্বদের। মার্ক জাকারবার্গ ও তাঁর স্ত্রী সমাজসেবী প্রিসিলা চ্যানও আছেন নিমন্ত্রিত অতিথির তালিকায়। প্রি–ওয়েডিং সেলিব্রেশনের প্রথম দিন সন্ধ্যায় ‘অ্যান ইভনিং ইন এভারল্যান্ড’ শীর্ষক গালা ইভেন্ট অনুষ্ঠিত হয়। এই আয়োজনের ড্রেস কোড ছিল ‘ককটেল অ্যাটায়ার’। নিমন্ত্রণকর্তাদের সম্মানার্থে জাকারবার্গ তাঁর ট্রেডমার্ক লুক থেকে বেরিয়ে আসেন। পরেন চোখধাঁধানো ডিজাইনার আউটফিট।

বিজ্ঞাপন

জাকারবার্গ পরেছেন কালো টি–শার্ট ও কালো স্যুট। স্যুটে সোনালি সুতা ও সিকুইন দিয়ে ঘাসফড়িঙের ডিজাইন করা। সঙ্গে পরেছিলেন একই প্যাটার্নের লোফার। স্বামীর সঙ্গে টুইনিং করে কালো ককটেল গাউন পরেন চ্যান। গাউনের সামনে সিকুইন দিয়ে ফ্লোরাল প্যাটার্ন ফুটিয়ে তোলা হয়েছে। তাঁদের দুজনের পোশাকই এসেছে ফ্যাশন ব্র্যান্ড অ্যালেক্সান্ডার ম্যাককুইন থেকে।

জাকারবার্গ ও প্রিসিলার এমন ফ্যাশনেবল পোশাক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা যেন থামছেই না! অনেকে বলছেন যে প্রথমে ছবি দেখে ভেবেছিলেন, এগুলো এআই দিয়ে তৈরি ছবি। কিন্তু পরে তাঁদের ভুল ভাঙে। বেশির ভাগ মানুষ প্রশংসা করছেন জাকারবার্গ ও প্রিসিলার। এখন শুধু অপেক্ষা মেলা রুজ ইভেন্টের জন্য যেখানে অতিথিদের ঐতিহ্যবাহী দক্ষিণ এশিয়ার আউটফিট পরতে হবে। জাকারবার্গ ও প্রিসিলার দেশি স্টাইল দেখার জন্য যেন কারও তর সইছে না!

ছবি: ইন্সটাগ্রাম

বিজ্ঞাপন
প্রকাশ: ০২ মার্চ ২০২৪, ১৭: ২৯
বিজ্ঞাপন